![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই বলে থাকেন যে কওমী বা হেফাযতের সাথে জামাতের মওদুদীবাদ নীতির বিরোধ আছে। তাহলে হেফাযত কেন জামাতকে বাঁচানোর জন্য আন্দোলন করব? প্রশ্নটা যৌক্তিক। তবে এই যৌক্তিক প্রশ্নের বিপরীতে রয়েছে আরো বেশি যৌক্তিক উত্তর।
উত্তরটা হচ্ছে-
ওদের আদর্শগত বিরোধ থাকলেও টাকার জন্য জামাতের উপর ঠিকই নির্ভর করতে হয়। সে জন্যই হেফাযতিরা জামাতিদের নিষিদ্ধ করতেও বলতে পারছে না, বরং টাকার জন্য তাদের হয়ে কাজ করতে হয়। আপনি হয়তো বলবেন, শফি কি তাহলে জামাতিদের কাছ থেকে টাকা খায়?
শফি হয়তো টাকা খায় না। কিন্তু এই কওমি মাদ্রাসাগুলো চলেই হচ্ছে বিভিন্ন জনের অনুদানের টাকায়। আর তাদের অনুদানের সবচেয়ে বড় উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের সাথে আবার জামাতিদের সুসম্পর্ক রয়েছে। তাই কওমীদের অনুদানের টাকা আসে জামাত ও তাদের ব্যাংকের মাধ্যমে। সুতরাং, জামাত নিষিদ্ধের দাবি তুললে ওদের অনুদানের বিশাল উৎস হারাতে হবে। বরং, এই অনুদানের জন্যই জামাতের চাপে পড়েই তারা জামাতিদের বাঁচানোর জন্য একটা ইস্যু তুলে আন্দোলন করতে হচ্ছে।
আপনি হয়তো বলবেন তাহলে তো সরকারও টাকা দিয়ে হেফাযতকে ম্যানেজ করতে পারে। তাহলে কেন করছে না?
উত্তরটা হচ্ছে-
মধ্যপ্রাচ্যের অনুদানের তুলনায় সরকারি অনুদান খুবই অল্প। তাছাড়া সরকার হয়তোবা কিছু অনুদান দিয়ে ওদেরকে সাময়িক ম্যানেজ করতে পারে (ইতোমধ্যে ১০১ কোটি টাকা সরকারি অনুদান দেওয়ার কথা শুনা যাচ্ছে)। কিন্তু ওরা চিন্তা করছে স্থায়ী অনুদানের কথা। সরকারের সাময়িক অনুদান নিয়ে জামাতের বিরুদ্ধে গেলে ওদেরকে মধ্যপ্রাচ্যের স্থায়ী অনুদান হারাতে হবে।
সুতরাং, এরপর যদি কেউ হেফাযত আর জামাতের নীতির বিরোধের কথা বলে হেফাযতের আন্দোলনকে জামাতকে বাঁচানোর আন্দোলন হিসেবে অস্বীকার করেন তাদের জন্য কাঁঠালপাতা ছাড়া আর কিছু খুঁজে পাচ্ছি না আমি।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
পাগলা আজিজ বলেছেন: গরিব মিসকিনদের দেন।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
অভি৯১৭৫ বলেছেন: Money talks
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
পাগলা আজিজ বলেছেন: ভাই, এই দুনিয়ায় সবাই টাকার পিছনে ঘুরে।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: হাহ হাহ হাহ। জামাতের সাথে আপনাদের বিরোধ কি নিয়ে ?? তার চেয়ে মাদ্রাসাগুলোর বিরোধ অনেক তীব্র। ঈমানের তাকিদে ঐ বিরোধ। ঈমান বিকোতে রাজি নয় প্রকৃত মু’মিন।
শেষ পর্যন্ত উগ্র নাস্তিক্যবাদকে বাঁচাতে জামাত আর টাকা ছাড়া কিছু পেলেন না???
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
পাগলা আজিজ বলেছেন: জামাত "বাংলাদেশ" নামক রাষ্ট্র চায় না। ওদের সাথে বাংলাদেশী বা বাঙালিদের অবশ্যই এই ব্যাপারে বিরোধ আছে। তাদেরকে বাংলাদেশ মানতে হবে, একাত্তরের কুকীর্তির জন্য ক্ষমা চাইতে হবে এবং তাদের রাজাকার নেতাদের বিচারে সহায়তা করতে হবে।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আর কাঁঠাল পাতা আপনার জন্য। কেবল যুক্তি নিয়ে কথা বল্বার জন্য আর প্রকৃত ঘটনা খতিয়ে না দেখবার জন্য।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
পাগলা আজিজ বলেছেন: আমি বলেছি। এখন আপনি খতিয়ে দেখুন কওমী মাদ্রাসা কার টাকায় চলে। মিথ্যা হলে আর ব্লগ লিখমু না।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
বুড়া শাহরীয়ার বলেছেন: কিছু টা দেরি করে হলেও বাংলাদেশের মুস্লিম রা বুঝতে শুরু করেছে রাজনৈতিক ইসলাম এর দরকার কত টুকু।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
মাইন রানা বলেছেন: জামাত বাচাতে হেফাজতে ইসলাম আন্দোলন করছে না এটা একটা মিথ্যাচার আন্দোলন বিতর্কিত করার জন্য।
তবে মিথ্যাচার করে লাভ নাই মানুষ আর বিশ্বাস করে না।
১৯৭১ সালের সকল যুদ্ধাপরাধীদের উপযুক্ত সাজা চাই।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
পাগলা আজিজ বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
জামান2021 বলেছেন: শেষ পর্যন্ত উগ্র নাস্তিক্যবাদকে বাঁচাতে জামাত আর টাকা ছাড়া কিছু পেলি না?
ভুলে যাস না জীব মাত্রই মরতে হবে।মহান স্বস্টিকরতাকে এক সেকেন্ডের জন্য হলেও স্বরণ কর।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
পাগলা আজিজ বলেছেন: তুই যে আমার চাইতে বড় আস্তিক তা প্রমাণ দিতে পারবি?
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫
নরাধম বলেছেন:
হেফাজতের নেতাদের এবং তাদের সমর্থকদের লেখা অন্তত ১০০টার উপরে বই আছে যেখানে তারা জামাতের নিষেধাজ্ঞা চায়। আমার পড়া একটা বই হচ্ছে, "মওদুদীর সাথে আমার সাহচর্য্যের ইতিবৃত্ত" বাই মাওলানা শামসুল হক ফরিদপুরী, যিনি কওমী মাদ্রাসার একজন আলেম/শিক্ষক ছিলেন, পারলে পড়ে দেখেন, এটাতে মওদূদী এবং জামাতকে ধুয়ে ফেলা হয়েছে। মাওলানা শফির লেখাই বই আছে সে বিষয়ে, তাদের ওয়াজের একটা গুরুত্বপূর্ণ অংশ জামাতের বিরোধী বক্তব্য। মধ্যপ্রাচ্যে জামাতের টাকা আসে মধ্যপ্রাচ্যের শাসকশ্রেণীর কাছ থেকে, কাওমী মাদ্রাসার টাকা আসে সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের কাছ থেকে, দুটা সোর্স সম্পূর্ণ ভিন্ন।
হেফাজতিরা ১৯৫০ সালের আগে থেকে জামায়াতের নিষেধাজ্ঞা চায়, এখনও চায়, এ বিষয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি কোনদিন, আ'লীগ বিএনপির মত না তারা। আ'লীগ, বিএনপি কেউ সেই নিষেধাজ্ঞা চায় না। আ'লীগ জামাতিদের নিষেধ করুক, হেফাজতিরা যদি সেটার প্রতিবাদ করে আমি নিজের কান কেটে ফেলব।
উল্লেখ্য হেফাজতিদের এখনকার আন্দোলন আমি সমর্থন করি না। ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩
পাগলা আজিজ বলেছেন: হেফাযতিরা যদি জামাতকে নিষিদ্ধ চায় তবে তাদেরকে বলেন না এই দাবিতে একটা লংমার্চ করতে অথবা শাহবাগের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
ফ্রিঞ্জ বলেছেন: এইবার কোরবানীর গরুর চামড়া বেইচা ওই টাকা দিয়া জুস কিনা খামু! মাদ্রাসায় দিমুনা!