নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টয়লেট এর ভেন্টিলেটার দিয়ে আশার আলো দেখতে পাই, এই দেশের কিছু হবেনা

চোখ বুজলেই মহাশুন্নে পোওছে যাই, স্পেস সুট না থাকার কারনে দীর্ঘ সময় অবস্থান করতে পারিনা

হেমায়েতপুরী

আমার অনেক কষ্ট, একই রুমএর মধ্যে অনেক জনকে আটকে রেখেছে ওরা,

হেমায়েতপুরী › বিস্তারিত পোস্টঃ

আপনার শক্তি যদি হয় বুলেট, তাহলে আমাদের শক্তি হচ্ছে ব্যালট। টাইম ইজ ওভার ফর ইউ ম্যাডাম। কাউণ্ট ডাউন হেজ অলরেডি বিগান...... টিক...টিক (Collected)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

বাংলাদেশের মোট জনসংখ্যার ৮৫ থেকে ৯০ ভাগ হচ্ছে মুসলমান। এর মধ্যে ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের সংখ্যা কতো? বেশি হলে ৫% বা তারও কম। মোটামুটি নিশ্চিত যে এরচে কম হবে। কেননা এই কুলাঙ্গারগুলোর প্রায় সবগুলোই বিভিন্ন অনলাইন ব্লগ এবং ফেসবুকে একটিভ। সে হিসেবে বলা যায় এদের সংখ্যা মুসলমানদের চেয়ে নিতান্তই নগণ্য।

.

সেই হিসেবে যে কোন দলের ভোট ব্যাংকে এদের ইমপ্যাক্ট ও অত্যন্ত কম হওয়ার কথা। তাহলে শুধু ভোটের রাজনীতির কথা চিন্তা করে হলেও সরকারের উচিৎ ছিল এদের বিরুদ্ধে অনেক আগেই কঠোর ব্যবস্থা নেয়া। কিন্তু তা না করে এই নাস্তিক-আস্তিক বিতর্কের প্রথম ভাগে সরকারের সমর্থন পুরোটাই ছিল নাস্তিকদের পক্ষে, যেটা অন্তত ভোটের কথা চিন্তা করে হলেও না করা উচিৎ ছিল। আর এখন যখন সাধারন মুসলমানরা রাস্তায় নেমে এলো, তখন সরকার দু চার জনকে জেলে পুরে বুঝাতে চাচ্ছে যে সরকারের অবস্থান এইসব ইসলাম বিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে।

.

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে একজন ধর্মপ্রাণ মুসলমান, যতটুকু জানা যায়। কয়েকবার হজ ও করেছেন তিনি। তাহলে একজন মুসলমান হয়ে তিনি কেন ওই কুলাঙ্গারগুলোকে সমর্থন দিয়ে নিজেকে বিতর্কিত করলেন? আসলে বর্তমান আওয়ামীলীগের নীতি নির্ধারকদের অধিকাংশই হল ইসলাম বিমুখ সুবিধাবাদী এবং নীতিহীন নষ্ট বাম। আজ এদের কারনেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধুর আদর্শের দলটি পরিনিত হয়েছে ইসলাম বিদ্বেষী দল হিসেবে আর একজন মুসলমান হয়েও শেখ হাসিনা হয়ে গেলেন নাস্তিকদের গড মাদার।

.

মাননীয় প্রধানমন্ত্রী, এই কয়দিন আগে রাজীবের মৃত্যুর পর আপনি তার প্রতি অতি সহানুভূতিশীল হয়ে তাকে শহীদ উপাদি দিয়েছিলেন, অনেকেই তখন সেটা মুখ বুঝে সহ্য করেছিলো। অথচ দেখুন, আজ যদি রাজীবের সমগোত্রীয় দু চারজনকে শাপলা চত্বরে অথবা চট্টগ্রামের লালদিগির ময়দানে এনে কুকুরের মত পিটিয়ে মারা হয়, আপনি কি পারবেন তাদের একই রকম সহানুভূতি দেখাতে?

.

শত আন্তর্জাতিক চাপ ও দেশের প্রগতিশীলদের অকুণ্ঠ সমর্থন থাকার পর ও তসলিমা নাসরিনের ঠাই হয়নি বাংলার মাটিতে। আর তসলিমার চেয়েও কয়েকগুন বেশি মাত্রার ইসলাম বিদ্বেষীদের পক্ষ নিয়ে আপনিও পারবেন না ক্ষমতা ধরে রাখতে।



আপনার শক্তি যদি হয় বুলেট, তাহলে আমাদের শক্তি হচ্ছে ব্যালট।

টাইম ইজ ওভার ফর ইউ ম্যাডাম।

কাউণ্ট ডাউন হেজ অলরেডি বিগান...... টিক...টিক (Collected)

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

অারমান বলেছেন: আমার বিশ্বাসকে যারা গালিগালাজ করেছে , আমার ধর্ম নিয়ে যারা ব্যঙ্গ করেছে তাদের বিচার করতেই হবে

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

জামান2021 বলেছেন: টাইম ইজ ওভার ফর ইউ ম্যাডাম।
কাউণ্ট ডাউন হেজ অলরেডি বিগান...... টিক...টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.