নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টয়লেট এর ভেন্টিলেটার দিয়ে আশার আলো দেখতে পাই, এই দেশের কিছু হবেনা

চোখ বুজলেই মহাশুন্নে পোওছে যাই, স্পেস সুট না থাকার কারনে দীর্ঘ সময় অবস্থান করতে পারিনা

হেমায়েতপুরী

আমার অনেক কষ্ট, একই রুমএর মধ্যে অনেক জনকে আটকে রেখেছে ওরা,

হেমায়েতপুরী › বিস্তারিত পোস্টঃ

আগামি দিনগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে যেই প্রশ্ন গুলো আসতে পারে -------- (Part - 3):-------

১৪ ই মে, ২০১৩ রাত ১২:২৭



১) নিম্নে প্রদত্ত শব্দ গুলকে শুদ্ধ করে লিখঃ-

চোরঞ্জিত, চুষিল, প্রজনন চত্বর, চুন্নি সাহা, কুত্তালীগ, ইমরান এইডস ছারখার।

২) বর্তমানে বহুল আলোচিত “মুরাদ জং” কোন নৃতাত্তিক গোষ্ঠীর প্রধান? তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ এর মুখোশ উন্মোচনপূর্বক আধুনিক সাভার গঠনে তার অবদান সংক্ষেপে লিখ।

৩) লিঙ্গ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ ও মননশীল সমাজ গঠনে নিম্নলিখিত ব্লগারদের ভুমিকা লিখ (যেকোন ৫ টি)ঃ-

@ থাবা বাবা @ সবাক পাখি @ আল্লামা শয়তান @ সুব্রতা শুভ @ আসিফ মহিউদ্দিন @অমি রাহমান পিয়াল @ডাক্তার আইজু

৪) “ঝাকুনি তত্ত” কি – এর প্রবক্তা কোন মন্ত্রী? এই তত্তের আলোকে আইনিসটাইন এর “আপেক্ষিক তত্ত” ব্যাখ্যা কর।

৫) বাংলাদেশ পুলিশের নিয়োগের ক্ষেত্রে বর্তমানে বৃহত্তর কোন অঞ্চলের প্রাধান্য পরিলক্ষিত হয়? এই অঞ্চলের আবহাওয়া, মানুষের আচার ব্যাবহার ও রাজনিতিক বিশ্বাস এক্ষেত্রে কিভাবে সহায়ক ভুমিকা পালন করছে।

৬) প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের পাশাপাশি পিজি ও বারডেম হাসপাতালের হাজার হাজার রোগী আন্দোলনের সমাপ্তি পর্যন্ত যে অসামান্য ত্যাগ স্বীকার করেন তা সংক্ষেপে লিখ।

৭) ফেলানি কে? বাংলাদেশ এর নতজানু পররাষ্ট্রনীতিকে উঁচু করার প্রয়াসে কোন পররাষ্ট্রমন্ত্রী বছরের দুই তৃতীয়াংশেরও বেশি সময় দেশের বাইরে কাটিয়ে এক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। ভারতের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠায় তার ভুমিকা লিখ।

৮) প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বলতে কি বুঝ? এটি কখন সক্রিয় এবং কখন নিষ্ক্রিয় এবং কেন?

৯) “বহুল আলোচিত সাগর রুনি হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ৪৮ বছরে শেষ হলেও সমস্যা নেই” ব্যাখ্যা কর।

১০) “বিশ্বজিত হত্যাকাণ্ড” ও “ইলিয়াস আলী গুম” এর ঘটনাকে বর্তমান সরকার কিভাবে সফলতার সাথে মোকাবিলা করেছে? এই ঘটনা কেন “বিছিন্ন ঘটনা” বলে বিবেচিত হবেনা তা জানতে চেয়ে আদালত বরাবর একটি রিট লিখ।

১১) টানা তিন মাস বাংলার মানুষকে নির্মল বিনোদন এবং বহু বেকারকে অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ করেদেয় কোন মহান আন্দলন? মঞ্চ প্রতিস্থার মাদ্ধমে এই আন্দলন গলিতে গলিতে ছড়িয়ে দিতে কোন সংগঠন ভুমিকা রাখে।

১২) ইসলামি ব্যাংক এর এটিএম বুথগুলোতে বিক্ষুব্দ জনতার সশস্ত্র হামলায় প্রত্যক্ষভাবে সহায়তা করে দেশপ্রেমএর নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে কোন ছাত্র সংগঠন। এই সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস লিখ।

১৩) ভারত থেকে আমদানিকৃত পোলিও টিকা ও কৃমিনাশক ওষুধ খেয়ে বহু শিশুর মারাত্মকভাবে অশুস্থ হওয়ার যে গুজব ছড়িয়ে পড়ে তার পটভূমি লিখ? কোন কুচক্রীমহল এই ন্যাকারজনক কাজটি করেছিল? তাদের স্বরূপ উন্মোচন কর।

১৪) নিম্নলিখিত রাজনৈতিক শব্দ গুলো দিয়ে দুইটি করে বাক্য রচনা কর (যেকোন ৫ টি)ঃ তিব্র নিন্দা, গভীর শোক, রাবিশ, মিথ্যাচার, কল্পনাপ্রসূত, খতিয়ে দেখা, আইনানুগ বেবস্থা, বানোয়াট, মানহানি।

১৫) “কুইক রেন্টাল, দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে আলাদীনের চেরাগ সরূপ” ব্যাখ্যা কর।

১৬) তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে প্রধানমন্ত্রী কাকে ব্যাঙ্গ করে “মুই কার খালুরে!!!” উক্তিটি করেন? এর সাপক্ষে যুক্তি দাও।

১৭) বাংলাদেশের অধিকাংশ ময়লার গাড়ি পুড়িয়ে কোন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিব নিন্দিত হন? তার কুকীর্তিগুল উন্মোচন কর।

১৮) দরিদ্র বিমোচনের নামে গ্রামের দরিদ্র অসহায় মানুষ গুলকে সহায় সম্বলহিন করার ক্ষেত্রে গ্রামীনব্যাংক যে নীলনকশা করেছে তার স্বরূপ উন্মোচন কর।

১৯) “চাঁদাবাজী, টেনডার বাজী, দখল, গণহত্যা, গুম ও সন্ত্রাস দমনে বর্তমান সরকার আপোষহীন” ব্যাখ্যা কর।

২০) “প্রয়োজনে টিফিনএর টাকা বাঁচিয়ে মুলি বাঁশের মাদ্ধমে হলেও পদ্মা সেতু তৈরি করা হবেই হবে” – কিভাবে? এক্ষেত্রে তুমি নিজে কিভাবে ভুমিকা রাখতে পার?

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:২৯

চানাচুর বলেছেন: হাসতে হাসতে হাসিখুশি হয়ে গেলাম!! :D

১৪ ই মে, ২০১৩ রাত ১২:৫৪

হেমায়েতপুরী বলেছেন: থাঙ্কস

২| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪৫

নিয়েল হিমু বলেছেন:
১ নম্বর প্রশ্নের "প্রজনন চত্বর" ও "ইমরান এইডস ছারখার" এবং ৬ এবং ১১ নম্বর প্রশ্ন পুরোটা দিয়ে বুঝানো হল তুমি একজন শাহবাগ আন্দলন বিরোধী পাব্লিক যেটা অন্য প্রশ্ন গুলো পড়লেই ভেবে নেয়া যায় । যাই হোক করো ব্লগিং সামুই তো একমাত্র প্লাটফর্ম তোমাদের করো ব্লগিং :-<
আরেকটা প্রশ্ন তোমার কাছে পারলে উত্তর দিও না পারলে মুড়ি খাও
ময়লার গাড়ি হৈছে বৈলাই ঐ গাড়ি পুরানি জায়েজ ? আর নিরিহ টমটম চালক বা cng চালকের কি দোষ তার টমটমটা এবং cngটা কেন পোড়ানো জায়েজ এটাও বল্লে ভাল লাগত ।

১৪ ই মে, ২০১৩ রাত ১২:৫৫

হেমায়েতপুরী বলেছেন: ঠিক জেভাবে গুলি করে মানুষ হত্যা করা জায়েজ। উল্লেখ্য আওামিলিগ এমন একটি দল যে জীবনে হারতাল দেয়ঙই

৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১:৪১

আদনান সৈয়দ বলেছেন: গায়ে খিচুনি দিয়ে জ্বর উঠেছে...গা কাঁপছে...না পোষ্টটা পড়তে পড়তে জ্বরের কথা ভুলে গেছি। গা কাঁপছে হাসির জন্যে। আগামি শিক্ষা বছরে আপনাকে কনসালটেন্ট হিশেবে নিয়োগ দেওয়ার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ শিক্ষাবোর্ডকে জোর অনুরোধ জানাই।
অসাধারন সেটায়ার হয়েছে। কিপ ইট আপ..

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

হেমায়েতপুরী বলেছেন: অসুস্থ মানুশকে আনন্দ দিতে পেরে ভাল লাগছে

৪| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:২১

আমি মেহমান বলেছেন: প্রশ্ন খুব হয়েছে - ভাল লেগেছে।
তা, নোট বই কোথা পাওয়া যাবে বলবেন একটু...।

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

হেমায়েতপুরী বলেছেন: শাহবাগ ে

৫| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: প্রশ্নের সংখ্যা কমান! বেশী হয়েছে!

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

হেমায়েতপুরী বলেছেন: ঠিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.