নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকা পেঁপে

পাকা পেঁপে

পাকা পেঁপে › বিস্তারিত পোস্টঃ

শুধু ইসলামী ব্যাংকই নয়, ইসলামী ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহনকারী সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ইসলামী ব্যাংক থেকে অর্থনৈতিক সুবিধা গ্রহনকারী সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে বর্জন করুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: বালাদেশে একমাত্র ভাল ব্যাংক ইসলামী ব্যাংক । তোর একটা সংশার চালানের যোগ্যতা আছে ?? ব্যাক বন্ধের আহ্ববান জানাস । আদার ব্যপারী জাহাযের খবর রাখে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

পাকা পেঁপে বলেছেন: ইসলামী ব্যাংকের এনুয়াল রিপোর্ট অনুযায়ী এই মুহুর্তে ইসলামী ব্যাংকের টোটাল ডিপোজিট ৩৮ হাজার কোটি টাকা -এবং এর বিপরীতে ইসলামী ব্যাংক ৩৪ হাজার কোটি টাকা বাজার মুল্যে ধার দিয়েছে, অর্থৎ এই মুহুর্তে একষ্ট্রা ৪ হাজার কোটি টাকার মত ফান্ড ইসলামী ব্যাংকের হাতে আছে- আর এই ৪ হাজার কোটি টাকার মধ্যেই লুকিয়ে আছে ইসলামী ব্যাংকের প্রান।

যদি ইসলামী ব্যাংকের ২৫০ টি শাখার মাত্র ৫০ টিতে গ্রাহকদের দ্বারা তাদের সমূদয় চলতি এবং সন্চয়ী হিসাব বন্ধ করে দেয়া যায় ব্যাংকটি পড়বে তারল্য সংকটে আর তারল্য সংকট দেখা দিলেই ব্যাংক বাধ্য হবে তার সকল লোন রিকল করতে, আর তখন ইসলামী ব্যান্কের রেভিনিউ ষ্ট্রিম কলাপস করবে। প্যানিকটা বানাতে পারলে ব্যাংক এমনিই পটল তুলবে!!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

আমিতপু বলেছেন: বলে ফেলা খুব সহজ। কথা বলতে শরীরের এনার্জি ছাড়া কিছুই খরচ হয় না।

ইসলামী ব্যাংকের মালিকপক্ষ রাজাকার। আইন করে সেটার মালিকানা বদল করা যেতে পারে। বাংলাদেশের জায়ান্ট ইম্পরটারদের প্রায় সবগুলা ওদের ক্লায়েন্ট - যারা সার, সয়াবিন তেল, ডাল, পেয়াজ, কাগজ এ সবের টপ টেন ইম্পরটার । ব্যাংকিং ইন্ডাস্ট্রির বড় অংশ ইসলামী ব্যাংক কন্ট্রোল করে। শুধু ১ মাস ওদের আমদানি বন্ধ থাকুক, বাজারে হাউকাউ লেগে যাবে । পারবেন সেটার সমাধান দিতে??

দয়া করে এত লোম বাছতে জাইয়েন না। কম্বল উজাড় হয়ে যাবে। কর্মসূচি যা আছে আগে সেটাই মেন্টেন করা উচিৎ। কমসুচির একটা প্রায়েরিটিও থাকা উচিৎ। নাইলে খালি শরীরের এনার্জি লস হবে কাজের কাজ হবে না।


৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

আহির মাহাসিন বলেছেন: ভাই, অযৌক্তিক কথা বললে তো হবেনা। ইসলামী ব্যাংকের মালিকপক্ষের একটা বড় অংশ বাংলাদেশের দাতা প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকের সাথে জড়িয়ে আছে ওআইসি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। কুয়েত, সৌদী আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের আরো অনেক দেশের সরকার এই ইসলামী ব্যংকের মালিক পক্ষ। এমনকি সংগঠন হিসেবে জামায়াতের কোনো মালিকানা নাই এই ব্যাংকে। এইতো কিছুদিন আগেও শেয়ার বাজারের কর্তা ব্যক্তিরা ইসলামী ব্যাংকের কাছে গেল আমাদের শেয়ার মার্কেটকে ধ্বংশের হাত থেকে উদ্ধার করার জন্য। ইসলামী ব্যাংক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকের চিন্তা বাদ দিয়ে আসুন দেশীয় রাযাকারদের ফাসীর দাবীকে আরো বেগবান করি।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হিহিহিহিহিহিহি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.