নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টয়লেট এর ভেন্টিলেটার দিয়ে আশার আলো দেখতে পাই, এই দেশের কিছু হবেনা

চোখ বুজলেই মহাশুন্নে পোওছে যাই, স্পেস সুট না থাকার কারনে দীর্ঘ সময় অবস্থান করতে পারিনা

হেমায়েতপুরী

আমার অনেক কষ্ট, একই রুমএর মধ্যে অনেক জনকে আটকে রেখেছে ওরা,

হেমায়েতপুরী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগের চার বছরের উন্নয়ন মূলক কিছু ফিরিস্তি ......... ফেবু থেকে

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩

১. বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা।

২. জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন।

৩. নিজেরগুলোসহ আওয়ামী নেতা-কর্মীদের খুন,ধর্ষন ডাকাতি, লুটপাটের হাজার হাজার মামলা প্রত্যাহার।

৪. বেগম খালেদা জিয়াকে তার তিন যুগের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঈদের পূর্বদিন অমানবিকভাবে উচ্ছেদ।

৫. ভারতের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তি সই।ননৃৃািাাঋমৃপ

৬. গোপন চুক্তির মাধ্যমে অথবা কোনো চুক্তি ব্যতীত ভারতকে রাষ্ট্রবিনাশী করিডোর প্রদান।

৭. টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতার পরিবর্তে সরবে তার পক্ষে ওকালতি।

৮. দেশের জনগণকে তিস্তা পানি চুক্তির আশা দিয়ে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ।

৯. ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান।

১০. বিচারবিভাগসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগ্ন দলীয়করণ।

১১. শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর লাখো-কোটি টাকা ডাকাতি।

১২. পঞ্চম সংশোধনী বাতিল।

১৩. সংবিধান থেকে আল্লাহ্র প্রতি আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেয়া।

১৪. কথিত ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে সারা দেশে ইসলাম বিরোধী আবহ তৈরি।

১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জোর করে বাঙালি বানিয়ে পিতার মতো পুনরায় পার্বত্য অঞ্চলকে অশান্ত করা।

১৬. তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল।

১৭. বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নির্যাতন।

১৮. মানবাধিকারের চরম লঙ্ঘন।

১৯. সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।

২০. সরকারে সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ বিস্তার।

২১. ড. ইউনূসসহ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও নিগ্রহ।

২২. পারিবারিক জমিদারির মতো করে রাষ্ট্রকে ব্যবহার।

২৩. জাতীয় সংসদকে অকার্যকর, একদলীয় করে তোলা।

২৪. বিরোধী দলীয় চিফ হুইপকে প্রকাশ্য রাজপথে অর্ধউলঙ্গ করে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে প্রাণনাশের চেষ্টা করা।

২৫. নাটোরের বাবু, নরসিংদীর লোকমান, ঢাকার চৌধুরী আলমের মতো জনপ্রতিনিধিদের সরকারি পেটোয়া বাহিনী কর্তৃক প্রকাশ্যে হত্যা অথবা গুম-খুন।

২৬. দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধি।

২৭. আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি।

২৮. দেশের সার্বিক অর্থনীতিতে ধস সৃষ্টি।

২৯. দেউলিয়া পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকে ইসলামী বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা।

৩০. আমাদের গর্ব ও ঐতিহ্যের রাজধানী ঢাকা ভাগ।

৩১. ডেস্টেনি/ইউনিপেটুইউ কেলেংকারী।

৩২. হলমার্ক কেলেংকারী।

৩৩. বিসমিল্লাহ গ্রুপ কেলেংকারী।

৩৪. পদ্মা সেতু কেলেংকারী।

৩৫. রেলওয়ের কালো বিড়াল কেলেংকারী।

৩৬. বিশ্বজিৎ হত্যা।

৩৭. একদিনে ৬০ জন মানুষ হত্যার রেকর্ড।

৩৮. রামুতে বৌদ্ধবিহারে আগুন কেলেংকারী।

৩৯. ইলিয়াস আলী সহ বিরোধী দলের অনেক নেতা গুম।

৪০. এমসি কলেজে আগুন।

৪১. বহদ্দার হাট ফ্লাইওভার ট্র্যাজেডি।

৪২. আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্রাজেডি।

৪৩. সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়া এবং গণমাধ্যমের উপর অব্যহত নিপীড়ন।

৪৪. ব্যাংকিং খাত সহ আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসকরন।

৪৫. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল কেলেংকারী

৪৬.নীমতলীর ট্রাজেডি।

৪৭.স্কাইপ কেলেংকারীর মাধ্যমে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা।

৪৮.সাভার ট্রাজেডি।

৪৯.দলীয় কর্মীদের মাধ্যমে কোরানে আগুণ দিয়ে তা হেফাজতের নামে চালিয়ে দেয়া।

৫০.মতিঝিলের শাপলা চত্ত্বরে গণহত্যা।

৫১.সর্বশেষ সুখরঞ্জন বালীকে অপহরণ করে মিথ্যাচার।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫১

মোঃ জুম্মা বলেছেন: পড়ে শেষ করতে পারছি না । এতো উন্নয়ন রাখবে কোথায় ।

২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৬

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: তাইলে আমরা করুমডা কি? বিএনপি-জামায়াতকে ভোট দিমু? দেশটা একেবারে ফরেন হইয়া যাইবো? এভাবে লিস্ট দাখিল করলে বিএনপি-জামায়াতের লিস্ট কম হবে না।
বিকল্প কি?? বলেন?

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৫

হেমায়েতপুরী বলেছেন: আমারা মা বোন দের বেপারে সতর্ক হয়ে একবার চাচা কে ট্রাই করে দেখতে পারি। চাচার জা বয়শ তাতে অনেকে এখন অনেক সেভ মনে হয়

৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৫

জিয়ান আহমেদ বলেছেন: এর চেয়ে ভাল আর কি হতে পারে ?? আপনি ভাল কি আশা করেন? দলগুলা ভাল জিনিষ এর প্রতিযোগিতা না করে, খারাপ এর প্রতিযোগিতায় ব্যাস্ত। (একজন) ভাইদের অবশ্য এগুলা খারাপ মনে হয় না.. নিজেদের দোষ ঢাকতে অন্য দলকে নিয়ে আসে বারবার..

৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:২৭

এম এস আই জুেয়ল বলেছেন: ৪৬.নীমতলীর ট্রাজেডি।
৪৭.স্কাইপ কেলেংকারীর মাধ্যমে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা।
৪৮.সাভার ট্রাজেডি।
৪৯.দলীয় কর্মীদের মাধ্যমে কোরানে আগুণ দিয়ে তা হেফাজতের নামে চালিয়ে দেয়া।
৫০.মতিঝিলের শাপলা চত্ত্বরে গণহত্যা।
৫১.সর্বশেষ সুখরঞ্জন বালীকে অপহরণ করে মিথ্যাচার।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:২৯

হেমায়েতপুরী বলেছেন: গুরু +++্ ্

৫| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩২

চাটিকিয়াং রুমান বলেছেন: লিস্টে আরো অনেক কিছু যোগ হবে।

+++

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩০

হেমায়েতপুরী বলেছেন: সহমত। একটা লিস্ট বানিয়ে ফেলব দ্রুত

৬| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: তত্দ্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজেরা বাতিল করে এখন সেটাকে অসাংবিধানিক বলে!!!আবার তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারে ..দাবীতে মুরেখ ফেনা তুলে ফেলেছে।তাদের ফেনা তুলার কারণে ১/১১ উৎপত্তি বিতর্কতি ১/১১ সরকারে অধীনে তারা নির্বাচনে জিতে তাদের জিঞবা বড় হয়ে গেছে।মাল মুহীত মখা দের মত দারশনিকারতাদের মন্ত্রী যাদের কথাবার্তা অশিক্ষিত মূর্খ জগরাটে মানুষের মতন।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৩

হেমায়েতপুরী বলেছেন: ভাই মালমুহিত নাকি প্রিন্সটন থেক পাস করা। উনিভারসিটি অফ সাউথ এশিয়ার ডিগ্রি না থাকাই অনার জন্য কাল হয়ে দারাল

৭| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

এম আর ইকবাল বলেছেন: উন্নতি সব ভাবেই দেখা যায় । দৃষ্টির ব্যাপার ।
সব সরকার আমলেই ভাল খারাপ থাকবেই ।
দেশের কি কোন উন্নতি নেই ?

৮| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪০

কেএসরথি বলেছেন: ভোট দিবেন না। তাহলেই তো হলো?

ভোট আপনার অধিকার। কিন্তু সেই অধিকার ফলাইতে গিয়ে যদি খাল কেটে কুমির আনা হয় - তাহলে সেটার কি লাভ?

এই কথা নিয়ে অনেক তর্ক করা যাবে। কারন এর ভাল মন্দ দুদিক ই আছে। তবে বাংলাদেশের জনগন সারা জীবন যেভাবে ভোট দিয়েছে - এবারও সেভাবেই দেবে - তাহলো গত ৫বছরের কাজের মূল্যায়ন।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০১

হেমায়েতপুরী বলেছেন: সহমত ___ বিএনপি প্রতিহিংসার রাজনিতি করতে গেলে আবার ধরা খাবে এইবার

৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৪৬

"চিরকুট" বলেছেন: বিটিভি দেখেন, দেশকে ভালোবাসতে শিখুন

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০১

হেমায়েতপুরী বলেছেন: এখন সব টিভিই বিটিভি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.