![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে হেফাযতে ইসলামের মত কিছু নব্য ইসলামপ্রেমী ইসলামের "ই"-টাও না বুঝে লাফালাফি করে। ভাস্কর্য নির্মাণকে ওরা ইসলামবিরোধি কার্যকলাপ বলে প্রচার করে ভাস্কর্য ভাঙার হুমকি দেয়। অথচ পবিত্র কুরানেই ভাস্কর্য নির্মাণের ব্যাপারে সুস্পষ্ট অনুমতি দেওয়া আছে। পবিত্র কুরানের সূরা সাবা'য় বলা হয়েছে সোলায়মান (আ)-এর নির্দেশে তাঁর অনুগত জ্বীনেরা ভাস্কর্য নির্মাণ করত।
আসুন আমরা দেখি সূরা সাবা'র আয়াত ১২ এবং ১৩-তে কী বলা হয়েছে।
আয়াত ১২:
وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ
অর্থঃ আর আমি সোলায়মানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝরণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির-শাস্তি আস্বাদন করাব।
আয়াত ১৩:
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاء مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ
অর্থঃ তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।
সূরা সাবা'র অর্থ দেখতে পারেন এখানে- Click This Link
পবিত্র কুরানের বিরুদ্ধে যাওয়াতে আমরা কি বলতে পারি না, হেফাযতে ইসলাম পবিত্র কুরানের অবমাননা করেছে?
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
পাগলা আজিজ বলেছেন: হ, সব কিছু ছাগুরাই বুঝে, অন্য কেউ বুঝে না। যদি ভাস্কর্য নির্মাণ হারামই হত তাহলে তো সোলায়মান (আ)-ও জ্বীনদের দিয়ে ভাস্কর্য নির্মাণ করাতেন না। নবী-রাসূলরা আল্লাহ'র অনুমতির বাইরে কি কিছু করেছেন?
আপনি তওবা করে মুসলমান হন আবার।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
বিডি আমিনুর বলেছেন: এ পোস্ট ই আপনার নিকের সার্থকতা প্রমানের জন্য যথেষ্ট ।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
পাগলা আজিজ বলেছেন: সামু ছাগু দিয়া ভরে গেছে এইটা প্রমাণের জন্য আপনার কমেন্টই যথেষ্ট।
আপনি কি পবিত্র কুরানকে অস্বীকার করেন? ছাগুরা কুরান স্বীকার করবে কেন? ওরা তো মওদুদীর বই ছাড়া কিছু বুঝে না।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
নষ্ট ছেলে বলেছেন: আজকাল ব্লগে মাওলানা, মুফতি ভইরা গেছে!
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
পাগলা আজিজ বলেছেন: পবিত্র কুরান পড়তে বা বুঝতে হলে কি মাওলানা বা মুফতি হওয়া আবশ্যক? কুরান কি মাওলানা বা মুফতিদের নামে প্যাটেন্ট করা? কই পাইছেন এই হাদিস?
শালার ছাগুরা দেখি সব কুরানকে অস্বীকার করে বসে আছে !! এদেরকে আবার মুসলমানও বলা হয় !! এক আজব দেশে আছি !!
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আজকাল ব্লগে মাওলানা, মুফতি ভইরা গেছে!
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
পাগলা আজিজ বলেছেন: পবিত্র কুরান পড়তে বা বুঝতে হলে কি মাওলানা বা মুফতি হওয়া আবশ্যক? কুরান কি মাওলানা বা মুফতিদের নামে প্যাটেন্ট করা? নষ্ট ছেলে কই পাইছে এই হাদিস?
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
মানব ও মানবতা বলেছেন: এখানে কোন নবীর কথা বলা হয়েছে? আপনি কোন নবীর উম্মত? তালগোল পাকিয়ে ফেললেন নাকি? কোন নবীর শরীয়তে তো ভাই-বোনের বিয়ে হতো, আপনিও তাইলে ঐ নবীর দলীল দিয়ে শুরু করে দেন। কুরআন আপনার আমার হাতের মোয়া নয়, নিজের অজ্ঞতা এবং মূর্খতা প্রমাণের জন্য আপনিই তো যথেষ্ট, কুরআনকে কলঙ্কিত করতে চাচ্ছেন কেন? ব্লগে হয়তো ছাগু ভরে গেছে, আপনার মতো ধর্মব্যবসায়ীরাও পাখা মেলেছে।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
পাগলা আজিজ বলেছেন: আচ্ছা, বলুন তো কোন নবী কোন ধর্মের প্রচার করেছেন?
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
বিডি আমিনুর বলেছেন: আপানার জন্য
রাতে বউকে সন্তুষ্ট করতে পারেননি নিজের অক্ষমতার জন্য - ব্লগে এসে বলবেন “ তুই ছাগু ”।
ঘুষ খেয়ে ধরা খেয়ে চাকরী চলে গেছে - ব্লগে এসে বলবেন “ তুই ছাগু ”।
ইভ টিজিঙের জন্য গণধোলাই খেয়েছেন - ব্লগে এসে বলবেন “ তুই ছাগু ”।
ছিনতাই করে নেশার টাকা যোগাড় হয়নি -ব্লগে এসে বলবেন “ তুই ছাগু ”।
এভাবে দিনে অন্তত ৫ জনকে ট্যাগ করুন ও প্রতিদিন বাড়িয়ে নিন আপনার হাম্বা লীগ সদস্য পদের মেয়াদ ।বিস্তারিত
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
পাগলা আজিজ বলেছেন: ছাগুর মত কথা কইলে তো ছাগু "উপাধি" পাবেনই।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
নষ্ট ছেলে বলেছেন:
"হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।"
৫:৯০
"এটা শ্রবণযোগ্য। আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্যে উত্তম। উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া তোমাদের জন্যে চতুস্পদ জন্তু হালাল করা হয়েছে। সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাক এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাক;"
২২:৩০
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
পাগলা আজিজ বলেছেন: মূর্তি হারাম বলা হয়েছে। ভাস্কর্য হারাম কোথাও বলা হয়েছে? ভাস্কর্য যদি হারাম হত তাহলে ইসলামী শরীয়ার দেশ সৌদি আরবে এবং ইরানে কেন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে?
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
মানব ও মানবতা বলেছেন: আপনার অজ্ঞতা থেকে আমি অবাক। এখানে কমেন্ট লিখে সাগর করে ফেললেও আপনি সত্য মেনে নিবেন না। বিতর্ক চলতেই থাকবে। যতক্ষণ না শুদ্ধ অন্তরে সমর্পিত না হবেন আল্লাহর জন্য, কুরআনের একটি আয়াতের অর্থ- যখন তাদরে সাথে মূর্খদের কথা হয়, তখন তারা সালাম বলে বিদায় নেয়।' আমি সেই আয়াতের উপর আমল করছি। আপনাকে হেদায়াত করার গুরু দায়িত্ব নিয়ে আমি সময় নষ্ট করতে চাচিছ না। তাতে আপনার যা খূশী বলুন।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
পাগলা আজিজ বলেছেন: মওদুদীর বই বেশি করে পড়েন। কুরান তো আপনারা বিশ্বাস করেন না।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
নষ্ট ছেলে বলেছেন: ভাস্কর্য যদি কোন প্রাণীর না হয় তাহলে কোন সমস্যা নেই।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
পাগলা আজিজ বলেছেন: আপনার জ্ঞানের সীমা দেখে আমি অবাক !! এই সীমা নিয়া ব্লগিং করতে আসছেন? ইরান, সৌদি আরব দুই দেশেই প্রাণীর ভাস্কর্য আছে। শুধু প্রাণী বললে ভুল হবে। মানুষেরই ভাস্কর্য আছে।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
মানব ও মানবতা বলেছেন: আপনার মতো কুরআনকে ভ্রান্তভাবে বিশ্বাস করার দুঃসাহস থেকে বেঁচে থাকা সৌভাগ্যের ব্যাপার। মওদুদী কেন ভ্রান্ত- এ বিষয়ে জামাতীদের সাথে তর্ক হলে আপনি দু মিনিটও টিকবেন না- আমি অন্তত তাদেরকে তর্কে হারানোর মতো সাহস, জ্ঞান ও আস্থা রাখি। তাও আপনার মতো গালিগালাজ দিয়ে নয়, যুক্তি এবং দলীল দিয়ে। বিপক্ষকে ঠেকাতে এই এক মওদুদী ছাড়া আর কিছুই তো আপনার থলি তে নাই। যে কয়েক মিনিট এখানে কাটালাম, তা নিশ্চিতভাবে অপাত্রে ঘি দিয়ে গেলাম। ধর্ম সম্পর্কে আপনার এমন মূর্খতা করুণা হচ্ছে।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
পাগলা আজিজ বলেছেন: বুঝলাম আপনি মহাজ্ঞানী। আপনি ভাববেন না আমি কিছু না জেনে ব্লগিং করতে আসছি। অপাত্রে ঘি ঢালার দরকার কী? ঘি দিয়া পোলাও রান্না কইরা খান। কামে লাগবে।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
নষ্ট ছেলে বলেছেন: সৌদি, ইরানের মানুষ যদি গণহারে মদ খাওয়া শুরু করে তাইলে কি মদ হালাল হয়ে যাবে?
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
পাগলা আজিজ বলেছেন: সৌদি আরবকে তো আপনারা নমস্ব মানেন। আহরীয়া আইন মানলে ভাস্কর্য মানেন না কেন?
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
নয়ামুখ বলেছেন: মানব ও মানবতা বলেছেন: এখানে কোন নবীর কথা বলা হয়েছে? আপনি কোন নবীর উম্মত? তালগোল পাকিয়ে ফেললেন নাকি? কোন নবীর শরীয়তে তো ভাই-বোনের বিয়ে হতো, আপনিও তাইলে ঐ নবীর দলীল দিয়ে শুরু করে দেন। কুরআন আপনার আমার হাতের মোয়া নয়, নিজের অজ্ঞতা এবং মূর্খতা প্রমাণের জন্য আপনিই তো যথেষ্ট, কুরআনকে কলঙ্কিত করতে চাচ্ছেন কেন? ব্লগে হয়তো ছাগু ভরে গেছে, আপনার মতো ধর্মব্যবসায়ীরাও পাখা মেলেছে।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
পাগলা আজিজ বলেছেন: ওনাকে একটা প্রশ্ন করেছিলাম এই কমেন্টের নিচে। উনি উত্তর দেন নি বা জানেন না। দেখি, আপনি এই প্রশ্নের উত্তর দেন।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
রিফাত হোসেন বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: সৌদি, ইরানের মানুষ যদি গণহারে মদ খাওয়া শুরু করে তাইলে কি মদ হালাল হয়ে যাবে?
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাইজান একটু ভদ্রতা রাখা উচিত!
৫নং কমেন্টের যে উত্তর দিয়েছেন তাতে মনে হয় আপনিই একমাত্র ইসলামের স্কলার। আর বাকী সব নস্যি! এটা চরম অহংকার আর ঔদ্ধত্যের পর্যায়ে পড়ে। অপরদিকে 'মানব ও মানবতা' নিকের ব্লগার একজন গবেষক, উচ্চশিক্ষার জন্য বর্তমানে কাতারে আছেন। আলেম। লেখক।সম্পাদক। তাকে আপনি যে প্রশ্নটা করেছেন তা একেবারেই হামবরা ভাব নিয়ে করেছেন। অন্যকে সম্মান দেন নিজেও পাবেন।
সবচেয়ে বড় কথা হলো আপনি কুরআনকে নিয়েও নিজের ব্যবসা করছেন।মানে কুরআনের একটা ইতিহাস ভিত্তিক আয়াতকে দলিল বানালেন। যা বিধান বিষয়ক আয়াত নয়।
এবার আসি ভাষ্কর্য আর মূর্তি প্রসঙ্গে,
মূর্তি যা বানানো হয় পূঁজার জন্য।
ভাষ্কর্য যা বনানো হয় সৌন্দর্যের জন্য।
এখন কথা হলো যদি কোন জিনিস মূর্তিও না হয় এবং তাকে পূজা দেয়া হয় তাইলে তাও শিরক। আর কোন ব্যাক্তির কোন আঁকা ছবিকে যদি কেউ সম্মান দেয় তাইলে তাও শিরক পর্যায়ভূক্ত। সম্মান পাবার অধিকার ব্যক্তির ছবির নয়। সুতরাং মানুষের বা প্রাণীর কিংবা অন্য কোন প্রতিকৃতি যদি স্থাপন করা হয় সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তাইলে তা অবশ্যই শিরক হবে।
এবার বলুন আমাদের দেশে নির্মাণ করা কয়টা ভাষ্কর্য সৌন্দর্যের জন্য আর কয়টা ভাষ্কর্য স্মৃতি রক্ষা ও সম্মান প্রদর্শনের জন্য? স্মৃতি রক্ষা আর পূর্ব পুরুষের জন্য সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসেবেই মানব সমাজে শুরু হয় মূর্তিপূজার প্রচলন।
সো যেই ভাষ্কর্য সেই মূর্তি। একটা নির্দিষ্ট পূজার জন্য আরেকটা পূজার জন্য না হলেও তাতে অর্ঘ্য দেয়া হয় নামটা জাস্ট ভিন্ন।
আমি কতটা আপনাকে আমার বক্তব্য বুঝাতে পেরেছি? না কি আদৌ পারিনি?
তবে সব কথার সার কথা বিভ্রান্তি না ছড়াই।
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২
তাজুল_ইসলাম বলেছেন: ei ahate MOSJID er kotha bola hohese. Jar nam "bahutul mujaddis"
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২
তাজুল_ইসলাম বলেছেন: ei ahate MOSJID er kotha bola hohese. Jar nam "bahutul mujaddis"
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫
কাঠুরে বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আজকাল ব্লগে মাওলানা, মুফতি ভইরা গেছে!
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৯
rasel246 বলেছেন: আল্লামা পাগলা আজিজ শয়তান এর ওহি নিয়ে হাজির।
১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২
rasel246 বলেছেন: আল্লামা পাগলা আজিজ শয়তান এর অপব্যাখ্যা সম্বলিত ওহি নিয়ে হাজির।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২
পাগলা আজিজ বলেছেন: কুরান পড়ছেন কোন দিন?
২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
ইশাতের দুনিয়া বলেছেন: নয়ামুখ বলেছেন: মানব ও মানবতা বলেছেন: এখানে কোন নবীর কথা বলা হয়েছে? আপনি কোন নবীর উম্মত? তালগোল পাকিয়ে ফেললেন নাকি? কোন নবীর শরীয়তে তো ভাই-বোনের বিয়ে হতো, আপনিও তাইলে ঐ নবীর দলীল দিয়ে শুরু করে দেন। কুরআন আপনার আমার হাতের মোয়া নয়, নিজের অজ্ঞতা এবং মূর্খতা প্রমাণের জন্য আপনিই তো যথেষ্ট, কুরআনকে কলঙ্কিত করতে চাচ্ছেন কেন? ব্লগে হয়তো ছাগু ভরে গেছে, আপনার মতো ধর্মব্যবসায়ীরাও পাখা মেলেছে।
২১| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৫
আশা-নিরাশা বলেছেন: বুখারী শরীফের হাদীছে স্পষ্ট আছে যে, ছাহাবাগণ নামাজে কথা কইতেন। আপনিও নিশ্চয়ই শুরু করছেন!
আদম আলাইহিস সালাম উনার সময় নুহ আলাইহিস সালাম উনার সময় ভাই বোনে বিয়ে হতো...আপনি নিশ্চয়ই আপনার বোনকে বিয়ে করে ফেলেছেন!
কুরআন শরীফে আছে কতলের বদলে কতল....নিশ্চয়ই আপনি অলরেডি রামদা লইয়া ঘুরতাছেন....
!!!!গ্রেট পাগলা!!!!
২২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
তাজুল_ইসলাম বলেছেন: নাম্বারে আপনি যে সুরা সাবা ১২,১৩ যে উদারন দিলেন, সেটা কোন মুর্তি নয় বরং ইসলামের সব পবিত্র স্থান বায়ুতুল মুকাদ্দাসের কথা বলা হয়েছে। আরে ভাই আপনি বায়ুতুল মুকাদ্দাসের সাথে মুর্তির তুলনা দিচ্ছেন? আর ভাস্কর্য মানে অধঃ উলঙ্গ মুর্তি নয়।
জেনে যদি ফজলামো করে থাকেন, তবে আল্লাহর নিকট তওবা করা উচিত। অবশ্য হেফাজত বলেছে শালীন শিল্প কর্মে তাদের কোন আপত্তি নেই।
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
ইফতেখার মাহ্দী বলেছেন: জ্ঞান-পাপীদের অভাব নেই এ দুনিয়ায় !!
নাম >> পাগলা আজিজ; এটাও জানেনা আজিজ ইসলামে একটি সম্মানিত শব্দ, শব্দটি ব্যবহার এর কিছু নিয়ম শালীনতা রয়েছে ইসলামে !! অথচ মুফাস্ছির সেজে বসে আছে ! إهدِنَا الصِّرَاطَ المُستَقِيمَ এই আয়াত বেশী করে পড়া চাই অন্তর থেকে ....
২৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
দি সুফি বলেছেন: কুরআনের ২-৪টা আয়াতের অর্থ গুগল থেকে খুজে বের করে নিজেকে অনেক বড় আলেম মনে করতেছেন?
২৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
জাহিদ১১মে বলেছেন: ভাই সকল, উনি তো সাইনবোর্ডে লিখে রেখেছেন যে উনি পাগলা আজিজ। পাগল মানুষ মাথা ঠিক নাই।কত কিছুই বল্বে।পাগলে কিনা লিখে।
২৬| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
অন্য কথা বলেছেন: মা'রেফুল কুরআনে এর বিশদ ব্যাখ্যা দেয়া আছে পড়ে দেখতে পারেন : Click This Link
২৭| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
অন্য কথা বলেছেন: মা'রেফুল কুরআনে এর বিশদ ব্যাখ্যা দেয়া আছে পড়ে দেখতে পারেন : পৃষ্ঠা ২৫৯ Click This Link
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
দমকল৮৬ বলেছেন: পেইড হাম্বা হিসেবে আপনার বেতন কেটে নেয়া উচিত । আপনি কোনটা ঘটনার বর্ণনা আর কোনটা আল্লার নির্দেশ এইটাই বুঝতে অক্ষম ।