নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লেখাটা পড়লে বৈধ উপায়ে স্পেনে বৈধ হবার বিষয়ে সবকিছু পরিস্কার হয়ে যাবে।
(কিছু অবৈধ, দুষ্টু টাইপ উপায়ও আছে তার জন্য আগে বি:দ্র: 3 পড়ুন)
ধরে নেন আপনাকে আসমান থেকে টুপ করে মাদ্রিদ শহরে ফেলে দেয়া হয়েছে। (কথার কথা) ।
(কেউ কেউ ইউরোপের অন্য যেকোন দেশ থেকে #ভাগাতালি দিয়ে স্পেনে প্রবেশ করতে পারেন বা লাইফ রিক্স নিয়ে মরোক্ক দিয়ে #সমুদ্র পাড়ি দিয়ে ভাসতে ভাসতে প্রবেশ করতে পারেন, বা লিংকআপ করে কোনো না কোনোভাবে টুরিস্ট #ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন)।
যাই হোক,
তখন কি খাবেন? কি পরিধান করবেন? কোথায় থাকবেন? কিভাবে বৈধ হবেন !!
ভাই,
বিশ্বাস করেন শহরের রাস্তাগুলোতে হাটলে দেখা যায় রাস্তার দু পাশে খানিক পরে পরে ময়লা ফেলার রঙ-বেরঙের বড় বড় বাক্সের পাশে খাবার পাওয়া যায় (যেমন ধরেন কলা/রুটি/বিস্কিট/কেক/মদ/জুস/সস ইত্যাদি) । যে পরিবারের ভালো খাবার গুলো বেচে যায় তারা সুন্দর করে প্যাক করে ঐ রঙিন বাক্সগুলোর পাশে রেখে দেয় । (যার খাবার দরকার সে যেনো খেতে পায় ) ।
ঠিক একই ভাবে যাদের প্রতি নিয়ত কাপড় বদলানোর বদঅভ্যাস আছে (মানে স্টাইল মারায়) তারা নতুন কাপড় কেনা শেষ হলে তার পুরাতন (নতুনই বলা চলে) কাপড়গুলো সুন্দর করে ইস্ত্রি করে ভাজ করে রাস্তার পাশে সেই বড় বড় রঙিন বাক্সগুলোর পাশে রেখে দেন। (জামা,জুতা,প্যান্ট, হাপেন্ট, গেন্জি, জ্যাকেট সহ আরো কত কি রে ভাই) । উফফফ....
ভাইরে,
বিশ্বাস করেন এরা ঘরের যে জিনিসগুলো কয়েকদিন পর পর রাস্তার পাশে রেখে আসে সেই জিনিসগুলো যদি কোন না কোনভাবে আমার দেশে পাঠানো যেতো তবে তা বিক্রি করে লালে-লাল, না বুঝলে বয়ে আকার ল।
রাস্তায় ফুল বিক্রি, পানীয় বিক্রি (ইয়ে মানে.. লাল পানি), খেলনা বিক্রি, টিস্যু বিক্রি সহ বিভিন্ন ধরনের ছোট খাটো জিনিস বিক্রি করে মাসে কেউ কেউ কম বেশি 2000 ইউরো মানে বিডিটি 2 লাখ কামাচ্ছে। (বি:দ্র: 02 দেখুন)
তাতে কোন লাভ নাই। এগুলো অবৈধ। এর কোন ভবিষ্যৎ নাই। টাকা থাকলেও সুখ নাই। মানুষ ভালো চোখে দেখে না। আরোও কিছু বিষয় আছে.... (কমেন্টে জানতে চাইলে বলবো) ।
প্রশ্ন: তাহলে কি করতে হবে?
উত্তরঃ বৈধ হতে হবে।
প্রশ্ন: বৈধ হবার উপায় কি?
উত্তর:
চুরি-চামারি (লুকিয়ে-লুকিয়ে) ফুল-ফল, আম-জাম, কাঠাল-বেগুন (বি:দ্র: 4), লেবু-কড়লা, ডেঙ্গা, লাল-নীল-কালা পানি বিক্রয় করে যেহেতু কিছু টাকা আপনি কামাচেছন সেহেতু ঐ টাকা দিয়ে আপনার বৈধ পাসপোর্ট টি দিয়ে দুই/একজন চেনা জানা দেশি ভালো লোক ধরে একটি বাসা বা রুম ভাড়া করবেন ও মাসে মাসে ভালো ভাড়াটিয়ার মত ভাড়া পরিশোধ করতে থাকবেন। এবং সেই বাসাটি ভাড়া কনটাক্ট করার পর স্প্যানিশ নির্ধারিত একটি অফিসে গিয়ে আপনার নাম রেজিস্টি করবেন যাকে বলে #এমপাদ্রেনামিয়েন্ত । এটি করার ফলে স্প্যানের সরকারের খাতায় আপনার অবস্থান/ উপস্থিতির জন্য একটি দলিল সৃষ্টি হলো।
বিশ্বাস করেন, আপনি যদি কোন অন্যায় বা কোন অপরাধ না করেন তবে পুলিশ আপনাকে হয়রানি করা তো দূরের কথা আপনাকে দেখলে কানাওয়ালার মত না দেখার ভান করে চলে যাবে।
(বিশ্বাস হইছে?, না হলে কচু দিয়া মুড়ি খান)
এল্লা সুখে শান্তিতে, চুপি চুপি আবার ছাতি, ফুল-ফল, কলা, টিস্যু হাবিজাবি বিক্রয় করতে থাকুন, কিছু কিছু করে টাকা জমাতে থাকুন আর জীবন যাপন করতে থাকুন। (বি:দ্র: 02 দেখুন)
মিয়া ভাই, খালি কি এইত্তা বেইচ্চা টেহা কামাইলে চলবো ! না।
এর ফাকে ফাকে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসায়ীদের (ফলের দোকান/ফোন ফ্যাক্স/ হোটেল/ বার/মোবাইল এক্সেসরিস) সাথে নিজের যোগ্যতা, সততা ও ভালব্যবহার এর মাধ্যমে ভালো ধরনের সুসম্পর্ক তৈরী করুন। (নিচে লেখা পড়লে বুঝতে পারবেন, কেন)
এভাবে চলতে থাকবে তিনটি বছর। হ্যা ভাই তিন বছর।
মাঝে মধ্যে এমপাদ্রেনামিয়েন্ত অফিসে গিয়ে নিজের বাসার কন্টাক ঠিক আছে কিনা সেটি চেক করতে থাকবেন । তা না হইলে কিন্তু ধরা খাবেন। (স্প্যানিশে বাখা হবে) ।
এবার আসলো আপনার সেই ভাল ব্যবহার ও সুসম্পর্কের পরিক্ষা নেবার পালা।
3 বছর যখন হবে হবে ভাব তখন আপনি সেই সব ব্যবসায়ীদের কাছে যান এবং কাকুতি মিনতি করে বলুন জনাব আপনার দোকানে কি আমাকে একটা কাজের কন্টাক দিবেন? হুজুর, আমি বড্ড অসহায়।।
কেউ কেউ বলবে অবশ্যই বাছা আমার বুকে আয়। আমাকে তো আল্লাহ্ অনেক দিয়েছে তুই এতদিন ধরে আমার এখানে আনাগোনা করছিস, তোকে আমি একটা কন্টাক দিবোই বাছা।
আহ্ সুখ।
আপনি বেচে গেলেন।
(তবে মাংনা কিন্চিত মানুষ পাওয়া যায়)
আবার,
কেউ কেউ বলবে। ভাই একটা কন্টাকের অনেক দাম। তুমি আমাকে বেশি না ইয়ে মানে (ডট.ডট. ডট. হাজার ইউরো দেও আমি তোমাকে আমার প্রতিষ্ঠানের একটা কাজের কন্টাক দিচ্ছি। (লা হাওয়া, ওয়ালা...........) ।
তখন আপনি যদি মালদার হন বা ঐখানে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন তবে রাজী হয়ে যাবেন।
আপনি তখন একজন ভালো উকিল (ফইতা বটতলার উকিল ধরছেন তো মরছেন) নিয়োগ করে সব কাগজপত্র প্রস্তুত করে রেসিডেন্স পারমিট অফিসে একটি এপয়েন্টমেন্ট নিবেন ও ঐ দিন হাজির হয়ে কন্টাকপেপারসহ সব কাগজপত্র (পাসপোর্ট, এমপাদ্রেনামিয়েন্ত, পুলিশ ক্লিয়ারেন্স, বার্থ সাটিফিকেট ইত্যাদি ) নিয়ে জমা প্রদান করুন।
যদি,
যদি আপনার কন্টাকদাতার সরকারের কাছে কোন দেনা-পাওনা না থাকে, যদি মালিক ব্যবসায়ে লাভ দেখায়, যদি দোকানের আয়তন ও প্রসার অনুযায়ী জনবল নিয়োগের অনুমতি থাকে, যদি তার কোন মামলা মোকদ্দমা না থাকে, যদি তার যাবতীয় ভ্যাট,ট্যাক্স পরিশোধ করা থাকে এবং আল্লাহ্ সহায় থাকেন তবে আপনার রেসিডেন্স পারমিট ঠেকায় কোন হুমুন্দি (বৌয়ের বড় ভাই)।
5/6 মাস লাভাপিয়েস (বাঙ্গালী এলাকা) মসজিদে নামাজ পড়তে পড়তে আল্লাহ্ এর রহমতে দেখবেন আপনার সেই এমপাদ্রেনামিয়েন্ত করা বাসায় চিঠি আসবে। ইয়াহুহুহুহু......
চিঠিতে লেখা থাকবে বাপধন তুমি আজ থেকে বৈধ, সামনের শুক্কুরবার জুম্মার নামাজের পরে আইসা ফিঙ্গারপ্রিন্ট দিয়া তোমার রেসিডেন্স কার্ডটা লয়া যাইয়ো তো বাপু।
আহ্ সুখ.......
(এইটা একটু রস করে কইসি, চিঠির ভাষা হবে নরমাল ও ফরমাল। সো, ডোন্ট মাইন্ড) ।
বি:দ্র: (2) যার বাপের টেকা আছে সে এসব করতে যাবে কেনো! সে পায়ের উপর পা তুলে দেশ থেকে টাকা আনবে আর কাবাব-বিরিয়ানী খাবে। যারা গরীব বা দেশ থেকে টাকা আনার মত আর কোন রাস্তা অবশিষ্ট নাই তাদের কথা বলছি। পরিস্কার, না পরিস্কার না? (বাগী সাবের ডায়লগ) ।
বি:দ্র: (3) বৈধ হবার জন্য আরোও কিছু সর্টকাট তবে আত্মঘাতি, মরনঘানি, কুখ্যাতি, গুখ্যাতি, লাইফ ত্যানা ত্যানা টাইপের অফশন আছে । যেগুলোর পরামর্শ দেবারমত লোক অনেক আপনার সামনে হাজির হবে। চটকদার বিজ্ঞাপন দেবার মত করে বলবে।আপনি তো খুশিতে বাকবাকুম পায়রার মত লাফ দিয়ে উঠবেন। কিন্তু মনে রাখবেন আমি বৈধ হবার যে পন্থাটির কথাটি উপরে বলেছি, সেটিই অবৈধ প্রবাসীদের বৈধ হবার একমাত্র বিশুদ্ধ ও সহিহ রাস্তা। অন্য যে পথেই যান না কেনো সেটি আপনাকে জীবনাস্মৃত (জীবিত থেকেও যে মৃত) করে রাখবে আজীবন (মানে কেয়ামত পর্যন্ত) ।।
বি:দ্র: (4) কাঠালের কথা হুদাই তামশা করে কইছি। এ দেশে কাঠাল পাওয়া দুস্কর । হি হি হি।
#ভীলহপা_হশা_জারে । — in Madrid, Spain.
২| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১:১৮
রেজা শাহ্ বলেছেন: চোখের সামনে সবসময় দেখতে পারছি ভাই।
৩| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১:১৯
রেজা শাহ্ বলেছেন: চোখের সামনে সবসময় দেখতে পারছি ভাই।
৪| ২৫ শে মে, ২০১৯ রাত ৯:০৮
মা.হাসান বলেছেন: ভাই রেজা শাহ পাহলভী, সুন্দর লিখেছেন পড়ে মনে হচ্ছিল স্পেনে চলে যাই। কিন্তু না যাব না, থাক । বাংলাদেশ এখন কানাডার চেয়ে উন্নত হয়ে গেছে। সামনের বছরে আমেরিকার চেয়ে উন্নত হয়ে যাবে । ওখানে গিয়ে কি লাভ? । আপনি বরং দেখেন, সামনের বছর থেকে বাংলাদেশে আসার জন্য ম্যান পাওয়ার এজেন্সি খুলে বসতে পারেন।
৫| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৩
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৯ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: আপনি কি আপনার অভিজ্ঞতা থেকেই লিখলেন?