নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল পাখী

জন্মের পর কান্না শুরু, মানুষ আর সেই থেকে হাসতে পারেনি। শুধু কেঁদেছে।

পাগল পাখী › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নের প্রত্যাবর্তণ ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৪৩

প্রতিউত্তর অথবা প্রশ্নত্তর আজ থাকুক পরে,

অন্ধকারের উপচে পড়া দেয়াল টপকে তোমাকে স্পর্শের দুঃস্বাধ্য আমার নেই;

তোমার ফিরে আসার সময় হয়েছে তাই,

আমার সময় ধন্য! !!

অতীতের হামাগুরী দেয়া দিনযাপণের অভিশপ্ত অথবা পরিপূর্ণ মুহুর্তের কথা বাদ,

আমার হাজার পূর্ণতার ভীড়ে, উপচে পরা হাহাকার,

চুপ করে আছে,

আজ নতুন কিছু বলো, ।

তোমার কথাই বলো আজ,

আমি নাহয় চশমার আড়ালে কয়েকফোঁটা জল লুকাবো।

এই শ্রাবনের স্রোতে আবার মুখোমুখী আমরা দুজন,

আজ না হয়, শ্রাবণ সাহ্মী হোক,

তোমার আমার হাজার মুহুর্তের বিলম্ব, এখানে থমকে থাকুক,

আরো কিছু মুহুর্ত ধরে,।

তুমি ভালো আছো তো!!?


প্রশ্নটা অবান্তর, তথাপি অবাস্তব নয়।

তোমাকে ছাড়া আমার সময় গুলো বড়ো অবসরে কেটেছে!

হইহুল্লোর ছিলোনা, কবিতার খাতা ছিলোনা,

আমার সেই কালো পাঞ্জাবীর ব্যাস্ততাও ছিলোনা এতোদিন।

ঘড়িতে রাত্রির বারোটা অনেক আগেই থেমে গেছে,

ফোনের হ্মুদে বার্তার ভবিষ্যত ছিলোনা।


সবমিলিয়ে আমি হয়তো, কচুরীপানার মতো,

দিকহীন, সীমাহীন ছুটেই এসেছি ।

ভালো কি মন্দ জানিনা, হিসেব করতে সংকোচ হয় বড়ো।

থাক, আমার কথা, আমি তো বরাবর বেপরোয়া!

সেদিনও বুঝিনি তোমার মানে, তোমার বিশেষণ,

সেদিনও বুঝিনি আমাকেই আমি, আজও তাই।

ভালো আছি কি অভালো থাকার প্রচেষ্টা, সেটা হিসেবের বাইরে আমার।

তোমার কথা বলো আজ,

ভালো আছো কি তুমি!?

তোমার ছায়ামানবের চওড়া বুকে !


নাকি, তোমার হিসেবেও খানিকটা এলোমেলো স্রোত আছে!?

তুমিও কি দিকহীন, সীমাহীণ আমার মতো, কচুরীপানা।

তোমারও কি রাত্রির বারোটা মৃত শরীরের হাসিহীণ, কথাহীন নির্বাক।

হ্মুদে বার্তার বুকে তোমারো কি হারিয়েছে কথাটি,

ভালোবাসি অনেক তোমায়!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

টাইম টিউনার বলেছেন: ভালো লাগলো ।

২| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:২২

কানিজ রিনা বলেছেন: এখন ভাল আছি ভাল থাকতে চাই, শেষ
বিদায়ে সবাইকে কাঁদাতে চাই।
আচ্ছা টাইম টিউনার বলে ব্লগ লিষ্টে
কাউকে খুজে না পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.