নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

ম্যারাডোনিয়ান ধর্ম /যে ঈশ্বর এখনো জীবিত

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪





আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ আসলে ব্রাজিল/আর্জেন্টিনার প্রচুর সমর্থকের দেখা মিলে, তাদের নানা ধরণের পাগলা কর্মকান্ডও দেখা যায়। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে স্বয়ং আর্জেন্টিনার কিছু পাগলা সমর্থক।

আর্জেন্টিনার কিছু পাগল সমর্থক আছেন, যারা ম্যারাডোনাকে নিজেদের ঈশ্বর দাবী করছেন।



তারা এই ধর্মটা প্রতিষ্ঠিত করেছে ম্যারাডোনার ৩৮ তম জন্মদিনে, ৩০শে অক্টোবর ১৯৯৮ সালে আর্জেন্টিনার রোজারিও শহরে।



তারা নিজেরা একটা চার্চ প্রতিষ্ঠা করছে, এবং ম্যারাডোনার জার্সি গায়ে দিয়ে নিয়মিত প্রার্থনা করে। এই ধর্মে দীক্ষা নিতে হলে ম্যারাডোনার মত হাত দিয়ে গোল করা শিখতে হবে। তারা এটাকে ইশ্বরের হাতই মনে করে।







আরো একটা ভিডিও দেখেন।





এরা ম্যারাডোনার ধর্ম মতে বিয়ে করছে।





ম্যারাডোনার জন্মদিন, অক্টোবরের ৩০ তারিখে তারা ক্রিস্টমাস পালন করে আর জুনের ২২ তারিখে পালন করে ইস্টার। (যেদিন ১৯৮৬ সালে ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ঐতিহাসিক গোলটা করেন হাত দিয়ে) যদিও এই ধর্মের সমর্থকরা বিশ্বাস করেন, স্বয়ং ঈশ্বর (ম্যারাডোনা) এই গোলটি করেছেন।



তারা ম্যারাডোনার জীবনীকে তাদের বাইবেল মনে করে। ম্যারাডোনার ১০টা বাণীকে তাদের ঐশীবাণী মনে করে।





সবাইকে ফুটবল মোবারক।



সূত্র: উইকি, ইউটিউব।

উৎসর্গ: রাতুল_শাহ

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: এই ঈশ্বরের কোচিং এত ভুয়া, যে কোয়ার্টারে ১ হালি গোল হজম করতে হয়।

এই ইশ্বরকে মেরে হাত ভেঙে দিয়েছিল নবাগত ক্যামেরুনের প্লেয়াররা।

এই ঈশ্বর পেনাল্টি মিস করে

এই ইশ্বরকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিল জনৈক মানব রেফারি।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮

পাকাচুল বলেছেন: =p~ =p~ =p~

২| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭

মামুন রশিদ বলেছেন: :-* :-B :-B :D :D

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৬

পাকাচুল বলেছেন: :P :P :P

৩| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

নীরব দর্শক বলেছেন: ঐ চার্চে কি মারিজোয়ানা টেনে সিদ্ধি লাভ করা যায়!

:#) :#) :#) :#)

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭

পাকাচুল বলেছেন: ঈশ্বর যদি সিদ্ধি লাভ করে, তবে তার অনুসারীরাও লাভ করবে, কোন সন্দেহ নাই।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ২:১৩

শুকনা মরিচ বলেছেন: আপনার বাকী লেখা গুলো কোথায় গ্যালো :-/ :-/

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

পাকাচুল বলেছেন: অনেকদিন পর আপনার দেখা পেলাম, কেমন আছেন? আরদি কেমন আছে?

আমার বাকী লিখাগুলো এখন শীতনিদ্রায় আছে।

৫| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

শুকনা মরিচ বলেছেন: ওহ - আমার ছেলের নাম আপনার মনে আছে ? খুশী আর অবাক হলাম :) আরদি ভালো আছে - সেই ছেলে এখন গ্রেড ৩ তে উঠলো - দোয়া করবেন ।
কিন্তু আপনার লেখাগুলো কেন এমন শীত নিদ্রায় পাঠালেন ?

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

পাকাচুল বলেছেন: আরদির জন্য শুভ কামনা রইলো।

আসলে লেখালেখি আর ভালো লাগছে না, তাই ঘুম পাড়িয়ে রেখেছি।

৬| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪০

তিক্তভাষী বলেছেন: আশা করছি বিরতি নেয়াতে ব্লগিংয়ের উদ্যম আবার ফিরে পেয়েছেন।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। উদ্যম নয়, আসলে ব্যক্তিগত ব্যস্ততাটাই বেশি।

৭| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা । :)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১০

পাকাচুল বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। মালয়ে ঈদ কেমন লাগছে?

৮| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪

bakta বলেছেন:







এই যে ভাই পাকাচুল
কলপ কেন লাগাও না ?
সাদাচুলে লাগিয়ে কালি
পাকাগুলিকে ভাগাও না।

এসো এসো আমার কাছে
বসো দেখি এই টুলেতে,
এই দেখো আলকাতরা
লাগিয়ে দিই ও চুলেতে ।

আছে কাছে ভূষা কালি
তেলে ঢেলে গুলে,
দেখি এসো লাগে কেমন
লাগিয়ে দিই চুলে।

আরে ভাই নয় ভয়
আমি আছি কেন ?
পাকাচুলে কালি ঢেলে
দিছি খুলে পেনও।

আরে ভাই শোন না
রাগ করে থেকো না,
পরখ করে একটি বার
তেলকালি মেখো না।

পাকা চুলে থেকো না আর
কালো করো আয়াসে,
রোদে খানিক দাঁড়ায়ে
দেখো নিজ ছায়া সে ।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪

পাকাচুল বলেছেন: :P :P :P
হা হা হা।

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৩

রাতুল_শাহ বলেছেন: এই যে দেখি আজব দেশের আজব গল্প।

এই সব তো জানতাম না।


নীল আকাশ ২০১৪ বলেছেন: এই ঈশ্বরের কোচিং এত ভুয়া, যে কোয়ার্টারে ১ হালি গোল হজম করতে হয়।

এই ইশ্বরকে মেরে হাত ভেঙে দিয়েছিল নবাগত ক্যামেরুনের প্লেয়াররা।

এই ঈশ্বর পেনাল্টি মিস করে

এই ইশ্বরকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিল জনৈক মানব রেফারি।


=p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

পাকাচুল বলেছেন: দুনিয়া অনেক আজব, অনেক কিছু অজানা আছে এখনো।

১০| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্টারেস্টিং তথ্য তো। উইকিপিডিয়ায় টেন কমান্ডমেন্টস পড়লাম। ভালোই।

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

পাকাচুল বলেছেন: বাংলাদেশে অনেক পীরের ব্যবসা যেমন আছে, বিদেশেও এটাকে সেই রকম মনে হচ্ছে।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর তথ্য।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

১২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: কাহিনীতো দেখি বেগতিক

ম্যারাডোনার মতো ড্রাগ, এফিড্রিনও নিতে হবে কি?

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩০

পাকাচুল বলেছেন: প্রভু যা করে, তা তো মানতেই হবে।

১৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: ভালা ধর্মই বানাইছে

বব মার্লের গান্জাওয়ালা ধর্ম আর হালার হেরুন্চি ধর্ম

বঙ্গবন্ধু বাইচ্চা থাকলে....

থাক কমু না। দিনকাল বদলাই গেছে :-P

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫

পাকাচুল বলেছেন: সরি ফর লেট রিপ্লাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.