![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্নত দেশগুলো এবং জাতিসংঘ নাকি সাভারের উদ্ধার অভিযানে সহায়তা করতে চেয়েছিল। বাংলাদেশ নাকি সেই সাহায্য গ্রহণ করে নি। এই নিয়ে সমালোচনার শেষ নেই। আপাতদৃষ্টিতে এটিকে সমালোচনার বিষয়ও মনে হয়। কিন্তু, আবেগ দিয়ে না দেখে আসেন বাস্তবতাটা দেখি।
জাতিসংঘে উন্নত দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসেছিল সাভার দুর্ঘটনার পরের দিন। সেই বৈঠকেই তারা সাভারের উদ্ধার অভিযানে উন্নত যন্ত্রপাতি দিয়ে সহায়তা করতে চেয়েছিল। তার মানে সিদ্ধান্ত নিতেই লেগেছিল ৩৬ ঘন্টার মত। ওরা সাহায্য নিয়ে আসতে আসতে লাগত কমপক্ষে আরো ২ দিন বা ৪৮ ঘন্টা। তার মানে সাড়ে তিন দিন বা ৮৪ ঘন্টা পরে ওদের সহায়তা এসে পৌঁছাতো। উদ্ধার অভিযান শুরু করতে এবং শুরু করার পরে ধ্বংসস্তূপ সরাতে আরো কয়েক ঘন্টা লাগতো, ওইটা না হয় বাদই দিলাম। সাধারণত, ৭২ ঘন্টা পরে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সাভারেও আমরা তাই দেখেছি (৮৪ ঘন্টা পরে জীবিত মানুষ খুব কমই পাওয়া গেছে)। এবার বলেন তো ওরা আসার জন্য অপেক্ষা করলে যেই ২৫০০-এর উপরে জীবিত মানুষ পাওয়া গেছে ওদেরকে উদ্ধার করা সম্ভব হত? অথবা ৮৪ ঘন্টা পরে কাজ শুরু করলে খুব কি একটা লাভ হত?
সুতরাং এই ধরনের সমালোচনা করার আগে নিজের ম্যাচিউরিটি গ্রো-আপ করেন ভাইজানেরা।
যাই হোক, ওদের যদি এতই সহায়তা করার ইচ্ছা থাকে এখন নিহতদের পরিবার বা আহতদেরকে আর্থিক সহায়তা করুক। সেটাই সবচেয়ে ভাল হবে।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
পাগলা আজিজ বলেছেন: আপনি খবর দেখেছেন? বিবিসি শুনেছেন? না দেখে/শুনেই আজাইরা একটা কথা বললেন। ওরা উদ্ধার কাজেই উন্নত যন্ত্রপাতি দিয়ে সহায়তা করতে চেয়েছিল। ঔষধ, পানি, কাপড় দিয়ে নয়। আজাইরা কথা বলা বন্ধ করেন। ফেইসবুক-ব্লগে সীমাবদ্ধ না থেকে পত্রিকা, টিভি বা রেডিওর খোঁজও একটু নিন।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
আউটকাস্ট বলেছেন: পাগলা আজিজ, আপনি, পরাশুনা করেছেন কতদুর? আপনি কি জানেন, কনক্রিটের নিচে, জীবন খুজে পাওয়া যায় , এক ধরনের ইলেকট্রনিক সেনসর আছে..
এসব সেনসর প্রথম, ১২ ঘন্টার মধ্যেই আনা যেত, জীবিত লোক খুজে বের করার জন্য, এসব সেনসর ব্যব হার করা যেত। অনেক বেশি লোকের প্রান বাচানো যেত এভাবে.. এছাড়া, আরো অনেক রেসকিউ যন্ত্রপাতি, প্রথম ১০/১২ ঘন্টা তেই আনা যেত.. আমরা যদি, ব্রিটেন বা জাপান এর সাহায্য চাইতাম.. অনেক বেশি লোকের প্রান বাচানো যেত..
আউটকাস্ট
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
পাগলা আজিজ বলেছেন: প্রথম ১২ ঘন্টার মধ্যে আনা যেত। বেশ ভাল। আনা গেলে তো ভালই হত। আপনি কি সময়ের হিসাবটা দেখেছেন? ওরা সিদ্ধান্ত নিতেই লেগেছিল ৩৬ ঘন্টা। তারপরে আনার সময়টা বাদই দিলাম। আজাইরা হাউকাউ না করে বাস্তবতা দেখেন। ৮৪ ঘন্টা পরে লাইফ সেন্সর যন্ত্র দিয়ে কী করবে? আমি শিওর এই দুর্ঘটনার আগে আপনি কোনো দিন এই যন্ত্রটার নামই শুনেন নি। এখন শুনে আসছেন এইটা দিয়া "পড়ালেখা বা শিক্ষা" ফলাতে। আকামের কাণ্ডারী।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
কালবৈশাখীর ঝড় বলেছেন:
সবচেয়ে দ্রুত সাহায্য আনা যেত ভারত বা চীন থেকে। তাদের কাছে উচ্চমানের খনি দুর্ঘটনার ভারি যন্ত্রপাতি আছে।
কিন্তু এই দুটি দেশ খুবই সেলফিশ ও হারামি দেশ, ডাকলেও আসতো না।
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫
পাগলা আজিজ বলেছেন: ওরা তো দিতেই রাজি হয় নি। মূলত রাজি ছিল আমেরিকা ও বৃটেন।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪০
নতুন বলেছেন: ভাইরে আমাদের দেশের লোক যেই ভাবে সাহাজ্য করেছে সেটা অন্য কোন দেশের মানুষই করতোনা... সেইটা ঠিক..
কিন্তু কারুর সাহাজ্য নিতে তো আর সমস্যা ছিলো না...
আমরা আমাদের সাধ্যের চেয়েও বেশি করছে আমাদের জনগন.... নিজের জীবনের ঝুকি নিয়ে মানুষকে উদ্ধার করেছে...
যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়েছে্ এই উদ্ধার কাছে... এমন একতা বাংলাদেশে বিরল... আমরা এই জন্যই মহান জাতি...
কিন্তু আমাদের দেশের রাজনিতিকদের সমস্যা আছে...
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
পাগলা আজিজ বলেছেন: সাহায্য নিতে সমস্যা নাই। এখনও তারা ইচ্ছে করলেই আর্থিক সাহায্যও করতে পারেন। কিন্তু ওদের সাহায্য গ্রহণ করলে শত শত মানুষকে বাঁচানো যেত এটা অবশ্যই একটি ভুল ধারণা। নিহতদের বেশির ভাগই মারা গেছেন প্রথম ৮৪ ঘন্টায়।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Mamu, 91 jokhon us military amago sahajjo korsilo tokhon apner khewal ase? Api to oi somoi mone hoi abal thukku picchi chilen. Jai hok bideshi shajjo ashr age ki amago uddhar kaj kora jaibo na eirokom ki kono condition bidesira disilo? Amar to jana nai! Apni hoito janteo paren. Mone hoi apne nanok sahi ba murad jong er chela, naile onne logical crticism korle anper khaujai kan?
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
পাগলা আজিজ বলেছেন: "এবার বলেন তো ওরা আসার জন্য অপেক্ষা করলে যেই ২৫০০-এর উপরে জীবিত মানুষ পাওয়া গেছে ওদেরকে উদ্ধার করা সম্ভব হত? অথবা ৮৪ ঘন্টা পরে কাজ শুরু করলে খুব কি একটা লাভ হত?"
অথবার পরের লাইনটা একটু ভাল করে পড়েন।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: তেলের ড্রাম উল্টায়নি তাহলে!
তা ভাইয়া, আমাদের নিজেদের সেনাবাহিনী কবে নেমেছিলো একটু বলবেন?
আর সেনাবাহিনীর দল যখন এসে পৌছায় তখন তার প্রধান একটা ডায়লগ দেয় সেটা কি মনে আছে?
যাই হোক, উপরে একজন চোখে আঙ্গুল দিয়ে দেখালেও আপনারা দেখবেন না কারন বিল্ডিংটা ভাংছেন মখার ঝাকাঝাকি আর পর্নস্টার বমির নাভাব্লাস্টের কারনে, তাই না?
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫১
পাগলা আজিজ বলেছেন: তা ভাইয়া, ঝাঁকাঝাঁকি তত্ত্বের কথা বললেন। সমাবেশ তত্ত্ব, তত্ত্বাবধায়ক তত্ত্ব এবং গজব তত্ত্বের কথা বললেন না যে?
আজকে মখা'র ফারমার্স ব্যাংক উদ্বোধন হওয়ার কথা ছিল। সেখানে একটা বিশাল অংকের টাকা খরচ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেটা না করে ওই টাকা সাভারে দুর্গতদের সহায়তা হিসেবে দিয়ে দিয়েছেন। মখা'র এই ভাল কাজের প্রশংসা কাউকে করতে দেখলাম না।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Oi kethai asosh, mamu itch guard cream dere, mamue khawjani utche!
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
পাগলা আজিজ বলেছেন: ভাইগ্না, তোমারে একটা লাইন পড়তে বলছিলাম। পড়ছো? বাংলা না বুঝলে কও বুঝায়া দিই।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Paglare, bidesira ki condition disilo je amra asibar purbe kaj suru kora jaibek na? Abal chika maira dewal nosto korish na!
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০২
পাগলা আজিজ বলেছেন: ওই ছাগল, তুই আমার লেখা পইড়া দেহকস না যে ৮৪ ঘন্টা পরে ওরা কাজ শুরু করলে কী এমন লাভ হত আমাদের? ততক্ষণে বাংলাদেশের উদ্ধারকারীরা ৯৫% উদ্ধারকাজ সম্পন্ন করেই ফেলেছে।
এরপরেও যদি না বুইঝা ল্যাদাস লাত্থি খাবি।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮
নতুন বলেছেন: মঘা মন্ত্রী হয় আর এখনো আছে আপনাদের মতন মানুষের সমথ`নে....
লেখক বলেছেন: সাহায্য নিতে সমস্যা নাই। >>> কিন্তু !!!
এই কিন্তুই আপনাদের সমস্যা.... আমার দরকার ঐ মানুষ গুলিকে বাচানো.... তার জন্য যা কিছুই করার আছে তাই আমি করবো... ভাব দেখাবোনা...
যেটুকু করা হয়েছে তা অবশ্যই ভাল হয়েছে...
কিন্তু সরকারের ভাব দেখানো উচিত হয়নাই... এইটা স্বীকার করে নিতে সমস্যা কোখায়?
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
পাগলা আজিজ বলেছেন: পনি বলেন তো, ৮৪ ঘন্টা পরে সাহায্য নিলে কী এমন লাভ হত? চার শতাধিক যে লাশ হল ওদের জীবিত উদ্ধার করা যেত?
১০| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Ore re re......mokhar blow job dene wala eseche re! Taito bola pagla mama eto jore shako nare kan? Hajar hoi mokhar sparm kaise mamu-e. Jog pagla mama the blow-jober of mokha!
১১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: প্রথম ১২ ঘন্টার মধ্যে আনা যেত। বেশ ভাল। আনা গেলে তো ভালই হত। আপনি কি সময়ের হিসাবটা দেখেছেন? ওরা সিদ্ধান্ত নিতেই লেগেছিল ৩৬ ঘন্টা। তারপরে আনার সময়টা বাদই দিলাম। আজাইরা হাউকাউ না করে বাস্তবতা দেখেন। ৮৪ ঘন্টা পরে লাইফ সেন্সর যন্ত্র দিয়ে কী করবে? আমি শিওর এই দুর্ঘটনার আগে আপনি কোনো দিন এই যন্ত্রটার নামই শুনেন নি। এখন শুনে আসছেন এইটা দিয়া "পড়ালেখা বা শিক্ষা" ফলাতে। আকামের কাণ্ডারী।
মানুষের বিবেক কতটা নীচে নামলে এ কথা বলে। একটা লিংক নেন যেখানে ১০০ ঘন্টা পরও জীবিত উদ্ধার করা হয়েছে। তত্ব গত ভাবে একজন মানুষ পানি খাদ্য ছাড়া ৭২ ঘন্টা বেচে থাকতে পারে। এর বেশী পারে না। গত সপ্তাহের বুধবার এই বিল্ডিং ধ্বসে যায়। গতকাল শাহানা স হ বেশ কয়েকজনকে ধ্বংসস্তুপের ফাকা জায়গায় জীবিত অবস্হায় পাওয়া যায়। আজকে তারা ম ারা যায় আগুন লেগে যাবার কারনে।
লেখক বলেছেন: তা ভাইয়া, ঝাঁকাঝাঁকি তত্ত্বের কথা বললেন। সমাবেশ তত্ত্ব, তত্ত্বাবধায়ক তত্ত্ব এবং গজব তত্ত্বের কথা বললেন না যে?
আজকে মখা'র ফারমার্স ব্যাংক উদ্বোধন হওয়ার কথা ছিল। সেখানে একটা বিশাল অংকের টাকা খরচ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেটা না করে ওই টাকা সাভারে দুর্গতদের সহায়তা হিসেবে দিয়ে দিয়েছেন। মখা'র এই ভাল কাজের প্রশংসা কাউকে করতে দেখলাম না।
না আমি সেটা দেখি না। কারন এসব অনুষ্ঠানে খুব বেশী হলে ২ থেকে ৩ লাখ টাকা খরচ যায়। কিন্তু যেদিন সাভারে এত বড় দুর্ঘটনা ঘটলো সেদিন বাটপার হাসিনার কুকুর হামিদ ক্ষমতার লোভে প্রেসিডেন্ট হবার জন্য শপথ নেয় যে অনুষ্ঠানে খরচ হয়েছিলো ন্যুনতম ২ কোটি টাকা আর একজন প্রেসিডেন্ট হলে তাকে শোকবার্তা লেখার আগে বঙ্গবল্টুর কবর জিয়ারত করতে হয়। এই হইলো লীগের শয়তানদের নৈতিকতা সেইখানে আমি কিভাবে এই মখা নামক মাতালটার প্রশংসা করি? নিজের বিবেক এতো সস্তা না যে বিক্রি করবো!
১২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: পত্র পত্রিকা কি চোখে পড়ে না?
১৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯
ইকবাল পারভেজ বলেছেন: একজন অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা যেখানে পেনশনের টাকায় কস্ট করে সংসার চালায় সেখানে মল খা আলমগীর হাজার কোটি টাকা দিয়া ব্যাংক খুলে কেম্মে?? আগে সেইটার উত্তর দেন , পরে দেখমু চুরির টাকায় কত ভাগ সাভারে দান করছে|
১৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: এখন আর উত্তর পাওয়া যাবে না। কারন উনি বুঝে গেছেন যতই লীগের দালালী করুক সবাই এখন রেফারেন্স নিয়ে নামবে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে লীগ কেন বিদেশীদের সাহায্য নেয়নি। কারন তারা যদি সত্যি এসে দেখতো কি জায়গায় কি বিল্ডিং বানিয়েছে সেটা তাদের সরাসরি প্রমান হাতে আসতো আর যখন তারা আশেপাশের মানুষের সেন্টিমেন্ট আর রানার যুবলীগের পদ আর স্বয়ং এমপির যোগসাজশ আর সংখ্যালঘু নির্যাতনের কাহিনী তখন লীগের আর বাইরে কোনো ইমেজ থাকতো না!
এই কারনেই পররাস্ট্রসচিবকে টপকিয়ে মন্ত্রী এই ডিসিশন নেয়
১৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: পনি বলেন তো, ৮৪ ঘন্টা পরে সাহায্য নিলে কী এমন লাভ হত? চার শতাধিক যে লাশ হল ওদের জীবিত উদ্ধার করা যেত
শাহানাকে জীবিত উদ্ধার করা যেতো... আরো কয়েকজন কেও জীবিত উদ্ধার করা যেতো...
আপনার জন্য এটা খুবই কম হয়েযায়.. তার চেয়ে সরকারের ভাবের দাম বেশি তাইনা????
আপনি যখন মঘার মতন পাগল মানুষকে সমথ`ন করেন তখন আপনা কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়না...
১৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: @নতুন,
কুকুর বিড়াল পর্নস্টার চামচা শয়তানদের সাথে তর্ক করে এই একটা মজা। খুব স হজেই পরিষ্কার হয়ে যায় যে এরা যতটা নিজেদেরকে সাধু মনে করে সেসব লজিকগুলা যে কতটা ছেলেমানুষী আর তাতে যে তাদের কতটা দম্ভ আর সাধারন মানুষের প্রতি তাচ্ছিল্য মিশে আছে।
ধ্বিক হয় এসব হারামীদেরকেই আমরা জন প্রতিনিধি করি
১৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৮
নতুন বলেছেন: এই সব কথাবাত্রা শোনার পরেও আমরা াবাল জনগন এদের ভোট দিয়া ক্ষমতায় পাঠাই....
এই জন্যই আমি বলি যে সব দোষ আসলেই জনগনের....
আর কিছু শিক্ষিত মানুষ আছে যারা দলের সমথ`নে সব কিছু করতে পারে....
তাহলে শালার শিক্ষার কি মূল আছে... যদি ভাল কে ভাল আর মন্দ কে মন্দ বলতে না পারে... ?
১৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: এই দেশে শিক্ষার মূল্য নাই বইলাই তো তাজরীন, হলমার্ক ডেসটিনির মতো ফ্রান্কেনস্টাইন দংশন করে পার পেয়ে যায় আর ইউনুস, জাফরদের পিছে লেগে যায় কুকুরের দল। শিক্ষিত এসব লোক মরে গেলে দেশের যে কি হতো সেটা আর বলার অপেক্ষা রাখে না
১৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
বাংলার হাসান বলেছেন: আপনাদের মত কিছু মানুষই যখন সাভারে অক্সিজেন ক্যান প্রয়োজন বলে ফেবুকে স্ট্যাটাস দেয়া হতো, তারা বলতো সরকার সাভারে পর্যাপ্ত পরিমান অক্সিজেন এর ব্যবস্থা আছে। ফেবু স্ট্যাটাসে বিভ্রন্ত হবেন না। অথচ সেই ফেবু সেলিব্রেটি দলকানা ছাগল গুলো জানতোই না সরকার বা সেনা বাহীনি যেই অক্সিজেনে ব্যবস্থা করেছে তা ছিল বোতলজাত অক্সিজেন, যেটা সেখানে খুব কম কাজে লেগে॥ আর ক্যান অক্সিজেন কি জিনিস মনে হয় না তারা তা জোনে। আর যদি জেনেও থাকে তবে দলের পা চাটা কুত্তার মত মিথ্যা প্রচার করে উদ্ধার কাজে ক্ষতি সাধন করেছে।
২০| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০০
িনষ্ঠুর বলেছেন: bokacho** post
২১| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৭
আউটকাস্ট বলেছেন: লেখক তাহলে বলতে চাচ্ছেন, উন্নত দেশগুলার সাহা্য্যের প্রস্তাব নাকচ করা ভাল সিদ্বান্ত ছিল, বিদেশিদের সাহায্য আমাদের কোনো কাজে আসত না, তাই না?
ফকিন্নির পুত এর নাম , মিয়া খা. নিজের বোন একটা বিল্ডিং এর নিচে পরত, আপনি, উলটা কথা বলতেন.. আপনি কি বাল এর অনুসারি?
২২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২
জাতির চাচা বলেছেন: মখা এতো প্রিয় কেনো এদের কাছে!! ৭২ সালে পরীক্ষা ব্যবস্থায় যে আমুল সংস্কার এনেছিলেন তারা সেটা নষ্ট করে দেয় মিলন।আর এই মিলনকে সাইজ করেছে মখা। সে কী তার উদ্ভাবন!! মিলন ভ্যানিটি ব্যাগ চুরি করেছে! ৮০ বছরের বৃদ্ধকে রেপ করেছে ! আরো কতোকি। ার আমাদের দেশপ্রেমিক পুলিশ! এবং স্বাধীন বিচারক!! তারাও কম যাননা।বেটা আরামের পরীক্ষা নষ্ট করছিস.।.।
২৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
মাইন রানা বলেছেন: ওদের সহায়তা নেওয়া মানে কি আমরা বসে থাকব?
দেশের সব দুর্যোগে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয় এখানেও সহায়তা চাওয়া উচিত ছিল। কিন্তু যারা সহায়তা দিতে চাইছিল তাদেরটা প্রত্যাখান করা হল কার সার্থে???????
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
কেএসরথি বলেছেন: হায়রে।
ওদের সহয়তা আসা পর্যন্ত আমরা কি বসে থাকতাম??
আর ওরা "সহয়তা" করতে চেয়েছিল, পুরা ব্যাপারটা ওদের দখলে নিবে, এমন কোন কথা হয় নাই। ওদের "সহয়তা" মানে হলো ওষুধ, পানি, কাপড় - এইসব!!
আমাদের মত, পরিকল্পনাহীন, দালাল ভর্তি দেশ নিয়ে তো এরা ঘুরে বেড়ায় না। ওদের ডিজাস্টার-রেসপন্স টীম তৈরি থাকে, যাতে যেকোন মূহূর্তে দূর্যোগের মোকাবিলা করতে পারে। ঐসব টীম থেকেই কিছু লোক আসত। মূল জনশক্তি আমাদেরই থাকত।
আর আমি ব্যাপারটা যেভাবে দেখছি:
বাইরের দুনিয়া জানবে, বাংলাদেশ ঘাড় তেড়ামি করে।
কিন্তু এটা কেউ জানবে না যে, বাংলাদেশ নয়...বর্তমান সরকারের ঘাড় তেড়ামির রোগ আছে।
ঐ রাজাকার জানোয়ারদের সাথে, রানাকেউ ফাসি দেয়া হোক!