![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক কষ্ট, একই রুমএর মধ্যে অনেক জনকে আটকে রেখেছে ওরা,
[১] মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে ফলন ভালো হয়েছে- শেখ হাসিনা।
[২] বোরকার ব্যবহার ৫০০% বেড়ে গেছে, বন্ধ করতে হবে- সজিব ওয়াজেদ জয়।
[৩] কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ করতে হবে- সরকারী ডিজি।
[৪] আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে- সাজেদা চৌধুরী।
[৫] ধর্ম হল নেশার মত- আব্দুল লতিফ।
[৬] রাসুল (সাঃ)-কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়, এ নিয়ে হৈচৈ করা ঠিক নয়- তথ্যমন্ত্রী ইনু।
[৭] রাসুল (সাঃ) হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন-
ধর্মপ্রতিমন্ত্র ী।
[৮] রাসুল (সাঃ) ধর্মনিরপেক্ষ ছিলেন- এমপি বাদল।
[৯] তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা-সৈয়দ আশরাফ।
[১০] গ্রাম-গঞ্জে ইসলামিক জলসা বন্ধ করতে হবে- পঙ্কজ ভট্টাচার্য।
[১১] মেয়েদেরকে বোরকার হাত থেকে রক্ষা করতেহলে, তাদের নাচগান শিক্ষা দিতে হবে- হাসান মাহমুদ।
[১২] আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব- সুরঞ্জিত সেন।
[১৩] সেনাবাহিনীতে কওমী মাদ্রাসার ছেলে বেড়ে গেছে- (কওমি সনদের সরকারী স্বীকৃতি নেই)- সজিব ওয়াজেদ জয়।
[১৪] ২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই- সজিব ওয়াজেদ জয়।
[১৫] সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে- সজিব ওয়াজেদ
জয়।
[১৬] কুৎসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে- ডেপুটি স্পীকার, শওকত আলী।
[১৭] আমি মুসলিমও নই হিন্দুও নই- সৌয়দ আশরাফ।
[১৮] বঙ্গবন্ধু মদ-জুয়া হারাম করেছেন- নৌ-মন্ত্রী শাহজাহান।
[১৯] কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা, উজবুক, এরা শুধু মুখস্থই করে-
অর্থমন্ত্রী মুহিত।
[২০]কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজনন কেন্দ্র- আইনমন্ত্রী শফিক।
[২১] ইসলামিক ফাউন্ডেশনের ডিজি- শামীম আফজল, সে ইমাম প্রশিক্ষণ সম্মেলনে নাচ- গানের জলসার আয়োজন করেছে এবং তথায় বলেছে যে"ইসলামেই এত সন্ত্রাসী আছে, অন্যধর্মে কোন সন্ত্রাসী নেই"।
[২২] সাভারের ঘটনা ও হলমার্ক কেলেংকারী কিছুই না- আবুল মাল মুহিত।
[২৩] সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না- কবির চৌধুরী।
[২৪] মাদ্রাসাগুলো জংগি তৈরী করে- শাহবাগ চত্বর।
[২৫] হেফাজতের ১৩ দাবি সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় মানা যাবে না (অথচ তা নয়)- দিপু মনি।
[২৬] সাভারের রানা প্লাজায় পিলার ধরে টানা টানি করায় তা ধ্বসে গেছে-
ম.খা. আলমগীর।
১৭ ই মে, ২০১৩ সকাল ১০:২৮
হেমায়েতপুরী বলেছেন: নির্মল বিনদুন .।।
২| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:২৮
পানকৌড়ি বলেছেন: জোস কালেকশান ...
৩| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:২৮
হেমায়েতপুরী বলেছেন: আবুল উক্তি সমূহ মিস করসে
৪| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৪৮
রাতুল রেজা বলেছেন: জটিল কালেকশন, তবে ২০ নাম্বারটা সঠিক
৫| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: জামায়াত-বিএনপির কিছু উক্তি মারেন। একা আওয়ামী লীগ কেন? ছাগু হয়ে যাবেন।
বিএনপি জামায়াতের ধমের ওপর মহব্বত খুব পয়দা হইছে? যাউকগা। ধামিকদের অবস্থা জানতে আমার এই লেখাটা পাঠ করুন । আশা করি অশেষ নেকী হাসেল হবে।
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link
৬| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫৯
ফেরদাউস আল আমিন বলেছেন: সংকলনের জন্য অশেষ ধন্যবাদ।
কবে কোথায় স্মরনীয় উক্তগুলো করা হয়েছে উল্লেখ হলে আরও সুন্দর
হোত।
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৬
হেমায়েতপুরী বলেছেন: বেসির ভাগ উক্তির ভিডিও আছে। ফেবু তে
৭| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:১৭
এম. সৌরভ বলেছেন: উনাদের ব্যাপারে মন্তব্য করার মত ভাষা আমার জানা নাই, তবে আপনাকে থ্যাংকু বলার জন্যই লগ ইন করলাম।
সুন্দর সংগ্রহ, আল্লাহ তায়ালা সকলকে মনে রাখার তৌফিক দান করুন।
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৭
হেমায়েতপুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৮| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:২০
এস এম আর পি জুয়েল বলেছেন: বেশীরভাগ উক্তিই দেহি মিছা এবং অর্ধ উল্লেখিত .. ভণ্ডামি বাদ দেন
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
হেমায়েতপুরী বলেছেন: ভাই এর আওয়ামী চেতনায় আঘাত দেওয়ার জন্য দুক্ষিত .।।। লেঞ্জা ইজ ডিফিকালট টু হাইড
৯| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫০
আই এইচ কমল বলেছেন: রেপারেন্স গুলো দিলে ভাল হত, আপনাকে থ্যাঙ্কু।
১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৯
হেমায়েতপুরী বলেছেন: ভাই অনেক গুলারই ভিডিও দেখেছি। সব গুলার দেখি নাই----- জিয়ান আহমেদ বলেছেন: কথাগুলা এতটাই ভয়াবহ যে আওয়ামী ওয়ালারাই বিশ্বাস করতে পারছে না।
১০| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫৪
আল্লামা ইকবাল বলেছেন: দারুণ কালেকশন ।
মদীন সনদের কথাটা কইলেন না ? উক্তি তো আরো কত আছে - সংগ্রহ করতে থাকেন ।
যারা অন্ধ তারা ছাড়া কেউ আওয়ামী লীগ কে সাপোর্ট করে না । কোন মুসলমান যদি করে - তবে তাকে আমার মনে হয় অবশ্যই আল্লাহর নিকট জবাব দিহি করতে হবে । কারণ যারা নাস্তিকদের সহায়তা করে - তাদের কোন মুসলমানের উচিত হবে না - সাপোর্ট করা । কিন্তু কিছু মানুষ এত অন্ধ- বলার আর কিছু নাই ।
১৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫০
হেমায়েতপুরী বলেছেন: যেসব মুসলমান আওয়ামীলীগ করে ওদের অন্ধ বলা উছিত হবেনা। ওদের বেরেইন ওয়াশ হইসে। গণতন্ত্র দিয়া
১১| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৬
আয়রন ম্যান বলেছেন: দারুণ কালেকশন
১২| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৪
ভিটামিন সি বলেছেন: হাম্বাদের পদচারণা শুরু হইছে। হাম্বাদের পাছায় সজোরে গদাম দেন।
১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৭
হেমায়েতপুরী বলেছেন: +++++
১৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: হা..হা...হা..হা.. বাল্ডালির আবার ধরমো। বিএনপি জামায়াত ছাড়া ধম্মের কোনো গতি নাই।
বাল্ডালির আবার ধম্ম কি গো? জানতে হলে পড়ুন। কি ধম্ম আপনারা পালন করেন।
Click This Link
১৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১২
জিয়ান আহমেদ বলেছেন: কথাগুলা এতটাই ভয়াবহ যে আওয়ামী ওয়ালারাই বিশ্বাস করতে পারছে না।
১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৫
হেমায়েতপুরী বলেছেন: ভাই আপনার কমেন্ট টা আমার পরা বেষ্ট কমেন্ট
১৫| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৭
জাহাজ ব্যাপারী বলেছেন: [?] আই ফিল আনকমফোর্টেবল। - অর্থমন্ত্রী
[?]
[?]
[?]
.
.
.
.
চলবে . . .
১৬| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
রাজীব দে সরকার বলেছেন: ১ নম্বরটা দেওয়া ঠিক হয় নাই, কারন আমরা সনাতন ধর্মাবলম্বীরা এটা বিশ্বাস করি
কারো বিশ্বাস কখনো অন্য কারো বিনোদন হতে পারে কি? তা সে যেই বলুক না কেন
(আপনি আবার এটাকেই এক নম্বরে বলেছেন!)
১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৬
হেমায়েতপুরী বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত। আমি আগেই বলেছি এটা ফেবুথেকে নেওয়া।
১৭| ১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫
আল্লামা ইকবাল বলেছেন: মিষ্টার রাজীব, আমাদের প্রধান মন্ত্রী কেন আপনাদের ধর্মমত অনুসারে কথা বলবে ? সেটাইতো এখানে বলা হয়েছে । আপনাদের ধর্মের কেউ ইসলাম ধর্ম অনুসারে কথা বললে আপনার কেমন লাগবে ?
এগুলো আসলে কোন ধর্মের লোক না - এগুলো হলো সুবিধাবাদী । তাই সুবিধা আদায়ের জন্য একবার এই পক্ষের আর এই একবার এই পক্ষের কথা কয় । দুই পক্ষ থেকেই এগুলারে মারের উপর রাখা উচিত । কারণ অসৎ লোক মাত্রই পরিত্যাজ্য আর যারা ধর্ম নিয়েও অসততা করে - তারা হলো সর্বাপেক্ষা নিকৃষ্ট । এজন্য কুরআনে আল্লাহ বলেছেন - মুনাফেকের স্হান জাহান্নামের সর্বাপেক্ষা নিম্নস্তরে ।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২২
হেমায়েতপুরী বলেছেন: সেকুলার
১৮| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৯
রাজীব দে সরকার বলেছেন: @আল্লামা ইকবাল
প্রধানমন্ত্রী কী বলবে না বলবে সেটা তার ব্যাপার - এখানে আমি বলেছি এটা নিয়ে মজা করাটা ঠিক না
"কুরআনে আল্লাহ বলেছেন - মুনাফেকের স্হান জাহান্নামের সর্বাপেক্ষা নিম্নস্তরে" এটা যেমন আপনার বিশ্বাস, মা দূর্গাকে নিয়ে বলা ঐ কথাটাও আমাদের বিশ্বাস, এখন আপনার বলা লাইনটা কে আমি যদি বিনোদন বলি আপনার কেমন লাগবে??
প্রধানমন্ত্রী নিয়ে মজা করেন ভালো কথা
ধর্ম নিয়ে কইরেন না
অবশ্য যেদেশে মন্দির ভাংলেও ধর্ম অবমাননা হয় না
জামাত-শিবির প্রতিমা ভাংগাএ সাহস পায়
সে দেশে এ সবই মনে হয় জায়েজ
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৭
হেমায়েতপুরী বলেছেন: ভাই জমাত শিবির নিজের জান বাঁচানোর টাইম পাচ্ছেনা
১৯| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১২
হুলামামা২৭৫ বলেছেন: [১৪] নং টা বুঝলাম না।
এটার লিংকটা পারলে দিয়েন।
২০| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫০
মো ঃ আবু সাঈদ বলেছেন: সুন্দর সংগ্রহ, আল্লাহ তায়ালা সকলকে মনে রাখার তৌফিক দান করুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ সকাল ১০:২৬
সবুজ সাথী বলেছেন: অতীব চমেতকার