![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার নামঃ বাংলাদেশের পতাকা
লিখেছেনঃ মুক্তিযোদ্ধা কাজী সহিদ উল্যা
রচনার তারিখঃ ২১/০২/২০০১
আজি বিশ্বসভায় সগৌরবে পতপত করে উড়ছে ঐ বাংলাদেশের পতাকা,
এ পতাকা বিশ্ববাসীকে বলে দেয় বাঙালি এক বীর জাতি,
যার আছে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অর্জিত মহান স্বাধীনতা।
এ পতাকা পাওয়ার তরে বাঙালি করেছে হাজার বছর সংগ্রাম,
এ পতাকার জন্য লাখো লাখো দেশ প্রেমিক বাঙালি হাসিমুখে করেছে জীবন দান।
এ বাংলার ফসলে মাঠ প্রকৃতির চির সবুজ চাদরে ঢাকা,
এ পতাকা তাইতো সবুজ রঙে আঁকা।
এ পতাকার মাঝে খচিত ভোরের উদীয়মান রক্তিম সূর্যের আভা,
এ রক্তিম সূর্য সাক্ষ্য দেয় এ পাতাক ত্রিশ লাখ শহীদের রক্তে মাখা।
এ পতাকা অনাগত দিনেও বিশ্ববাসীকে বলে দিবে বাঙালি জাতির ইতিহাস কত বীরত্ব গাঁথা।
এ পতাকা উত্তোলনে তাইতো বাঙালি দাঁড়িয়ে নিত্য গায় তাদের জাতীয় সঙ্গীত,
এ পতাকা উত্তোলন শেষে ভক্তিভরে তাইতো সবাই করে তাকে কুর্ণিশ।
এ পতাকা দিয়েই পরপারে যাত্রাকালে রাষ্ট্রপক্ষ ঢেকে দিবে মুক্তিযোদ্ধাদের কফিন,
এ পতাকা অর্ধনমিত করে বিউগলে করুণ সুর তুলে রাষ্ট্রীয় মর্যাদায় হবে মুক্তিযোদ্ধাদের দাফন,
এ পতাকার জন্য মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা করেছে মরণপণ সংগ্রাম,
এ পতাকা অর্ধনমিত করে পরপারে যাত্রাকালে তাইতো রাষ্ট্রপক্ষ মুক্তিযোদ্ধাদের দিবে রাজকীয় রাষ্ট্রীয় সম্মান
আরো দুটি কবিতাঃ Click This Link
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
পাগলা আজিজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
এম মশিউর বলেছেন: স্যালুট জানায় বাংলার পতাকাকে। আপনার বাবার প্রতি শ্রদ্ধা রইলো।
(লাইনের মাঝে স্পেসটা না দিলে ভালো দেখাতো)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
পাগলা আজিজ বলেছেন: ধন্যবাদ। স্পেস সরিয়ে নিলাম।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
খাটাস বলেছেন: এক জন মুক্তিযোদ্ধার লেখা কবিতা, পড়তেই অন্য রকম লাগছিল।
যদি ও কবিতা পড়তে খুব বিরক্ত লাগে, তবে আপনার বাবার কবিতা পড়ে শিহরিত হচ্ছিলাম। কারন তা একজন মুক্তিযোদ্ধার অক্রিত্তিম অনুভুতিতে লেখা। অনেক অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। আপনার বাবা কে আমার সালাম জানাবেন। তার প্রতি অশেষ শ্রদ্ধা।
পোস্ট সজতনে রেখে দিলাম।
আপনার জন্য শুভ কামনা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
পাগলা আজিজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
খেয়া ঘাট বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
আপনার বাবার জন্য রইলো শ্রদ্ধা।