নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন মানুষ, সাধারণ চিন্তা

রেজা শাহ্‌

আমি তো এই আমি ব্রহ্মপুত্র বিধৌত পুত্র

রেজা শাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

শপথঃ কোন মন্তব্য করার আগে দেখে, শুনে বুঝে ও ভালোকরে পড়ে মন্তব্য করবো

৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:৫৮

ঘটনা পুরাটা না জেনে না বুঝে না পড়ে মন্তব্য করা ঠিক না। আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মাংস পিন্ডে পিন্ডে উপলব্দি করছি।
মাঝরাতে ঘুমের ঘোরে ফেসবুকবাসীদের কার্যক্রম দেখছিলাম।মানে রেগুলার চেকআপ আর কি

এদের মধ্যে থেকে,
আমার এক মিউচুয়াল কাছের বন্ধু, তার ছোট ভাই ও ভাইয়ের বৌ এর নতুন বিয়ে করা দুটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে ।

"আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে । আমার অনেক আদরের ছোট ভাই গত বছর পুলিশের এএসপি হয়েছিলো। জীবনে সে কোন পরীক্ষায় প্রথম ছাড়া ২য় হয় নাই।" ……………..

এত বড় লেখা পড়ার সময় নাই। এইটুকো লেখা পড়ে আমি খুশি খুশি মনে কমেন্টে লিখেছি ।

“ আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, ছোট ভাইয়ের এবার একটা ভালো গতি হয়েছে, শুনে খুবই খুশি হলাম”

তারপর ফেসবুকে এদিক সেদিক ঘুরাঘুরি করে ফোন সাইলেন্ট করে ঘুমায়া পরছি।

সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধুর ৩৮ টা মিস কল। এর মধ্যে আংকেল ৯ বার কল দিছে। ফেসবুকে প্রায় ৯০০ নোটিফিকেশন। ম্যাসেন্জারে দুনিয়ার ম্যাসেজ । গালি-গালাজ ছাড়া কোন কথা নাই।

যেমন- ছিঃ তুমি মানুষ?/ ছেচড়া হালায়/ কুকুর ছানা তুই (বাঙ্গালী ভাষায়)/ শুকর ছানা তুই/ বিচার চাই/ ইত্যাদি, ইত্যাদি।

আমি তো পুরা ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছি। সবকিছু মাথার উপরে দিয়ে যাচ্ছে। কি হইছে বুঝতেছিনা। হাই কমোডে বসে বসে ভাবতেছি। কি করলাম??

এর মধ্যে আমার আরেক বন্ধুর কল।

=হ্যালো, সবুজ হালা তুই কই??
=দোস্ত আমি তো টয়লেটে।
=রাখ তর টয়লেট, এমন একটা কাজ করে আরামে হা_স কেমনে?? _গা তো আটকায়ে যাওয়ার কথা।
= মানে? আমি কি করছি??
= ফেসবুকে কি কমেন্ট করছোস?
= কই নাতো, আমি তো সরাসরি কোন উস্কানিমূলক কমেন্ট বা গালিগালাজ কাউকে করি না। যা করি সব আপন মনে মনে। একলা ঘরে চুপে চুপে।
= সালা, ফেসবুকে গিয়ে দেখ তাড়াতাড়ি। তর খবর আছে।

লাইন কেটে দিয়ে ঠিক আগের জায়গায় বসে বসেই নোটিফিকেশন চেক করতে গেলাম।

চক্ষু চরক গাছে,
সব এংরি রিএক্ট । বন্ধুর ছোট ভাইয়ের নতুন বিয়ে করা পোস্টের কমেন্টে আমাকে প্রচুর গালিগালাজ ও ভৎসনা।

তারপর পুরা পোস্টটা পড়লাম,
“আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে । আমার অনেক আদরের ছোট ভাই গত বছর পুলিশের এএসপি হয়েছিলো। জীবনে সে কোন পরীক্ষায় প্রথম ছাড়া ২য় হয় নাই। সেই মেধাবী ছোট ভাই আজকে বিয়ে করে নতুন বৌ নিয়ে ফেরার পথে দুস্কর্তিকারীদের এলোপাথারী গুলিতে নিহত হয়েছে । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলেই তাদের জন্য দোয়া করবেন।”

তার ঠিক নিচেই আমার কমেন্ট ছিলো-
“ আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, ছোট ভাইয়ের এবার একটা ভালো গতি হয়েছে, শুনে খুবই খুশি হলাম” ।

এবার সত্যি সত্যি আমার হা….গয়ে আকার আটকায়া গেছে।

কারণ দরজায় কে যেনো কড়া নাড়তেছে। কড়া মানে ধীম ধীম আওয়াজ। মনে হচ্ছে কেউ যেনো দরজা ভাঙার চেষ্টা করছে।

ডিবি পুলিশের ধারনা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড । এর সাথে জড়িত সকলকে খুজে বের করে আইনের আওতায় এনে বিচার করা হবে বলে ডিবি পুলিশ সূত্রে জানা যায়।

ডিবিতে চাকরীরত কাছের বন্ধু সুহৃদ কে ঘটনা পুরাটা বুঝায়া বলার ০৩ দিন পর এডভোকেট বন্ধু ওয়াহিদ হাসানের সহযোগিতায় আমি লেঙচাতে লেঙচাতে ডিবি কার্যালয় থেকে বের হচ্ছি।

হাড়ে হাড়ে ও মাংস পিন্ডে পিন্ডে ব্যাথা।

মনে আছে শুরুতে বলছিলাম,
“ঘটনা পুরাটা না জেনে না বুঝে না পড়ে মন্তব্য করা ঠিক না। আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মাংস পিন্ডে পিন্ডে উপলব্দি করছি।”

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:৫১

সোনাগাজী বলেছেন:



অবশেষে ধরা খেলেন; আমি তো অনেক আগের থেকে বলে আসছিলাম যে, একদিন ধরা খেতে হবে।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪১

শেরজা তপন বলেছেন: ঘটনা সত্য মিত্যা যাই হোক- পুরোটা না পড়ে মন্তব্য করা উচিৎ নয়। নিদেন পক্ষে আরো দু-ইয়েকজনের মন্তব্যের ধরন দেখে মন্তব্য করা বা রিয়েক্ট দেয়া উচিৎ

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

অর্ক বলেছেন: যাহ, কি থেকে কি হয়ে গেলো! সাবধানে ভেবেচিন্তে কাজ করতে হয়। সবক্ষেত্রেই। প্রতি পদক্ষেপেই। সে পোস্টেই সরি বলে বুঝিয়ে বলেননি? এতো দূর গড়ালো। সাবধান! পদে পদে প্রতারক দুষ্ট লোক। সামান্য বিষয় নিয়ে আরও হ্যারাস হতে পারেন।

শুভকামনা আপনার জন্য ভাই। সত্যি খারাপ লাগছে আপনার জন্য।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

মিরোরডডল বলেছেন:




সত্যি ঘটনা?
যদি তাই হয়, তাহলেতো বিব্রতকর এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হয়েছে।
ছোটো ছোটো ঘটনার মধ্যে দিয়ে কতোকিছু শিখি।


৫| ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: হায় আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.