![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।
হেফাজতে ইসলাম যে সব উপায়ে ইসলামের আকীদা প্রতিষ্ঠায় নেমেছে -
১.নারী নেতৃত্বের (খালেদা জিয়া) ছায়াতলে ।
২.বিশ্ববেহায়ার সাহচার্যে ।
৩.চীনপন্থী নাস্তিক ফরহাদ মাযহারের সমর্থনে ।
৪.শাহরিয়ার কবীরকে গ্রেফতারের মাধ্যমে যিনি কটুক্তি করে কোন ব্লগ লেখেন নাই ।
৫.শোলাকিয়ার ইমামকে তসলিমা নাসরিনের সাথে তুলনা করে (এক আলেম আরেক আলেমকে)।
৬.মাও সেতুং পদ্ধতিতে লংমার্চের মাধ্যমে ।
বামদের প্রতি এক ধরনের দূর্বলতাই আছে বলতে হবে !
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩
ফার্ুক পারভেজ বলেছেন: ইনি কে ? @ নয়ন বেস্ট
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
নয়ন বেষ্ট বলেছেন: একজন হেফাজত ইসলামের একনিষ্ঠ কর্মী। লিংকটা ভিজিট করলে এই প্রশ্নের উত্তর মিলার কথা।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
ধূসর পানিপোকা বলেছেন: সব ভন্ডের দল
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১
নয়ন বেষ্ট বলেছেন: https://www.facebook.com/mahmud.hasan.7359447 লিংকটা ভিজিট করেন। তার লাইক করা জিনিষ এবং ফেবারিটের অংশ দেখুন।