নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর পানিপোকা

আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।

ধূসর পানিপোকা › বিস্তারিত পোস্টঃ

ইলিশভাজা,ব্লাকবেঙ্গল এবং উদ্ধার বৃত্তান্ত

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

মাত্র কয়েকদিন আগে পহেলা বৈশাখ গেল ।আমাদের পোশাক শ্রমিকদের দেখেছি রঙচঙে শার্ট বা শাড়ি পরে বিভিন্ন জায়গায় ঘুরতে ।মুখে লেগে থাকা দারুণ হাসি ।এই হাসি সস্তা।তাদের শ্রম সস্তা ।এমনকি তাদের জীবনও সস্তা।গড়ে দৈনিক ১৪ ঘন্টা পরিশ্রমের পর মাস শেষে পাওয়া পাঁচ হাজার টাকায় ইলিশ পাওয়া যায় না ।পানতা হয়তো প্রায়ই খায় ।৩২০০০ টাকা হালি ইলিশ কিনতে না পারলেও তার আত্নীয়স্বজনদের জন্য ইলিশের ব্যাবস্থা করেছে মৃত পোশাক শ্রমিকেরা ।প্রতিটি লাশের সাথে ইলিশ ।বিশ হাজার টাকা!আর যারা আহত তাদের জন্য তিনহাজার টাকা !সরকারের অশেষ দয়া।সেই বিশ হাজার টাকা পেতে কাওকে আবার লাশ নিয়ে লাইন ধরে পাঁচ ঘন্টা অপেক্ষা করতে দেখেছি ।লাশ ভীষণ সস্তা ।সস্তা বলেই বোধহয় বিজিএমই এর মুর্শিদী সাহেবকে মুচকি হেসে হেসে প্রশ্নের উত্তর দিতে দেখলাম।তবে এবারে ব্লাক বেঙ্গল ছাগল দেয়া হয় নাই ।তার চেয়ে খরচ একটু বেশিই পরেছে ।তবে অধিকাংশ লাশই পাওয়া যাচ্ছে না বা গুম করা হচ্ছে।তাই মোট খরচ খুব একটা বেশি হবে না ।এই গরীবের দেশে কি আর বেশি খরচ করা যায় ?আর যাদের নিয়োগপত্র দেয়া হয় না তাদের দাবিই বা বৈধ নাকি?দেশে আইন কানুনের ব্যাপার আছে না !তবে উদ্ধারকর্ম চলছে।সেখানেও সস্তা ব্যাপার স্যাপার।পেশাদাররা বাইরে ।আর সাধারণ স্বেচ্ছাসেবক সস্তা মানুষেরা সস্তা জীবনের ঝুঁকি নিয়ে আটকে পড়া মানুষদের বাঁচাতে ভেতরে প্রবেশ করছে।এই সস্তা মানুষেরা না থাকলে যে কি হতো !তবে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সস্তা বক্তব্য দেন নাই ।হরতালকারীদের ঝাঁকাঝাঁকিতে ভবনটি ধসে পড়েছে ।খুব ই দামী কথা ।তাও আবার বলেছেন দামী চ্যানেল বিবিসিতে ।সস্তা মানুষেরা রক্ত দিচ্ছে ।ঔষধ দিয়ে খাবার দিয়ে সাহায্য করছে ।আর আর্মি আনসার ফায়ার ফাইটাররা চার্জারের ব্যাবস্থা করতেও সস্তা মানুষদের দিকে তাকিয়ে।পুরাই সস্তা একটা ব্যাপার ।এ নিয়ে আমাদের উচিত হয় নি অহেতুক বিজিএমই,রাজউক বা মন্ত্রী এমপি দের শান্তিভঙ্গের ।মনে রাখতে আপনার আমার জীবন সস্তা ।ইলিশভাজা আর ব্লাকবেঙ্গলে ছাগলের মত সস্তা ।কিছু কুকুর আর শুয়োরের বাচ্চা ছাড়া এদেশে বাকি সবার জীবন খুবই সস্তা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: একসময় পানি এত সস্তা ছিল যে, সস্তা কোন কিছুর তুলনা করার জন্য বলা হতো পানির মতো সস্তা। এখন যুগ পাল্টেছে আমরা এগিয়ে গিয়েছি এখন বলতে হয় মানুষের চেয়ে সস্তা আর কিছু নাই।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

ধূসর পানিপোকা বলেছেন: সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.