নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর পানিপোকা

আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।

ধূসর পানিপোকা › বিস্তারিত পোস্টঃ

হে গজব প্রতিনিধি মাওলানা রুহী !

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

হে মহান হেফাজতি এবং জামাতিগণ !

হে জ্ঞান তাপস মাওলানা রুহী !

আপনি আমার জ্ঞানচক্ষু উন্মিলীত করিয়াছেন ।ভবন ধস যে আসলে গজব ছিল তা বুঝিতে পারি নাই ।আপনি না বলিলে বুঝিতে পারিতাম না ।আপনি বুঝাইলেন যে, এই দূর্ঘটনা প্রকৃতপক্ষে গজব এবং ইহজাগতিক পরীক্ষার অবিচ্ছেদ্য অংশ ।এই নাস্তিক অবাধ মেলামেশা করা গার্মেন্টস শ্রমিকেরা দৈনিক পনের ঘন্টা একসাথে অপকর্ম করে এবং মাসশেষে পাঁচহাজার টাকা পাইয়া থাকে যা পার্থিব ভোগবিলাসের ব্যাবস্থায় সহায়তা করে ।তাহারা গ্রামে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে যা সম্পূর্ণ হারাম ।তাছাড়া তাহারা বেতন পাইয়া মাঝে মাঝে হলে যাইয়া দুই একটা বাংলা সিনেমাও দেখিয়া থাকে ।তাহারা প্রকৃতপক্ষে কঠিন অপরাধী এবং এ ধরনের থেঁতলাইয়া মৃত্যুর উপযোগী।তবে মূলত এ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন জনাব রানা এবং সরকার ।তাহারা এ পরীক্ষায় ফেল মারিয়াছেন ।তাই এ গজব নাযিল হইয়াছে ।তবে সরকার ও প্রধান পরীক্ষার্থী চাপা না পড়িলেও সাধারণ পরীক্ষার্থীরা চাপা পড়িয়াছে ।বৃথা যায় নাই ।স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের এ গজব সফল হইয়াছে।রডে রডে ফুঁড়িয়া এবং চাপা পড়িয়া এ গজব কার্যকর হইয়াছে ।এমনকি গর্ভবতী মা এবং ছোট শিশুও রেহাই পায় নাই ।গজব সমভাবে বন্টিত হইয়াছে ।

হে গজব প্রতিনিধি !আপনার এ ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট এবং পরিতৃপ্ত ।আপনাদের গজবের জয় হউক ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: মাওলানা রুহি ও হেফাজতিদের মানবতা বলতে কোন কিছু নাই।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

আহমেদ রিজভী বলেছেন: এতক্ষণে কৈ থাইকা নাযিল হৈলা হে আবাল ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ধূসর পানিপোকা বলেছেন: রুহীর কথা শুইনা নাযিল হইলাম -হে জামাতি এবং হেফাজতি ভ্রাতা !

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ধূসর পানিপোকা বলেছেন: এত নিরীহ মানুষের মৃত্যুকে যারা গজব বলে তারা মানুষের জন্ম না@পলাশ

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আশিকুর রহমান ১ বলেছেন: জনাব বাল ভক্ত হাম্বা, আপনিও কি মখার মতো টান দিয়া আইছেন নাকি?

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ধূসর পানিপোকা বলেছেন: কারো ভক্ত নই ।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ধূসর পানিপোকা বলেছেন: রুহীর কথাটা যে আপনার মনে ধরছে সরাসরি বললেই পারেন ।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

মায়াবীনি৬৫৪ বলেছেন: ভাই আপনার এই পোস্টের অপেক্ষায় ছিলাম। পোস্ট পড়ে ধন্য হলাম

৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

হুমায়ুন তোরাব বলেছেন: aha ki sundor ki sundor....
fasi fasi fasi chai,
ruhir fasi chai...
r te ruhi,
tui rajakar,tui rajakar..

১০| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

ধূসর পানিপোকা বলেছেন: ফাঁসি চান কেন?অনুভূতিশূন্য না হলে এ ধরনের বক্তব্যের নিন্দা জানান । নিরীহ মানুষজন নিয়ে বাজে মন্তব্য করছে।তাদের এই দূর্ঘটনাকে বলছে খোদার পক্ষ থেকে নাকি শাস্তি।জানি না মখা বা মাহী বি চৌধুরীর বা রুহীর কথায় আপনার কষ্ট লাগে কি না ।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

ধূসর পানিপোকা বলেছেন: জেনে ধন্য হলাম@মায়াবিনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.