![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।
বর্তমানে এদেশে নাস্তিক হওয়া খুবই সহজ কাজ ।কিছু বলতে হবে না ।শুধু মুখটা ফাঁক করলেই আপনি নাস্তিক(জামাতে ইসলামী মতবাদ)।যে
যে প্রশ্নের মাধ্যমে আপনি নাস্তিক হতে পারেন :
চাঁদে সাঈদীকে দেখেন নাই?
আপনি নাস্তিক ।আপনি অন্ধ ।
আপনি কি ব্লগার?
আপনি নাস্তিক ।
আপনি কি যুদ্ধাপরাধীর বিচার চান?
আপনি নাস্তিক ।
আপনি শাহবাগে আন্দোলনে যান?
আপনি মুরতাদ।নাস্তিক ।
আপনি কি হেফাজতে ইসলামী'র আন্দোলনে সমর্থন দেন না?
আপনি নাস্তিক ।
আপনি মওদুদীর সমালোচনা করেন ?
বলেন কি?আপনি তো নাস্তিক ।
আপনি কি জামাত নিষিদ্ধ করতে চান?
আপনি নাস্তিক ।
আপনি কি দিগন্ত টিভিকে অপছন্দ করেন?
আপনি নাস্তিক ।সত্যকে গ্রহণ করুন।
আপনি কি ইসলামী ব্যাংককে খারাপ বলেন?
আপনি খারাপ।নাস্তিক ।
আপনি কি মাহমুদুর রহমানের সমালোচনা করেন?
আপনি তো নাস্তিক ।
আপনি কি জামাতের মন্দির ভাঙার নিন্দা করেন?
আপনি নাস্তিক ।ধর্মকে জানার চেষ্টা করুন ।
আপনি কি জামাতে ইসলামী তে যোগ দেন নাই?
আপনি তো কঠিন নাস্তিকরে ভাই ।
আধুনিক জামাতি ডিকশনারী (২০১৭ সংস্করণ) অনুযায়ী জামাতের সাথে যেকোন বিষয়ে দ্বিমত পোষণ করাকে নাস্তিকতা বলে ।আর জামাতের বিরুদ্ধতা করা ব্যাক্তিকে বলা হয় মুরতাদ।আর জামাতি শরীয়া অনুযায়ী মুরতাদের শাস্তি মৃত্যুদন্ড ।সকল নাস্তিক সাবধান ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আমিতো দেখি পুরাই
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
ধূসর পানিপোকা বলেছেন: সত্যের জয় হোক
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
হারানো ওয়াছিম বলেছেন: খুব ভালো লাগলো...............
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
ধূসর পানিপোকা বলেছেন: সব নাস্তিক ।খালি মন্দিরভাঙা জামাতিরা বাদে ।@রেজা
ধন্যবাদ@ওয়াছিম
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
তীর্থক বলেছেন: আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব লিখছেন।
- আপনি বিডিআর (বর্তমান বিজিবি) কর্তিক ৭০ জন আর্মি চিফ হত্যাকান্ড নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি শেয়ার মার্কেট কেলেংকারি সম্পর্কে সরকারের বিরুদ্ধে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি ডেষ্টিনির দুর্নীতি নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি হলমার্কের দুর্নীতি নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি সুরন্জিৎ সেনের রেল কেলেংকারি নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি দৌড়মন্ত্রী আবুল হোসেনের পদ্মা সেতু দুর্নীতি নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি ইলিয়াস আলি'র গুম হওয়া নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি ত্বকি হত্যা নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি সামিট পাওয়ার দুর্নীতি নিয়ে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
- আপনি রাজাকার ম.খা. আলমগীরের নাসকতা দেখলেই বিচার বহির্ভুত গুলি কারার নির্দেশের বিরুদ্ধে কিছু বলেছেন মানে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এসব বলছেন।
ভাই বন্ধ করেন। এসব ভন্ডামি বন্ধ করেন।
জয় বাংলা।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
মোঃ নাহিদ হাসান লিটু বলেছেন: তীর্থ ভাই খুব ভালো লাগলো আপনার লেখাটা। চালিয়ে যান।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
রিমন রনবীর বলেছেন:
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
উন্মোচক বলেছেন: এইভাবে ছাগলামি আর কতদিন?
ব্লগার মানেই যে নাস্তিক, হেইডা ক্যাডা কইচে? সিলেক্টিভ কিছু ব্লগারের নামে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হইচে।
আসিফ গংদের দালালি না কর্লে হয় না??
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
ভাল ছাত্র বলেছেন: যাদের আটক হয়েছে তাদের নাস্তিক হিসেবে আটক হয়নি। উগ্রপন্থী, ইসলাম বিদ্বেষী কথা বার্তা ও মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে আটক করা হয়েছে।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯
ধূসর পানিপোকা বলেছেন: ব্লগার মানেই নাস্তিক আমি বলি নাই।জামাতের কথাবার্তার ধরন এমনই। দালালির কি দেখলেন?উগ্র ভাষায় কিছু লেখা আমি নিজেও পছন্দ করি না ।@উন্মোচক
সরকার তার ব্যার্থতার দায় ঢাকতে একই ধরনের বাককৌশল অবলম্বন করে যেভাবে আকাম ঢাকতে জামাত ধর্ম ব্যাবহার করে।ভন্ডামির কি পাইলেন।@তীর্থ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: প্রভু দয়াময়
মিথ্যা হতে বাঁচিবার দাও শক্তি
সত্যের হবে জয়
আমরা করিব সত্যেকে পরম ভক্তি