নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার দূরে থাক। পাগল চ্যাতলে খবর আছে কইলাম !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

পাগলা আজিজ

পাগলা আজিজ › বিস্তারিত পোস্টঃ

মাইরালা !! আম্রে মাইরাল !! বিএনপি এত কৌতুককর !!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

হা হা হা...... এইমাত্র বিএনপি'র নেতা খন্দকার মোশারফ হোসেন বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, "হেফাযতে ইসলাম সংগঠনটি সরকার বানিয়েছে। সরকার তত্ত্বাবধায়ক ইস্যুটি ধামাচাপা দেওয়ার জন্যই এই লংমার্চ করিয়েছে।" বিবিসি জিজ্ঞাসা করল, আপনারা তাহলে মঞ্চে গিয়ে একাত্মতা প্রকাশ করলেন কেন? মোশারফ উত্তর দিল, "আসলে নবীজির নামে কটুক্তি করা হয়েছিল এই জন্য গেছি। ব্লা ব্লা ব্লা......"



কথাটা শুনে আমি হাসতে হাসতে পায়ুপথে বায়ুত্যাগ করলাম। নিজেরাই হেফাযতের মঞ্চে গিয়ে ১৮ দলের পক্ষে একাত্মতা প্রকাশ করল, লংমার্চকারীদের খাওয়ালো। এখন আবার বলতেছে সরকার করিয়েছে।



বিএনপি'র নেতা সবগুলার আসলে মানসিক বিকৃতি ঘটেছে। কী বলতে গিয়া কী খাইয়া ফালায় !! বিএনপি হেফাযতকে দিয়ে সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল। সেটা করতে না পেরেই এখন আবোল-তাবোল বকছে। :D



অবশ্য এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, তারাও ব্লাসফেমি আইনের বিপক্ষে। তাঁরাও কয়েকবার ক্ষমতায় ছিলেন। কখনো এই ধরনের আইন করেন নি।



সবশেষ আজকের জোকস অব দ্য ডে একটাই, "সরকার লংমার্চ করিয়েছে। আর বিএনপি মঞ্চে গিয়ে একাত্মতা ঘোষণা করছে।"



হা হা হা.....



সাক্ষাৎকার লিংক - Click This Link

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: এদের দুজনের যে এত মিল আগে তো জানতাম না। একজন একটা কাজ করে আর আরেকজন তাতে সমর্থন দেয়। বা বাহ বা এই না হলে বাংলাদেশ সুন্দরের পথে হাটছে।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

পাগলা আজিজ বলেছেন: :P

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

নিয়ামুল ইসলাম বলেছেন: link please, naile tagore nangto kora jabe na

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

পাগলা আজিজ বলেছেন: ভাই, আজকের বিবিসি বাংলাতে বলেছে। রেডিও সাক্ষাৎকারের লিংক পাব কই? বরং আপনি রাত সাড়ে দশটার বিবিসি বাংলা অনুষ্ঠানটা শুনতে পারেন। পুনঃপ্রচার হলেও হতে পারে।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

পাগলা আজিজ বলেছেন: লিংক- Click This Link

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

দন্ডিত বলেছেন: তাই নাকি? কি বলেন এইসব? হায় হায়, সমর্থনকারীদের কি হপে?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

পাগলা আজিজ বলেছেন: সমর্থনকারীরাও তত্ত্বাবধায়ক দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এরমধ্যে বিএনপি'র নেতারাও আছেন। :D

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

খারাপ লোক বলেছেন: লিনক কই?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

পাগলা আজিজ বলেছেন: ভাই, আজকের বিবিসি বাংলার সাড়ে সাতটার অনুষ্ঠানে বলেছে। রেডিও সাক্ষাৎকারের লিংক পাব কই? বরং আপনি রাত সাড়ে দশটার বিবিসি বাংলা অনুষ্ঠানটা শুনতে পারেন। পুনঃপ্রচার হলেও হতে পারে।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

পাগলা আজিজ বলেছেন: Click This Link

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

রুদ্র মানব বলেছেন: ঘটনা সত্যি হলে একটা কথা বলতেই হয় ,

আসল গাঞ্জাখোর কারা সেই পরিচয় কিন্তু উকি-ঝুকি দিতাছে :P :P :P


সো খিয়া কৈরা :)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

পাগলা আজিজ বলেছেন: :P :D :-P

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

কোবা সামসু বলেছেন: কোন প্রকার লিঙ্ক ছাড়া পোস্ট করলেন, আপনি তো রাজাকারের থেকেও অধম :P :P :P :P :P

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

পাগলা আজিজ বলেছেন: ভাই, আমি অনুষ্ঠানটা শুনেছি। বাংলাদেশে আরো লাখ লাখ মানুষ শুনেছে। সারাক্ষণ অনলাইনে পড়ে থাকলে তো হবে না। একটু টিভি-রেডিও'র খবর দেখেন-শুনেন। টিভি-রেডিও না দেখে না শুনে অন্যজনকে দোষারোপ করা কি ঠিক?

যাই হোক, এখান থেকে অনুষ্ঠানটা ডাউনলোড দিয়ে শুনেন- Click This Link

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

পাগলা আজিজ বলেছেন: পুরাটা শুনার দরকার নেই। এখান থেকে শুনেন- Click This Link

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

লিঙ্কনহুসাইন বলেছেন: রাজনীতি ব্যাক্তিবর্গের মুখ দিয়ে কখন কি বেড় হয় কেউ বলতে পারবেনা , সাড়া বছর যাকে বিশ্ব বেহাইয়া ডাকলো জামাতিরা তাকেই দেখলাম ৬ তারিখে জামাই আদর করতে

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

পাগলা আজিজ বলেছেন: আর বইলেন না। লজ্জা থাকলেই তো !!

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

নিয়ামুল ইসলাম বলেছেন: পাইছি লিঙ্ক পাইছি, শাহাবাগ মানলাম সরকার
বানান, এখন তারা খাবার, পানির ব্যবস্থা
করে এবং স্বশরিরে উপস্থিত থেকে যদি বলে এই ক্তহা তাহলে আর কিছু করার নাই
B:-) B:-) B:-) B:-)

Click This Link

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

পাগলা আজিজ বলেছেন: ধন্যবাদ।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আই লাভ ইউ, ম্যান বলেছেন: াউয়ামি লিগ যখন লঙমার্চ করার অনুমতি দেয় আবার সেইটা প্রতিরোধ করার জন্য শুক্রবারে (ছুটির দিনে) রাতে হরতাল দেয় তখন আপনার পায়ুপথ দিয়ে কি কি বাইর হয় এইটাও জাতিরে জানান...জাতির অনেক উন্নতি হইবে

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

পাগলা আজিজ বলেছেন: আরে ভাই, আপনি কিসের সাথে কী মিলান? মাথা ঠিক আছে?

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: বিম্পির হলোটা কী??????

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

পাগলা আজিজ বলেছেন: বিম্পি দেউলিয়া হয়ে গেছে।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

সামুরাই হান বলেছেন: তোর কি মাথায় দোষ আছে হনুর বাচ্চা হনু কি কইছে আর কি লিখছস ? আঁতলামির একটা সিমা থাকা উচিত ।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

পাগলা আজিজ বলেছেন: আপনি কি বাংলা কম বুঝেন? আপনি কি উর্দু ভাষায় ব্যাপক পারদর্শী?

"গণজাগরণ মঞ্চ থেকে হেফাযতে ইসলাম সবই সরকার করেছে তত্ত্বাবধায়ক ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য"- খন্দকার মোশারফের এই কথাটা দ্বারা আপনি কী বুঝেন?

ভাল করে বাংলার উপরে একটা কোর্স করে এসে বাংলা ব্লগে ঢুকেন। এর আগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.