![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউজ দেখলাম বাংলাদেশ ভারতের সম্পর্ক নাকি বিশ্বে বন্ধুত্বের রোল মডেল হবে। এটা কোন দিক থেকে কে জানে। দাললালির দিক থেকে নাকি উভয়ের যৌথ দাবি বাস্তবায়নের মাধ্যমে। অামি ঠিক জানিনা অাপনারাই ভালো জানেন।
এ পর্যন্ত বাংলাদেশ কতটা দাবি অাদায় করেছে, সরকারতো বলেনা সাংবাদিক ভাইরা হয়তো ভালো জানেন।
অাসলে রাজনীতি নিয়ে কথা বলতে ঘৃণা হয়। কারণ এটাকে রাজনীতি বলা যায় না।
যেখানে দেশ, দেশের মানুষ ও নূনতম অধিকার উপেক্ষিত সেখানে কার নিকট দাবি জানাবো। চোখে অাঙ্গুল দেখিয়ে দিব অসংগতি।
স্যাটেলাইট উৎক্ষেপন করে সকল মিডিয়া যখন নিউজ কভারেজে ব্যস্ত সেই সুযোগে প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয় হয়ে যায় চুক্তি, নেই সংসদে কোন কথা বা মিডিয়াতে কোন ব্রিফিং। কারণ ভারত অামাদের বিশ্বস্ত বন্ধু।
যেখানে এখনো রাস্তা ঘাটে জ্যামের কারণে ফ্রিলি চলাচল করা যায় না। সেখানে ট্রাণজিট দিচ্ছি, টোলফ্রি। কারণ বন্ধত্বটা, অাজ বড় বেশি প্রয়োজন।
অনেক কথা...
অাপনাদের অজানা নয়।
অামরা বীরের জাতি। ভালো সুপারি কাটা যায়। কিন্তু জনগনের হক কথাটা বলার কেও নেই। কারণ ভারত অামাদের বিশ্বস্ত বন্ধু।
অামরা স্বাধীন তবে বিরোধীদলে ভোট করতে পারবা না। কারণ অাইন চলে সরকারের কথা মতো। সরকার অাইন মতো চলেনা।
থাক অার কিছু বলছি না।
ভারত অামাদের বিশ্বস্ত বন্ধু। তাই, যা চাই তাই দেওয়ার জন্য এক পায়ে খাড়া থাকি, কোন দ্বীমত নেই। জাফরের চেয়েও বেশি পা চাটতে পারি।
জনগণের বা দেশের কতটুকু লাভ হলো দেখার প্রয়োজন নেই। চাইলে শিয়ালের কাছে মুরগী পুশানি দিবো। কিন্তু বন্ধুত্বব যে রাখাই। লাগবে। কারণ,
মানুষের চেয়ে দেশ বড়,
তার চেয়ে ক্ষমতা বড়,
তাই দালালী করছি করবো ভাই,
যে কোন মূল্যে তোমাকে চাই।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:২৮
গিরি গোহা বলেছেন:
২| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারত তো বন্ধু হতে চেয়েছিল, কিন্তু তাদের আচরণে শত্রু বলে গণ্য হয়েছে...
৩| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১
কাইকর বলেছেন: ভাই ছবি দিয়েই সব কিছু বুঝিয়ে দিয়েছেন
৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: পৃথিবীর প্রত্যেকটি প্রতিবেশী দেশে সমস্যা আছে (অনুমান)
৫| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:১৯
রাকু হাসান বলেছেন: ছবি টা অসাধারণ । আমরা বন্ধুত্ব রক্ষাত্বে বিলিয়ে ই দিচ্ছি কিন্তু সে অনুপাতে পাচ্ছি না । ভারত বাংলাদেশ সম্পর্ক একদিন জোরালো হয়ে উঠবে । এভাবে চলতে পারে না ,চলতে দিবে না বাঙালি
৬| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৫৩
শহীদ আম্মার বলেছেন: বড়জনরে শেয়াল বলতে নায়।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:০০
গিরি গোহা বলেছেন:
২৭ শে মে, ২০১৮ রাত ১০:০২
গিরি গোহা বলেছেন: চুরি করলে দোষ নেই, চোর বললে দোষ।
বেশ হোক, বেশ হোক...
৭| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: ভারত আসলে আমাদের বন্ধু। কিছু মানুষ বিনা কারনে ভারতকে ভুল বুঝে।
২৭ শে মে, ২০১৮ রাত ১০:৩০
গিরি গোহা বলেছেন:
৮| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮
টোনাল্ড ড্রাম্প বলেছেন: ছবিটা যা দিলেন দাদা আমি ঘুমোতে যাওয়ার আগে এটা দেখে টানা ৫ মিনিট হাসলাম
২৭ শে মে, ২০১৮ রাত ৯:৫৭
গিরি গোহা বলেছেন:
২৭ শে মে, ২০১৮ রাত ১০:০০
গিরি গোহা বলেছেন: চিকিৎসা বিজ্ঞান বলছে প্রতিদিন একবার করে মন খুলে হাসতে। হাসুন, বেশি বেশি হাসুন
তবে লক্ষ্য রাখবেন মনটা যেনো খুলে রেখে দিয়েননা।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
সনেট কবি বলেছেন: আ হা হা কি ছবি! কি ছবি!