![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি দুষ্টুমিষ্টি পাগলির নাম। পাগলের মতো এঁদের জটলা চুল না থাকলেও পাগল করে দেয়ার মতো সুরভিত রেশমি চুল ঠিকই থাকে...+
উপকারিতা:
----------------
এঁদের দ্বারা উপকার ছাড়া অপকার সম্ভব নয়। কেননা, এঁদের বক্র চাহুনিতেও হৃদয় প্রশান্ত হয়। যেটা আপনার হার্টের জন্য উপকারী...+
ক্রেডিট:
-----------
এঁদের মাঝে কথা বলার যাদুকরি শক্তি বিদ্যমান। দিন শেষে ক্লান্ত বদনে ঘরে ফিরলেও এঁদের দুষ্টু হাসির মিষ্টি কথায় মুহূর্তেই মনঃসমুদ্রে ভালোবাসার প্রাণোচ্ছল ঢেউ তুলবে...+
এঁদের_শখ:
----------------
এঁদের কাছে চটপটি-ফুচকা, আইস্ক্রিম, আমসত্তা আর চকলেট সোনার চেয়ে দামি হলেও দিন শেষে প্রিয় স্বামীর একটু সান্নিধ্য এঁদের কাছে হীরার চেয়েও দামি..+
চাহিদা:
----------
অন্তত সপ্তাহে ১ বার হলেও রাতে বাসায় ফিরবার সময় একটি অর্ধফুটন্ত গোলাপ এনে খোঁপায় গুজে দিতে হবে। আর মাঝেমাঝেই চাঁদনিরাতে পরষ্পর হেলান দিয়ে তারা গুনতে হবে...(অনেকের ক্ষেত্রে কিছুটা ভিন্নও হতে পারে)
কার্যকারিতা:
-----------------
সারাদিন প্রিয় স্বামীর ঘরে ফিরবার অপেক্ষায় মনটা আকুপাকু (ছটফট) করতে থাকবে, আর ঠিক সময়ে ঘরে ফিরে এলেও অভিমানী কণ্ঠে 'আজ এতো দেরি করেছেন কেন? এই বলে একাএকাই কিছুক্ষণ ঝগড়া করে গাল-নাক ফুলিয়ে কান্না জুড়ে দিবে, কারণ কিছুই নয়, কারণ আপনার একটু ভালবাসা পাওয়া...+
অধিকার:
--------------
স্বামী সত্যি-সত্যিই একটু দেরি করে ফিরলে, সেদিন রাত্রিকালীন রোজা ফরজ করে ছাড়বে। আর নাকের পানি ও চোখের পানির স্রোতে চোখের কাঁজল দিয়ে এলিয়েন সাজবে। খবরদার! তখন কিন্তু আপনি তার প্রতি মনোনিবেশ ছাড়া অন্য কিছু ভুলেও করতে যাবেন না, তখন তার সাথে Compromise করুন লাভ আপনারই হবে .....+
স্বভাব:
----------
ধার্মিকা স্ত্রীরা খুবই বিনম্র। তবে স্বামীর সাথে দুষ্টুমিতেও চ্যাম্পিয়ন। যা আপনার কল্পনাকেও হয়ত হারিয়ে দেবে...+
Extra কিছু:
----------------
সে আপনাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে খুবই আগ্রহী। তাই সকাল-দুপুর কিম্বা বিকেল যেকোনো সময় বৃষ্টি নামলে তাকে নিয়ে ছাদে বা উঠনে বৃষ্টিতে ভিজুন, দেখবেন এ এক অন্যরকম অনুভূতি...+
ইবাদত:
-----------
নফল ইবাদত গুলো এক সাথে করবেন। মনে রাখবেন 'ওজু শেষে স্ত্রীকে Lip-Kiss করাও কিন্তু সুন্নৎ'।
আরো হাজারটা Options লেখা যায়! আর লিখলেও তা হবে না শেষ।
তাই মহান আল্লাহর পবিত্র বাণী দিয়েই ইতি টানি:
وَمِنْ ءَايٰتِهِۦٓ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوٰجًا لِّتَسْكُنُوٓا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِى ذٰلِكَ لَءَايٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে- তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের- যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।
(সূরা রূম আয়াত ২১)
অতএব যারা এখনো অবিবাহিত তারা বিয়ে করে ফেলুন
মহান আল্লাহ বলেন:
----------------------------
وَأَنكِحُوا الْأَيٰمٰى مِنكُمْ وَالصّٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَآءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَاللَّهُ وٰسِعٌ عَلِيمٌ
আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।
(সূরা নূর আয়াত ৩২)
কপিপোষ্ট
লেখকঃ
বাদশাহ খান রাজ
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৪
গিরি গোহা বলেছেন: ভালোলাগলো বিয়ের নেশা ধরাতে পেরে।
কারণ বিয়ের প্রবণতা কমে গেলে সমাজে বিশৃংখলা বেড়ে যায়।
ধন্যবাদ।
অাপনার বিয়ের জন্য দোয়া রইলো।
২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৪
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বিয়ে করেছেন?
করলে অবিবাহিতদের বিভ্রান্ত করবেন না।
আর না করলে দ্রুত ফ্যান্টাসির জগত থেকে বেরিয়ে আসুন।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৬
গিরি গোহা বলেছেন: অালহামদুলিল্লাহ। জি করেছি
সামর্থ থাকলে বিয়ে করে ফেলা ভালো। বিয়ে অনেক কল্যান নিহিত অাছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:২২
জায়েদ আহমেদ বলেছেন: ও ভাইছাব দিলা তো আগুইন জ্বালাইয়া!
এখন ই রাইত দুইফরি বালা বিয়া খরার লাগি বৌ তুকানিত খানো যাইতাম খউক্কাছাইন?
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৯
গিরি গোহা বলেছেন: ভাই, নিচের লাইনে কোন অঞ্চলের ভাষা বললেন। ভালা বুঝতান্নো। তয় বিয়ে করে ফালান। বহুত ফাইদা হবো ইনশাল্লাহ।
৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা ভাই, বিয়ের নেশা দানা বাধতে শুরু করেছে।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৯
গিরি গোহা বলেছেন: ফি অামানিল্লাহ। দোয়া রইলো।
৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: আপনার তো অনেক অভিজ্ঞতা!
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫০
গিরি গোহা বলেছেন: এতো বেশি অার কোথায়?
৬| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪
খাঁজা বাবা বলেছেন: লর্ড অফ ফ্লাইস ভাই এর সাথে আপনার কথা মেলে নাই
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১
গিরি গোহা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
কি মেলেনি সেটাতো বলেননি
৭| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬
বারিধারা ২ বলেছেন: আসলেই তো, যখন প্রচন্ড রেগে যায়, তখন আমি সেই চেহারার দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি - সেটাও হয়ে যায় অপরাধ! তবে রাগের শেষ হয় লুকাতে চাওয়া হাসি দিয়ে। আমার কাছে আমার বৌ সবচেয়ে দামি সম্পদ। কোন কিছুর বিনিময়েই তাকে হাতছাড়া করতে চাইনা। তবে একটা জিনিস কিন্তু ক্লিয়ারঃ ধার্মিক বউরা বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। রাতের ভালবাসা পর্ব তারাই ইনিশিয়েট করে - কখনও স্বামীর হাত দুহাতে জড়িয়ে, আবার কখনোবা 'একটা কথা বলব?' বলে রহস্যভরা চোখে তাকিয়ে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
মিঠু পারভেজ বলেছেন: লাগিয়ে দিলেন তো বিয়ের নেশা!!
এখন কি করবো? বউ কোথায় পাবো?