নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকা পেঁপে

পাকা পেঁপে

পাকা পেঁপে › বিস্তারিত পোস্টঃ

পোস্ট নামক পদার্থের পোস্টমর্টেম

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

আবার ভাইবেন না যেন আমি পোস্ট অফিসে চিঠিপত্র পোস্ট করা নিয়া জ্ঞানগর্ভ পোস্ট দিছি। আমি সামুতে প্রতিদিন যেসমস্ত পোস্ট প্রসবিত হয় সেইসব পোস্ট নিয়া আলোচনা করতেছি। যদিও সামু আমার বাড়ির উঠান না। আবার সামু আমারে সামুর হয়ে জবাবদিহি করার দায়িত্ব দেয় নায়। কিন্তু একজন সামু প্রেমি হিসাবে আমি মনে করি সামু আমারে কিছু কথা বলার অধিকার অবশ্যই দিছে। সামুতে কয়েকজন জাফর ইকাবাল আছেন যারা শুশিল বাবুর মতন সামুতে এরকম পোস্ট আসলেই ঝাপায়া পড়েন।



পদার্থ দুই প্রকারের হয়। সামুতে যেসমস্ত পোস্ট প্রসবিত হয় অইগুলাও একরকমের পদার্থ। তবে কোন মতেই অইগুলাকে অপদার্থ বলা যাবে না। তাইলে পোস্ট হইল পদার্থের মতন দুই প্রকারেরঃ



১ মৌলিক পোস্ট



২ যৌগিক পোস্ট



১ মৌলিক পোস্টঃ



গুগল উইকি রকয। আমরা সবাই জ্ঞানী । অনেক কিছু জানি। যেসমস্ত পোস্ট এই মর্মে বিশ্বাস স্থাপন করে প্রসবিত হয় তাহাই মৌলিক পোস্ট। যেমনঃ



ঈদ স্পেশাল গোপন তথ্যের মেগা সংকলন পোষ্ট ফাঁস হয়ে গেল বিভিন্ন ব্লগারদের দুর্লভ সব স্ক্রীন শর্ট



১৭০৩ বার পঠিত, ৪ টা লাইক, মন্তব্য ২৫৮ ও প্রিয়তে নিছে ৬ জন



হলিডে নাইট ব্লগকিলিক্স চলুন জেনে নিই বিভিন্ন ব্লগারের মাল্টি নিক গুলো



১২৬৮ বার পঠিত, ৩২ টা লাইক, মন্তব্য ২০১ ও প্রিয়তে নিছে ৯ জন



হরতাল নাইট আজকের বিষয় লুল, লুলামী এবং শ্রেষ্ট লুল নির্বাচন সংবিধিবদ্ধ সতর্কীকরন ইহা অত্যন্ত স্পর্শকাতর পোষ্ট, কারো ১৮+ অনুভূতিতে আঘাত করলে কারো স্পর্শ দায়বদ্ধ থাকিবে না



১৯৪৯ বার পঠিত, ১৫ টা লাইক, মন্তব্য ৩১২ ও প্রিয়তে নিছে ৪ জন



ইত্যাদি......... তাই সবায় এমন ধরনের বেশি বেশি মৌলিক পোস্ট দেন। বিশ্বাস করেন হিট আর মন্তব্য খোঁড়ায় আর কেউ ভুগবেন না। ১০০% গ্যারান্টি। বিফলে মূল্য ফেরত।



২ যৌগিক পোস্টঃ



মৌলিক পোস্ট প্রোমোট করতে যেসমস্ত পোস্ট প্রসবিত হয় অইগুলাই হইল যৌগিক পোস্ট। যেমনঃ



সামহোয়্যারইন গল্প সংকলন মহিমান্বিত মে ১৩



২৬৭২ বার পঠিত, ৬৩ টা লাইক, মন্তব্য ৩২৭ ও প্রিয়তে নিছে ৯৯ জন



একটি কাব্যিক ভ্রমন সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন জুন ২০১৩



৬৮৪ বার পঠিত, ৩৭ টা লাইক, মন্তব্য ১৪০ ও প্রিয়তে নিছে ২১ জন



www.somewhereinblog.net



৩৯৬১ বার পঠিত, ১০৮ টা লাইক, মন্তব্য ৪৪০ ও প্রিয়তে নিছে ১৭৮ জন



ইত্যাদি........ তাই সবায় এমন ধরনের যৌগিক পোস্ট প্রসবের মাধ্যমেও হিট আর মন্তব্য খোঁড়া হইতে বাছতে পাড়েন।



দুই দিনের বৈরাগী আলুর ভর্তারে কয় ফ্রেন্জ ফ্রাই। সামুতে যারা বাংলাদেশের জাফর ইকবাল সব প্রশ্নের উত্তর স্বপ্রণোদিত হয়ে দেন তাদের কাছে মতামত জানতে চাই। আমার এই পোস্টটা কি মৌলিক না যৌগিক পোস্ট নাকি খিচুড়ি পোস্ট ?



তবে আমার এই পোস্টে আবার কেউ রেফারেন্স খুইজা আরাম না পাইলে আমার দোষ নায়। কারন রেফারেন্স হিসাবে সমগ্র ইন্টারনেটকেই চিহ্নিত করার ব্যাপারটিতে পুরো একমত হতে পারিনা। যেমন ধরেন আমরা যদি পত্রিকার কোন নিউজ কাটিংকে উপস্থাপন করি তাহলে সেই ক্ষেত্রেইও আমাদেরকে উল্লেখ্য করে দিতে হয় কোন পত্রিকার, কোন তারিখের, কোন পৃষ্টায় আছে। তাই, সেই হিসাবে তথ্যসূত্র হিসাবে শুধু মাত্র "ইন্টানেট" এর কথা উল্লেখ্য করাটা বেশ দুর্বল।



মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: উত্তম কুমার পোষ্ট হয়েছে। +।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

পাকা পেঁপে বলেছেন: আমার কি সৌভাগ্য আমার এই পোস্টটা নির্বাচিত পাতায় স্থান পাইছে। এই জন্য ধন্যবাদ আমার নিজেরে এমন নির্বাচিত পাতার উপযুক্ত একটা পোস্ট দিতে পারছি। একটু অপেক্ষা করেন সুচিত্রা সেনকে দেখতে পাওয়ারও সম্ভাবিলিটি আছে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

ফলক বলেছেন: আপনি কি বুঝাতে চেয়েছেন আমি ঠিক বুঝতে পারিনি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

পাকা পেঁপে বলেছেন: ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
আপনি প্রথম পোস্ট দেন। খুব সম্ভবত অইটা আপনার নিক খুলার পর প্রথম পোস্ট। আমি ও একটা নিক খোললাম । এই শিরনামে। ভিতরে লিখা আপনারা সবাই কেমন আছেন ?
আপনার এই পোস্টটা মৌলিক নাকি যৌগিক পোস্ট ? আপনার উত্তরের পক্ষে যুক্তি দেন।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। থ্যাকু থ্যাকু.........

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

পাকা পেঁপে বলেছেন: বাছতে হলে জানতে হবে। শিক্ষার কোন বয়স নায়।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

একজন আরমান বলেছেন:
বানান ঠিক করেন আগে ! ;)

মাল্টিবাজি করতে হলে বানান এর প্রতি যত্নশীল হতে হয় ;)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

পাকা পেঁপে বলেছেন: যারে তারে মাল্টি ট্যাগ দিওনা সোনা। তোমার এখনও বয়স হয় নাই। নাকি ব্লগের জাফর ইকবাল হইতে মুঞ্চায়। সময় আসুক সবগুলা কবিতা লিখা ভুইলা ডুগডুগি বাজাইবা। আর কেউ আসবেনা ?

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

যেড ফ্রম এ বলেছেন: নয়া নিকে এসেছে পুরানো ছাকোল ;)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

পাকা পেঁপে বলেছেন: কি নামে ডাকবো আপনারে ? যেড ফ্রম এ নাকি............ ;)
হাম্বার মুখোশ পইড়া ছাগু গিরি করা আপনার অভ্যাস আমার না।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

একজন আরমান বলেছেন:
আহারে বাবু আমাদের আইডেন্টিটি ক্রাইসিস হয় না। আমাদের সমস্যা নাই। তোমার মতো আইডেন্টিটি ক্রাইসিসে নাই। দুই দিন পর পর নতুন নিক ! =p~ =p~ =p~

যাই হোক আগে ভালো করে বানান শিখে তারপর মাল্টিবাজি করতে এসো। কেমন? ;)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

পাকা পেঁপে বলেছেন: আচ্ছা একজন আরমান আপনিত একজন বিরাট সেলিব্রেটি। ;) তা আপনি আজ পর্যন্ত কয়টা মৌলিক পোস্ট দিছেন? B-)) আপনার মতে মৌলিক পোস্ট কোণগুলা ? আর বানান পাড়িনা দেইখা হাসেন কেন সবাই কি জাফর ইকাবাল নাকি! X( X( X(

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

সফদার ডাকটার বলেছেন: চুলকানিযুক্ত বিখাউজ পুস্ট । আপনের মত বিখাউজ বোলগার আগে দেখি নাই, একলাই সামুটারে জ্বালাই খাইতেছেন

বৃষ্টি ভেজা সকাল।
বৃষ্টি ভেজা সকাল ১১।
মাইনাচ
মাথা নষ্ট।
মাথা মোটা।
পাগলা ঘোড়া সিটিজ।
হাসি।
ডট কম ০০৯
কিলার অফ রাজাকার
দুঃস্বপ্০০৭
অপরাজিত একজন
পাকা পেঁপে


এর পরের নিক নাম দেবেন,,

বিখাউজ০০৭
বেহায়া০০৭



০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

পাকা পেঁপে বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

মেইন নিকে সুশীল সেজে মাল্টিতে গালি দেওয়ার অভ্যাস যাদের তারা খুব ভালো ভাবেই ব্লগিং করছে। আমি হক কথা বলায় দোষ হয়ে গেলো। আবার আমাকে আরেকজনের মাল্টি প্রমাণের চেষ্টা X(

না আমার অন্য কোন নিক নায়। তবে সময় আসবে । ভালোবাসা এখন কাল্পনিক। স্বপ্নবাজের সপ্ন ভঙ্গ হবে। সব হিসেবের রশিদ আছে। কোন মাননীয় মন্ত্রী আসলেও লাভ হবেনা। এখন সুসময় নয়। যখন বুঝতে পারবে কল্পনায় ভালোবেসে কোন লাভ নায় যা করার বস্তবে করে দেখাও তখন উপযুক্ত সময় । সময়ের উপযুক্ত ব্যবহার করার অপেক্ষায়।

হ্যালো এটা কি ৬৫৩ ??????? ;)

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

সফদার ডাকটার বলেছেন: আররে.. আপনে দেখি সবতেরেই চিইন্যা ফালান =p~

শুনেন ডাকটার কাউরে গালি দেয়না । ডাকটার আউলফাউলরে পুছেনা । ডাকটার যাগো ধরে তাগো ব্রেইন ছাগলের ব্রেইনের থাইক্যা উন্নতমানের ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

যেড ফ্রম এ বলেছেন: হে হে হে @সফদার ডাকটর সাব। বুলস আই ;)

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

খন্দকার আরাফাত বলেছেন: আমার দেখা সামুর সেরা নির্লজ্জ বৃষ্টি ভেজা সকাল / মাইনাছ

তারে কোন নামে ডাকি ?



বৃষ্টি ভেজা সকাল।
বৃষ্টি ভেজা সকাল ১১।
মাইনাচ
মাথা নষ্ট।
মাথা মোটা।
পাগলা ঘোড়া সিটিজ।
হাসি।
ডট কম ০০৯
কিলার অফ রাজাকার
দুঃস্বপ্০০৭
অপরাজিত একজন
খাইরুন
জন্মদিন
মৌটুসি
মাহবুব রক্স



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.