নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার দূরে থাক। পাগল চ্যাতলে খবর আছে কইলাম !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

পাগলা আজিজ

পাগলা আজিজ › বিস্তারিত পোস্টঃ

বিম্পি কত্ত ভালু !! আম্লীগ এত্তত্তত্তত্তগুলালালালা পঁচাচাচাচাচাচা...... !!

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১২

যেই দেশের মানুষ জিডিপি বুঝে না, প্রবৃদ্ধির হার বুঝে না, জিএনআই বুঝে না, রেমিটেন্স বুঝে না, রিজার্ভ বুঝে না, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন বুঝে না, বুঝে না শিশু ও মাতৃমৃত্যুহার কমা, শিক্ষার মানোন্নোয়ন বুঝে না, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বুঝে না, বিদ্যুৎ উৎপাদন বুঝে না, সামাজিক সূচক বুঝে না, আইটি পার্ক বুঝে না, ইউনিয়ন পরিষদ থেকে উপরের স্তর পর্যন্ত ডিজিটালাইজেশন বুঝে না, তথ্য বাতায়ন এবং জেলা ওয়ান-স্টপ সেবাকেন্দ্র বুঝে না, তিরিশ হাজার টাকায় মালেশিয়া-হংকং যাওয়া বুঝে না, এক লক্ষাধিক প্রাইমারি শক্ষকের সরকারিকরণ বুঝে না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ/ উদ্বৃত্ত হওয়া বুঝে না, আমদানি-রপ্তানির ভারসাম্য বুঝে না, সমুদ্রজয় বুঝে না, চলচিত্রকে শিল্প ঘোষণা বুঝে না, চলচিত্র থেকে অশ্লীলতা দূরীকরণ বুঝে না, মঙ্গা দূরীকরণ বুঝে না, দ্রুতগতির ডেমু ট্রেন বুঝে না, ক্ষুধা ও দারিদ্র্যের হার কমানো বুঝে না, মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণ বুঝে না সেই দেশের মানুষ কবে সচেতন হবে আর কবে সেই দেশ উন্নত দেশের তালিকায় নাম লেখাবে? ভাগ্য ভাল যে আম্লীগ নামক আবাল একটা দল এই দেশে আছে এবং মাঝে মাঝে এই দেশের ক্ষমতায় আসে। এই আবাল দল মাঝে মাঝে ক্ষমতায় এসে এইগুলার দিকে চোখ দেয়, এই সব বিষয়ে উন্নতি সাধন করার চেষ্টা করে।



যেই দেশের মানুষ এগুলা বুঝে না সেই দেশের একটা সরকার বা সরকারপ্রধান জাতিসংঘ থেকে "সাউথ সাউথ এওয়ার্ড", "এমডিজি এওয়ার্ড", ইউনেস্কো শান্তি পুরস্কার", "জুলিও-কুরি শান্তি পুরস্কার" পাইলেই কী আর না পাইলেই কী?



এই দেশের মানুষের জন্য দরকার হইল- খাম্বা দিয়া মুলা ঝুলাইয়া রাখবা, বিদ্যুৎ দিবা না; কোনো মতে একটা রাস্তা বানাইয়া দিয়া প্রতি বছর একবার বৃষ্টির মৌসুমে রাস্তার ছাল-বাকলা উঠবে, আবার পিচ ঢালবা, আবার উঠবে আবার ঢালবা। তাইলেই দেখবেন জনতা বলবে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। ওইসব জিডিপি-ফিডিপি কী আর দেখা যায় নাকি !!



আহা !! বিম্পি কত্ত ভালু !! খালি খাম্বা বসায়, পিচ ঢালে আর হাওয়া ভবনে বসে বসে হাওয়া খায় !! আম্লীগ এত্তত্তত্তত্তগুলালালালা পঁচাচাচাচাচাচা...... !! আম্লীগ খালি দেশের নানা সামাজিক সূচক বাড়ায় আর পুরস্কার পায়। এই সব পুরস্কার দিয়ে কোন চুলটা হবে শুনি?



সবশেষে বলি, দল হিসেবে আওয়ামীলীগের বিপুল পরাজয়, কিন্তু সরকার হিসেবে আওয়ামীলীগের বিপুল বিজয়।



নির্বাচন সুষ্ঠু করার জন্য আওয়ামীলীগ সরকারই যথেষ্ট। কোনো তত্ত্বাবধায়কেরও দরকার নেই, কোনো সেনাবাহিবীরও দরকার নেই।



সিটি নির্বাচনে সাফল্যের জন্য বিএনপিকে অভিনন্দন। তবে সেই সঙ্গে তাদের জন্য আফসোসও জানিয়ে রাখলাম তাদের তত্ত্বাবধায়ক দাবি এভাবে মাঠে মারা যাওয়ার জন্য।



আওয়ামীলীগের অপর নাম গণতন্ত্র, শেখ হাসিনার অপর নাম গণতন্ত্র। সুতরাং, গণতন্ত্র টিকিয়ে রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। এই সত্য আরো একবার প্রমাণিত।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

একাকী_পথিক বলেছেন: pagol asholei gache dhore ajkal :P

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

পাগলা আজিজ বলেছেন: মানুষের থেকে গাছ ভাল, কৃতজ্ঞতাবোধ আছে।

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

ডাঃ নাসির বলেছেন: এক গায়ক মঞ্চে গান গাওয়ার পরে দেখে একজন ছাড়া আর কোনো লোক মঞ্চে উপস্থিত নেই । গায়ক সেই ব্যক্তি ধন্যবাদ জানিয়ে বলে আপনিই একমাত্র আমার গানের মর্ম বুঝেছেন । সেই লোক বলে না স্যার আমিতো আমার মাইকের জন্য বসে আছি।

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪

নয়ামুখ বলেছেন: যে দেশের জনগন এতো খারাপ, সে দেশে না থেকে - "সাউথ সাউথ এওয়ার্ড", "এমডিজি এওয়ার্ড", ইউনেস্কো শান্তি পুরস্কার", "জুলিও-কুরি শান্তি পুরস্কার" পওয়া সরকার প্রধানকে ভালো লোকদের আবাস স্থল ভারতে আশ্রয় নিলেই তো হয়।
সেখানে তাকে কোনো হাইকোর্ট- 'রং হেডেড' বলেও ঘোষনা দেবেনা, জনগনও ভোটের সময় মন প্রাণ উজাড় করে ভোট দেবে।

১৭ ই জুন, ২০১৩ রাত ১:২৪

পাগলা আজিজ বলেছেন: আমার লেখাটা আপনাদের মত লোকেদের জন্যই।

৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:০০

আকাশপানে বলেছেন: :-< :-< |-) |-)

৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:১২

পিপাসার্ত বলেছেন: জনগন কিছুই বুঝেনা, কিন্তু শুধু মুলা কোনটা ঠিকই বুঝা শিখছে। মুলা দেহাইয়া দেশ বেইচা দিতেছে তাও বুঝে। শিয়ার মার্কেট বুঝে, পদ্মাও বুঝে, অকারনে সবাইরে হয়রানী করছে তাও বুঝে, স্বাধীনতা কাইরা নিছে, মুখের ভাষা কাইরা নিছে সবই বুঝে। তয় ভোটের মাধ্যমে জনগন বিএনপির পক্ষ নিছে তাও না, জাস্ট আওয়ামী লীগ কে প্রত্যাখ্যান করছে। লীগের আরও দেশ প্রেমিক হতে হবে। এর বিকল্প নাই। লীগের আরেকটু স্বদেশী জাতিয়তাবাদী হতে হবে। সবার আগে স্বদেশ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১:২৩

পাগলা আজিজ বলেছেন: আমার লেখাটা আপনাদের মত লোকেদের জন্যই।

৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: ..
মশকরা করলেন না-কি ভাই, ঠিক বুঝলাম না!!!

আবোল তাবোল কী সব বললেন?

বি.এন.পি মহা নির্বোধ হলেই সে তত্ত্বাবধায়ক সরকারের দাবী ছাড় দেবে।

আর আপনি যদি মশকরা না-করে থাকেন, সিরিয়াসলি কথাগুলো বলে থাকেন, তাহলে বলবো - আপনি হয় গাজা খেয়েছেন অথবা মহা পাগল হয়ে গেছেন নতুবা শাহবাগীদের মতো দিনে ২০০ আর রাতে ৪০০ টাকা পকেটে পুরেছন। তা' না-হলে এমন প্রলাপ বকতেন না।

লজ্জা শরম একটু রাখেন। এত নির্লজ্জ হলে চলে না।

১৭ ই জুন, ২০১৩ রাত ১:২৩

পাগলা আজিজ বলেছেন: আমার লেখাটা আপনাদের মত লোকেদের জন্যই।

৭| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:১৬

সুখোই-৩৫ বলেছেন: পাটের জিনোম বাইর করার ল্যাবটা শেখের বেটি কইরা দিছে, বাংলাদেশে বইসা পাটের জিনোম বাইর করছে বাঙ্গালি বিজ্ঞানীরা।

ন্যানোটেকের ল্যাবটাও শেখের বেটিই শুরু করছে।

ভারতের দালাল শেখের বেটি ভারতের কাছ থিকা না বরং ছাগীয়তাবাদীদের স্বঘোষিত বন্ধু চীনের কাছ থেকে সাবমেরিন আনতাছে। বাঙ্গালিরে সাবমেরিন আইনা দিতাছে শেখের বেটি।

একটা এরোনটিক্যাল সেন্টার ছিল না বাংলাদেশে। শেখের বেটি সেইটা বানাইয়া দিছে। বাঙ্গালি কোনদিন যুদ্ধবিমান বানাইবো, বানানির সাহস দেখাইবো, সেইডা ঐ শেখের বেটির করতাছে।

বাংলাদেশের এইবারের বাজেট কত? এত টাকার বাজেট করার ক্ষমতা ঐ শেখের বেটির হাতেই হইতাছে।

জ্ঞান, বিজ্ঞান, গবেষনা, সমরশক্তি, এগুলা যে একটা জাতির মেরুদন্ড তা পাবলিকে না বুঝলে কিছু করার আছে? পাবলিক চায় খালি রাস্তা আর খাম্বা। যেই দল পাবলিকরে রাস্তায় উপ্তা কইরা শোয়াইয়া পিছনে খাম্বা ভইরা দিতে পারে সেই দলই ভালা।

হতাশ!!!

৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:২৯

ইকবাল পারভেজ বলেছেন: -

ভাদাই-৩৫:


১| শেখের বেটি শেয়ার বাজারে দেশের ১২ টা বাজাইছে|
২| শেখের বেটি ডেস্টিনিতে দেশের ১২ টা বাজাইছে|
৩|শেখের বেটি কুইক রেন্টালে দেশের ১২ টা বাজাইছে|
৪|শেখের বেটি ভিওআইপিতে দেশের ১২ টা বাজাইছে|
৫|শেখের বেটি সোনালী ব্যাংকে দেশের ১২ টা বাজাইছে|
৬|শেখের বেটি সেনা বাহিনী ও বিডিাআরের ১২ টা বাজাইছে|
৭|শেখের বেটি সীমান্তে দেশের ১২ টা বাজাইছে|
৮|শেখের বেটি গুম ও খুনে দেশের ১২ টা বাজাইছে|
৯| শেখের বেটি ভারতের গোলামী কইরা দেশের ১২ টা বাজাইছে|
১০| শেখের বেটি শাপলা চত্বরে দেশের ১২ টা বাজাইছে

৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:৪১

কলাবাগান১ বলেছেন: যে দেশের মানুষ চাদের মুখে সাঈদীকে খালি চোখে দেখতে পায়, সেদেশে হাসিনার সরকার পাটের জিনোম বাহির করার তরিকা দেয়??? জিনোম বানান করার মত অবস্হা নাই..... আমাদের দরকার আমপারা কায়দা পড়ে, সারা দিনরাত হিন্দুরা দেশ নিয়ে গেল বলে জপ করা।

১০| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৮

নিষ্‌কর্মা বলেছেন: জনগণ কিছুই বুঝে না বললেন। আসলেই বুঝে না। বুঝে শুধু তখন যখন আমাদের দলকে ভোট দেয়। তখন জনগণের শক্তি কথাটা আমরা খুব বলি। আর এই জনগণই যখন আমাদের ছুঁড়ে ফেলে দেয়, তখন আমরা বলি জনগণ গাধা। এইটাই জনীতিবিদদের মত কথা।

উনাদের আন্দোলনের সময় জনগণ উনাদের সাথে থাকে, উনাদের ক্ষমতায় পাঠায় জনগণ আবার উনাদের ক্ষমতা থেকে ছুঁড়েও ফেলে জনগণ। উনারা জনগণের জন্যই কাজ করেন, আর জনগণের কল্যানেই উনাদের জাগতিক উন্নতি করা লাগে।

১১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৪

পথহারা সৈকত বলেছেন: আওয়ামীলীগের অপর নাম গণতন্ত্র, শেখ হাসিনার অপর নাম গণতন্ত্র। সুতরাং, গণতন্ত্র টিকিয়ে রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। এই সত্য আরো একবার প্রমাণিত। :P :P :P :P

১২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৩

ইকবাল পারভেজ বলেছেন: -

পাটের জিনোম হাসিনা বাইর করছে?? আওয়ামীলীগ বাইর করছে??

আওয়ামী বলদ আর কারে কয়??

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

পাগলা আজিজ বলেছেন: বিম্পির আমলে এই মাকসুদুল আলম পাটের জীবন রহস্য আবিষ্কার করতে আর্থিক ও টেকনিক্যাল সহায়তা চেয়ে কৃষি মন্ত্রীর কাছে যায়। কৃষি মন্ত্রী অপারগতা প্রকাশ করে। রাগে-দুঃখে মাকসুদুল আলম সাহেব বিদেশ চলে যান। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী নিজে মাকসুদুল আলমকে ফোন করে বিদেশ থেকে নিয়ে এসে সকল প্রকার সহায়তা দেন। যার ফলাফল পাটের জীবন রহস্য আবিষ্কার।


ওরে বলদা, এইবার বুঝছস?

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

খাটাস বলেছেন: আগেই বলি আমি কোন দলের আগে পিসে নাই। সত্য হইলে সাথে, মিথ্যা হইলে শোধরানোর চেষ্টা। :D :D :D :D
আপনার পোস্ট পড়ে হাসতেই আছি।
সব দলের ই ভাল মন্দ দিক আছে। কারও বেশি, কারও কম। সেইটা তুলনা করে কারও বিবেচনায় লীগ এগিয়ে, কারও কাছে দল।
সেটা ঠিক আছে মানলাম।

কিন্তু আপনি এটা কি পোস্ট দিলেন। কার ভিত্রে কি? :D :D

নির্বাচন সুষ্ঠু করার জন্য আওয়ামীলীগ সরকারই যথেষ্ট। কোনো তত্ত্বাবধায়কেরও দরকার নেই, কোনো সেনাবাহিবীরও দরকার নেই।
আওয়ামীলীগের অপর নাম গণতন্ত্র, শেখ হাসিনার অপর নাম গণতন্ত্র। সুতরাং, গণতন্ত্র টিকিয়ে রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। এই সত্য আরো একবার প্রমাণিত।


এই গুলা কেমনে প্রমান হইল? নাকি স্বপ্নে পাওয়া ভাই?
মাফ করবেন বলার ভঙ্গিমায় হাসি আটকাইতে পারতেছি না। :) :) :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.