![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কওমী মাদ্রাসার হুজুররা আধুনিক শিক্ষায় শিক্ষিত না। তাঁরা ইংরেজী বা শুদ্ধ বাংলাটাও ঠিকমত বুঝেন না। সুতরাং, তাঁরা যে ব্লগ ও ব্লগার কী জিনিস সেটা বুঝবেন না এটাই স্বাভাবিক। তাঁদের চিল্লাপাল্লাতেও অবাক হই না। এমনকি তাঁরা যখন "ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়" বা "ব্লগ হচ্ছে ইন্টারনেটে আল্লাহ'র সাথে নাফরমানি করা" জাতীয় কথা বলেন তখনও অবাক হই না। শুধু ভাবি, এরা কবে "শিক্ষিত" হবে !!
বিএনপি বা ডিজিটাল আওয়ামীলীগ সরকারের মন্ত্রী-এমপিরাও ঠিকমত ব্লগ বা ব্লগার কী জিনিস সেটা বুঝেন কিনা সেটা আমার সন্দেহই ছিল এবং এখনো সন্দেহ আছে। এমনকি ইন্টারনেটে ইসলাম অবমাননা বা সাম্প্রদায়িক উস্কানি মনিটরিংয়ের জন্য যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তারাও যে ব্লগ কি জিনিস সেটা বুঝেন না তার প্রমাণ আজ পেলাম। আজকে একটা সাক্ষাৎকারে তদন্ত কমিটির একজন সদস্য বারবার বলছিলেন "বাঁশেরকেল্লা" নাকি একটা ব্লগ !! তো যারা বুঝেই না ব্লগ কী, ব্লগার কী বা ফেইসবুক পেইজ কী তারা কিভাবে মনিটর করবে আর ব্যবস্থা নিবে? শুধু বিভিন্ন পক্ষকে "খুশি" রাখার জন্যই কিছু আইওয়াশ ব্যবস্থা নিবে- এখন এটাই বুঝা যাচ্ছে।
তবুও ধন্যবাদ জানাই "বাঁশের কেল্লা" ফেইসবুক পেইজ এবং "নূরানী চাপা" ওয়ার্ডপ্রেস ব্লগ বন্ধ করার সুপারিশ করার জন্য। এখন তাড়াতাড়ি বন্ধ করলেই হয়।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
পাগলা আজিজ বলেছেন: হ ভাই, দেখছি।
২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
সিলেটের মানব বলেছেন: আমার তো মনে হয় ৭০% মন্ত্রী-এমপি বা নেতারা ব্লগ ও ব্লগার কী জিনিস সেটা বুঝেননা ।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
পাগলা আজিজ বলেছেন: সেটাই বলতেছি। মন্ত্রী-এমপি-নেতা এমনকি হুজুরদেরও ইন্টারনেটের খুঁটিনাটি শিক্ষা দেওয়া উচিৎ। আর নাহলে দেশ "ডিজিটাল" হবে কিভাবে?
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
মোমের মানুষ বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/118762/small/?token_id=099e333b7942af45d0f7f09802b449e0
এদের কথা ভুলে যাইয়েন না কিন্তু!
৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
মোমের মানুষ বলেছেন:
এদের কথা ভুলে যাইয়েন না কিন্তু!
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১
পাগলা আজিজ বলেছেন: বুঝেন এমন লোকের সংখ্যা নগণ্য। বুঝলেও অধিকাংশ তথ্যকেই তিল থেকে তাল বানানো হয়।
৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
সাদা কলো বলেছেন: বাঁশের কেল্লা ত বেশ কয়েকবার বন্ধ করছে, লাভ কি ? আবার ত নতুন করে খুলে ।
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২
পাগলা আজিজ বলেছেন: দুঃখ তো এখানেই। শ্লারা বন্ধ করলেও নতুন করে খুলে ২-৪ দিনে লক্ষাধিক ফ্যান পার করে ফেলে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
লিঙ্কনহুসাইন বলেছেন: ব্লগ দিয়া ইন্টারনেট চালায় - মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ্