নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখির মতো উড়তে চাই, মুক্ত বাধাহীন।বন বনানীর মাথার উপর অাকাশ সীমাহীন।

গিরি গোহা

ইচ্ছে হলেই চলো ব্লগে

গিরি গোহা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯



জানুয়ারি-তে প্রেমের আলাপ
ফেব্রুয়ারীতে সব,
মার্চে বলে কেনো এমন
বমি বমি ভাব?

এপ্রিল গেলো মে-তে বলে
এ কি সর্বনাশ,
পেটের মধ্যে হলো নাকি
প্রেমের চাষাবাস?

জুন জুলাই-য়ে পেটের ভিতর
করছে নাড়াচাড়া,
ফোন দিলেও প্রেমিকের আর
পাইনা কোন সাড়া!

আগষ্ট মাসে প্রেমীক বলে
গেলো মান-সম্মান,
ভয় করোনা সামনের মাসে
করে নাও এবোরশন!

সেপ্টেম্বরে মেয়ে বলে ওগো
তোমার পায়ে ধরি,
এবোরশন করবোনা আমি
চলো বিয়ে করি।

অক্টোবরে প্রেমীক বলে
শুনো একটা কথা,
উল্টা পাল্টা কথা বলে
খাসনে আমার মাথা!

বিয়ে করবো পরে আগে
বাচ্চাটাকে ফেল,
লোকে শুনলে ইজ্জত যাবে
লেগে যাবে খেল!

ছেলে বলে ভয় নাই আমার
শতক বিয়ে হবে,
জানলে পরে তোর বাবা-মা
গলাই দড়ি দিবে!

মেয়ের কোন পথ নেই
করবে কি উপায়,
এবোরশন করাবে এবার
দিয়ে দিলো রায়!

ঝোপের পাশে ফেলে দিলো
যেথায় ছিলো জল,
এটাই হলো ১৪ই ফেব্রুয়ারী
ভালবাসা দিবসের ফল!!



Copy post

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

নতুন নকিব বলেছেন:



সমাজের কলুষতা-পাপাচারের জন্য এইসব উদ্ভট এবং অর্থহীন দিবস ফিবসের কিছু ভূমিকা রয়েছে। ভালো মন্দ যাচাই না করে পশ্চিমা বস্তা পচা অপসংস্কৃতি-বেহায়াপনাকে মনে প্রানে ধারণ করে নিলে মান ইজ্জত তো উচ্ছন্নে যাবেই দিন কে দিন।

ছড়া ভালো লিখেছেন। বাস্তবতাই তো উঠে এসেছে।

ধন্যবাদ। +++

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

হাবিব বলেছেন: B-) B-) B-)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

ইয়েন বলেছেন: :D .. পড়তে হাস্যরস থাকলেও এর ভিতরে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা...

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

বাংলার মেলা বলেছেন:

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: আহা।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: অতি নিম্মমানের পোষ্ট দিয়েছেন ভাই সাহেব।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

নতুন বলেছেন: আপনি কি contraceptive বলে জিনিসের নাম শুনেনাই????

যারা বলদ তারাই contraceptive ব্যবহার করেনা....এবং তারাই বিপদে পরে....

বত`মানে পোলাপাইন বলদ নাই... অনেক চালাক হয়েগেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.