| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাছিম আহম্মেদ
বিশ্বজিত হত্যাকান্ডের অন্যতম নায়ক শাকিল, এক একনিষ্ঠ ছাত্রলীগ কর্মী। রাজনীতিতে নিজের আসন পোক্ত করার জন্য, দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিরোধীদের আন্দোলন দমনের মহান ব্রত
নিয়ে একজন নিরীহ বিশ্বজিতক কুপিয়ে হত্যা করতে যার বিবেক একটুকো কাপেনি ।
তার এই মহান কর্মের জন্য ইতিমধ্যে তার
প্রাপ্ত পুরস্কার
(১) পুলিশের হাতে গ্রেপ্তার
(২) তার গ্রেপ্তার হবার সংবাদ শুনে তার বাবার মৃত্যুবরণ
(৩) তার প্রানপ্রিয় দল ছাত্রলীগ থেকে বহিস্কৃত
(৪) দেশের আপামর জনগণ কতৃক ধিক্কৃত প্রভৃতি।
নিজের দোষ শিকার করাতে আপাতত এটা অনুমেয় যে, সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত।
এই শাকিল চাইলেই পারবে না বিশ্বজিতের জীবন ফিরিয়ে দিতে,
পারবে না তারই পাপের প্রায়াশ্চিত্তে মৃত্যুবরণকারী বাবাকে ফেরত পেতে,
আর কখনই পারবে না তার স্বাভাবিক
জীবনে ফিরে যেতে।
কিন্তু আমরা সবাই পারব শাকিলের জীবন থেকে শিক্ষা নিতে।
এরকম অনেক শাকিল এখনো ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবিরের সদস্য,
যারা কিনা আমাদের কুত্সিত রাজনীতিবিদদের
মদদে পালিত ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে নিজের তথা দেশ ও জাতির অমঙ্গলে সক্রিয় অংশগ্রহন করছে।
আমাদের নতুন প্রজন্মের কাছে আবেদন,
আমরা আর কোনো শাকিল চাই না, চাই না কোনো নিরীহ বিশ্বজিতের অকাল প্রয়ান,
চাই সুস্থ রাজনৈতিক চর্চা ।।
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
নিশান ইব্রাহিম বলেছেন: ভাই শাকিলের বাবার মৃত্যুর খবর সেই পেপারে বের হইছে তার লিঙ্কটা একটু দিবেন............... (ঝগড়ার জন্য না, জাস্ট সিউর হইতে চাই.....................)
৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
নিশান ইব্রাহিম বলেছেন: ওহ, পাইছি..................
সেতো হৃদরোগে মারা গেছে...............
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আমরা আর কোনো শাকিল চাই না, চাই না কোনো নিরীহ বিশ্বজিতের অকাল প্রয়ান,
চাই সুস্থ রাজনৈতিক চর্চা ।।
এটা আমাদেরও দাবী। তীব্রভাবে সহমত। ধন্যবাদ।