নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর পানিপোকা

আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।

ধূসর পানিপোকা › বিস্তারিত পোস্টঃ

গোলাম আযমের বিচার প্রশ্নে ছাগুসম্প্রদায়ের সম্ভাব্য ১৩ দফা উত্তর

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

গোলাম আযমের রায় আসন্ন ।রায়ের এ বিষয়ে ছাগু সম্প্রদায়ের সম্ভাব্য ১৩ দফা কাঁঠাল পাতা নির্যাসে সিক্ত প্রতিবাদ আসতে পারে ।



প্রশ্ন :গোলাম আযম যুদ্ধাপরাধী । আপনি কি তার বিচার চান?



সম্ভাব্য ১৩ দফা উত্তর (!) :



১.যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল?দুইদিনের শিশুরা আসছে যা দেখে নাই তা নিয়ে প্রশ্ন করতে !



২.আপনি কি ফজরের নামায পড়েছেন?



৩.সূর্যে গোলাম আযমের নিতম্ব দেখেন নাই?আপনি তো নাস্তিক ।



৪.আমিও বিচার চাই ।তবে তা হতে হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের বিচার ।



৫.যুদ্ধাপরাধ একটি বিতর্কিত বিষয় ।এ ব্যাপারে মহামতি মওদুদী বলেছেন...



৬.পঞ্চাশ বছর পুরানো পেপার কাটিং দিয়ে কি বিচার হয়?আপনিই বলেন?



৭.সব বাকশাল রাম বামের ষড়যন্ত্র ।



৮.গোলাম আযম যে ভাষা সৈনিক ছিলেন তা জানেন?



৯.উনি একাত্তরে ১8 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন।রসময় গুপ্তের বই রেফারেন্স ।দেখে নেবেন ।



১০.এটা ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র ছাড়া কিছু নয় ।জামাত আল্লাহর ঘর ।



১১.সরকার উনার লম্বা দাড়ির প্রতি ঈর্ষান্বিত হয়ে এ বিচার করছেন ।



১২.এ গোলাম আযম সে গোলাম আযম নয় ।উনার বয়স তখন দুই বছর।লেবেনচুষ খান ।উনি কিভাবে অপরাধ করেন?



১৩.পদ্মা সেতুর খবর কি মিয়া?দেশ বাঁচাও,গোলাম আযম বাঁচাও পেজটায় লাইক দিয়েন ।কিছু জানতে পারবেন ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

খারাপ লোক বলেছেন: "দেশ বাঁচাও,গোলাম আযম বাঁচাও " :D :D

২| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০০

স্বপন খাঁন বলেছেন: ভাই সত্য কথা বলছেন।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০০

স্বপন খাঁন বলেছেন: ভাই সত্য কথা বলছেন।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫১

ধূসর পানিপোকা বলেছেন: সব রায়ের আগে এবং পরে একই সুর ।ধন্যবাদ@স্বপন খাঁন এবং খারাপ লোক

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

কাফের বলেছেন: শত চেষ্টা করেও গোলাম আযমের পশ্চাৎদেশ দিয়ে উটের ডিম ঢুকাইতে পারে নাই বাকশালীরা! সুবাহানআল্লাহ!

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

ধূসর পানিপোকা বলেছেন: শীঘ্রই ঢুকানো হবে ।আশা রাখেন।

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

শিপু ভাই বলেছেন:
চ্রম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম!!!

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

ধূসর পানিপোকা বলেছেন: ধন্যবাদ@শিপুভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.