নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর পানিপোকা

আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।

ধূসর পানিপোকা › বিস্তারিত পোস্টঃ

মুভি লাভারসদের জন্য কোয়েন ব্রাদারস

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

যারা মুভি দেখতে ভালোবাসেন তাদের কাছে কোয়েন ব্রাদারসের নাম অপরিচিত হওয়ার কথা নয় ।কোয়েন ব্রাদারস -ইথান কোয়েন ও জোয়েল কোয়েন অল্প কয়েকজন পরিচালকদের মধ্যে অন্যতম যার সিনেমাটোগ্রাফী থেকে আরম্ভ করে মিউজিক সংযোজন পর্যন্ত মৌলিক ।মার্কিন এই পরিচালকদ্বয়ের প্রায় সমস্ত মুভির কাজই

প্রচলিত ধারার বাইরে ।সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গীতে করা ।জোয়েল কোয়েন ফিল্ম নিয়ে পড়াশোনা করলেও ইথানের বিষয় ছিলো দর্শন । দু 'ভাই একসাথে কাজ করেছেন প্রায় সব চলচ্চিত্রে ।কোয়েন ব্রাদারসের অস্কার নমিনেশন তেরো বার।জিতেছেন চারবার ।কানের স্বীকৃতিও আছে ঝুলিতে ।তাদের যাত্রা শুরু আশির দশকে ।নিজস্ব পরিচালনার আগে ক্যামেরার পেছনে কাজ করেছেন ইভিল ডেড খ্যাত পরিচালক স্যাম রাইমির সাথে ।দর্শক এবং ক্রিটিকদের নজর কাড়েন ব্লাড সিম্পল দিয়ে ।এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি ।মৌলিকত্ব বজায় রেখে একের পর এক ভালো মুভি উপহার দিয়ে গিয়েছেন।অসাধারণ সিনেমাটোগ্রাফী আর স্টোরিলাইন এর কারণে ফারগো এবং নো কান্ট্রি ফর ওল্ড ম্যান বিশ্ব অঙ্গনে সমাদৃত হয় ।জয় করে নেয় অস্কার ।কোয়েন ব্রাদারসের কাজ মূলত ক্রাইম ও কমেডির অদ্ভুত মিশেল ।সাথে থাকে মানুষের জীবনের ভাগ্য রহস্য ও দার্শনিকতার ছোঁয়া ।যারা বই পড়তে ভালোবাসেন তাদের কাছে কোয়েন ব্রাদারস আরো ভালো লাগবে ।আর আলাদা করে বলা যায় হিউমারের কথা।

কোয়েন ব্রাদারস সিনেমায় নতুন ধরনের

হিউমারের স্রষ্টা ।আধুনিক ওয়ের্ষ্টানেও দেখিয়েছেন মুন্সীয়ানা ।ট্রু গ্রিট ওয়ের্ষ্টান লাভারদের মুগ্ধ করবে ।গ্যাংস্টার থ্রিলারের মধ্যে রয়েছে মিলারস ক্রসিংস।এএফ আই এর অল টাইম গ্রেট গ্যাংস্টার থ্রিলারদের এটি একটি ।পিওর কমেডির মধ্যে রয়েছে টম হ্যাঙ্কসের লেডিকিলারস এবং জর্জ ক্লুনির ও ব্রাদার,হোয়ার আর্ট দাউ ও নিকোলাস কেজের রেইজিং আরিজোনা।কান স্বীকৃত বার্টন ফিঙ্ক দিতে পারে সিরিয়াল কিলার নিয়ে দেখা মুভিতে এক নতুন স্বাদ ।আর দা ম্যান হু ওয়াজ নট দেয়ার দেখার পড় মনে হতে পারে ভাগ্যের অদ্ভুত খেলা নিয়ে এত অসাধাধারণ মুভি এর আগে কখনোই দেখেননি ।ডিসেম্বেরে আসছে কোয়েন ব্রাদারসের নতুন মুভি ।অপেক্ষা করছি আগ্রহে।এ মুভিটি রিলিজের আগেই কানের একটি পুরস্কার জিতে নিয়েছে ।অনেক কথা বললাম ।অনেক কথাই বলা হয়নি।

যারা মুভি দেখতে ভালোবাসেন এবং এখনো কোয়েন ব্রাদারসের কাজ দেখেননি তাদের জন্য বলছি ।একবার ট্রাই করে দেখতে পারেন ।নিরাশ হবেন না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: তাইলে তো দেখতে হয়..................

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

ধূসর পানিপোকা বলেছেন: ট্রাই মারেন ।নো কান্ট্রি ফর ওল্ড ম্যান দিয়ে শুরু করতে পারেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.