নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টয়লেট এর ভেন্টিলেটার দিয়ে আশার আলো দেখতে পাই, এই দেশের কিছু হবেনা

চোখ বুজলেই মহাশুন্নে পোওছে যাই, স্পেস সুট না থাকার কারনে দীর্ঘ সময় অবস্থান করতে পারিনা

হেমায়েতপুরী

আমার অনেক কষ্ট, একই রুমএর মধ্যে অনেক জনকে আটকে রেখেছে ওরা,

হেমায়েতপুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের গ্রামীণফোন, ইন্ডিয়ায় uninor নামে পরিচিত, সেখানে তারা ২২ রুপি তথা ৩৫ টাকায় ১ জিবি নেট দিচ্ছে । (রেফারেন্সঃGoogle search) (সংগৃহীত)

১৮ ই মে, ২০১৩ সকাল ১০:২৮

কিন্তু বাংলাদেশে দিচ্ছে সমমানের টাকায়া ১৫ এমবি ..



বাঁশ কি শুধু বাংলাদেশীদেরই দিতে মনেচায় .....?



তাছাড়া জিপি আমাদের হ্যাকারদের অতি কষ্ট করে বের করা ফ্রী নেট ট্রিক গুলো বন্ধ করে দিচ্ছে । তাই আমরা জিপির প্রতি জোর দাবি জানাচ্ছি



দাবী সমূহঃ

হয় আমাদের ফ্রী নেটের জন্য Open port 9201 খুলে দিতে হবে যেন আগের মতো ফ্রী ব্যবহার করতে পারি । আর না হয় আমাদের তথা ছাত্রদের জন্য নেটের মূল্য নিন্মলিখিত ভাবে ধার্য করতে হবে।



১) ১০ টাকায় ১০০ mb ৫ দিন মেয়াদ



২) ২০ টাকায় ২০০ Mb ১০ দিন মেয়াদ



৩) ৫০ টাকায় ৫০০ Mb ১৫ দিন মেয়াদ



৪) ১০০ টাকায় ১ জিবি ৩০ দিন মেয়াদ



৫) ২০০ টাকায় ৩ জিবি ৩০ দিন মেয়াদ



৬) ৩০০ টাকায় আনলিমিটেড ৩০ দিন মেয়াদ (no limit)



৭) নাইট টাইম প্যাকেজ রাত ১২ টা থেকে ১০ টা ১৫০ টাকা ১ মাস(no limit)



৮) ১ দিন আনলিমিটেড ৫০ টাকা(no limit)



এই পোস্টটি বেশী থেকে বেশী শেয়ার করুন সবাইকে জনতে সাহায্য করুন ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাল্ডাদেশে গ্রামীণফোনের আর একজন অংশীদার কে দেখতে হবে না?? মুনাফালোভী ইনুছ। তাঁর গ্রামীণ শক্তি, গ্রামীণ টেলিকম সব প্রতিষ্ঠান দেখবেন একই চরিত্রের।
গ্রামীণ শক্তি সোলার প্যানেলের দাম ৬০ থেকে ৮০ হাজার টাকা। গরিব মানুষের কেনার ক্ষমতা নেই। বাইরের দেশে ইনুছ সাব প্রচার করেন, গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর নাকি বিদুতের সমস্যা দূর করছে তাঁর গ্রামীণ শক্তি। হা...হা...হা...
একটা প্রতিষ্ঠানের ব্যবসায়ীক নীতি ওই প্রতিষ্ঠানের মালিকের মানসিকতাকেই তুলে ধরে।
Click This Link

২| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:০৬

রানা চৌধুরী বলেছেন: ১০০ ভাগ সহমত ।

৩| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:১০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আপনার কয়েকটি পোস্ট দেখলাম। প্রায় সবই সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে লেখা। লাভ আছে কোনো? দেশ কোন যুগে স্বণ যুগ ছিল??
বিএনপির আমলে অল্প পাওয়ার হোল্ড করেছিল জামায়াত। তাতেই জেএমবিসহ নানা জঙ্গি গোষ্ঠীর উত্থান দেখতে পাই আমরা। আমাদের মন্দের ভালো খুঁজতে হবে। যারা বলে রাজনৈতিক নেতারা দুই নম্বর, তারা খুবই ভুল কথা বলে।
ভিন্নভাবে দেখুন। তা হলো, আমাদের সমাজটাই দুই নম্বর এবং রাজনৈতিক নেতারা সমাজেরই অংশ।
আমাদের মন্দের ভালো খুজতে হবে।
যাউকগা, আওয়ামী লীগ সরকারের আমলে অন্যতম একটা ভালো কাজ হলো ইউনূসকে বিদায় করা।
অথচ এটাকেও মানুষ কি তীব্রভাবে সমালোচনা করেছে?
ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই, আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৪

হেমায়েতপুরী বলেছেন: ভাই ইয়ুনুস কে বিদাই করা ভাল সিদ্ধান্ত কেমনে? এইটা ত আমরা সবাই জানি কাহিনি কি।

৪| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ‘গু’ জিনিসটা সব সময়ই খারাপ। ধরা যাক, আওয়ামী লীগ কোনো উদ্দেশ্য নিয়েই হয়তো ‘গু’কে বার বার খারাপ বলতে লাগলো। তখন বিএনপি বলা শুরু করলো, ‘গু’ ভালো। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মত্ত এই ‘গু’ খাওয়া দলগুলোর কারনেই দেশ বার বার পিছিয়ে পড়ছে।
ইনুছ ইসুতে কিন্তু তাই ঘটেছে। আ.লীগ বললো গু খারাপ। বিএনপি বলা শুরু করলো গুই ভালো। অনেক বাঙালীই ভা্বতে শুরু করলো, গু জিনিসটা তাহলে মনে হয় ভালোই। হা...হা..হা...

সব সময় সরকারের খারাপ দিকগুলো না দেখে ভালো দিকও দেখুন। বিগত সরকারের আমলেরও ভালো দিকগুলো দেখুন । তারপর মন্দের ভালো বিচার করুন। অন্ধভাবে শুধু সরকারের সমালোচনা করলেই দেশ আগাবে না। বা আসমান থেকে কেও এসে দেশকে এগিয়ে নিয়ে যাবে না।

যতো কথাই বলি না কেন, এই সরকারের আমলে কৃষি শিক্ষা খাত বেশ ভালো। বিদুতও তূলনামূলক ভালো। একটা বড় পাওয়ার প্লান্ট করতে পাঁচ সাত বছর লাগে। সিএফএল বা্ল্ব কিন্তু সরকার চালু করতে পেরেছে। যদিও দুনীতি ছিল। তা থাকুক। দুনীতিকে বাদ দিয়েই বিচার করতে হবে ভালোগুলো। বাংলাদেশে কেওই সাধু নয়। জানতে হলে পড়ুন।

ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

৫| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আরে ভাই , ইনুছ কি বাল ছিড়েছে? ইনুছের মতো মীরজাফরদের বাইরের দেশগুলো ভালো বললেই ভালো হয়ে গেলো?? আমি আবারও বলছি, ইনুছকে অপসারণের পেছনে হয়তো আওয়ামী লীগের খারাপ উদ্দেশ থাকতে পারে । সেটা বাদ দিন। তাই বলে ইনুছ ভালো হয়ে গেলো??

শুনুন, ওবামা কইছে চুদির ভাই, আনন্দের আর সীমা নাই'' এই মানসিকতা থেকে বের না হলে কোনো দিনই দেশের উন্নতি হবে না।

৬| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ইউনূসের ওপর সুদখোর মহাজনদের অভিশাপ।
এই লেখাটা পড়ুন্
Click This Link

ও আর একটা কথা,
জিপির ৩৮ শতাংশ মালিকানা গামীন টেলিকমের। জানেন তো?
জিপি এতো লাভ করলেও পল্লীফোন দরিদ্র জনগোষ্ঠীকে রিন নিয়ে কিনতে হয়ে ফকির হতে হয়। আর দেশের অনেকে ইনুছকে পীর ফকির বানিয়ে ফেলেছে। অবাক লাগে। ইনুছের চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখুন।

৭| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৫১

ওবায়েদুল আকবর বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন একটু চুপ করলে ভালো লাগে। কিসের মধ্যে কি নিয়া আসছেন?

লেখকের সরকাররে ভালো লাগেনা আমার আপনার লাগে তাই বইলা সরকারের সব কাজরে আমার আপনার সাপোর্ট করতে হবে?

কোন কাজে কি আমরা সরকারের বিসোধিতা করতে পারিনা?

আর ইউনুস ফেরেশতা না এই লীগ সরকারও নবি রাসুল না। ভূল ভ্রান্তি থাকতেই পারে আর ভূল করলে নিন্দা তারে শুনতেই হবে। ভালো লাগুক আর না লাগুক।

৮| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:০২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

পরাজিত মধ্যবিত্তের একজন এইডা হেমায়েতপুরী ব্লগ পাগলা গারদ না

৯| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ওবায়দুল এবং বিকারগ্রস্ত, ভাইজানদের কি গুয়ায় আঙুল দিলাম নাকি?

১০| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আপনি জিপি নিয়ে লিখবেন। আবার ইনুছবন্দনায় মুখর হবেন সেটা তো হতে পারে না। যুক্তিবুদ্ধি দিয়েই তো আপনাকে বিচার করতে হবে।

২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৫৬

হেমায়েতপুরী বলেছেন: ইনুছ আর জীপি সম্পরক আমি আপনার কাছে থেকে শিখবনা, আমি নিজেই জীপির এমপ্লইয়ি। ইনুছ এর সাথে জীপির সম্পরক টুকু জিপির আন্নুয়াল রেপরত খুলে দেইখেন।

১১| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:২০

ওবায়েদুল আকবর বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ওবায়দুল এবং বিকারগ্রস্ত, ভাইজানদের কি গুয়ায় আঙুল দিলাম নাকি

আপনার কি গুয়ায় আঙ্গুল দেয়া কাম তাহলে আমার ত্রিসীমানায় থাইকেননা থাপড়ায়া গাল লাল করে দিব। যারা বুদ্ধি হাটুতে নিয়ে ঘোরে বা বিবেক বন্ধক দেয় তাদের সাথে আলোচনা সম্ভব না। এই ছাগলরে খোয়াড়ে পোড়া উচিৎ।

১২| ২১ শে মে, ২০১৩ দুপুর ১:৪৫

মেকগাইভার বলেছেন: বাংলাদেশের ঘূষ বাজার ইন্ডিয়া থেকা একটু বেশি চড়া। তাই বাংলাদেশের ফোন কোম্পানি গুলাকে একটু বেশি ঘুষ দিয়ে মার্কেটে ঢুকতে এবং টিকতে হয়। ঘূষের টাকাটা তো পাবলিকের কাছ থেকাই ওরা উঠায়া নিবে তাইনা?

জিপি , বাংলা লিংক, এয়ারটেল...... এগুলাকে গালি দিয়া লাভ নাই। যারা ঘূষ খায় তাদের কে আমরা নিজেরাই ভোট দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.