নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টয়লেট এর ভেন্টিলেটার দিয়ে আশার আলো দেখতে পাই, এই দেশের কিছু হবেনা

চোখ বুজলেই মহাশুন্নে পোওছে যাই, স্পেস সুট না থাকার কারনে দীর্ঘ সময় অবস্থান করতে পারিনা

হেমায়েতপুরী

আমার অনেক কষ্ট, একই রুমএর মধ্যে অনেক জনকে আটকে রেখেছে ওরা,

হেমায়েতপুরী › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সলিমূ্ল্লাহ মুসলিম হল” থেকে, মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমূ্ল্লাহ হল করা হয়, যা এখনও বিদ্যমান। অপবাদ ইসলাম ধর্মের।

১৯ শে মে, ২০১৩ সকাল ৮:২৪

১৯৫৫ সালে 'আওয়ামী মুসলিম লীগ' শব্দ থেকে মুসলিম বাদ দিয়ে শুধু আওয়ামীলীগ করে । ১. রাজা শেখ মুজিবুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “ইকরা বিস্মী রাব্বিকাল্লাজি খালাক” অর্থ ''পড় সে প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন।'' কোরানের এই আয়াত তুলে দেন, ধর্মীয়শব্দ বলে। ২. রাজা মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “রাব্বি জিদনী ঈলমা” অর্থ “প্রভু আমায় জ্ঞান দাও”। কোরানের এই আয়াতটিও তিনি তুলে দেন তাঁর প্রচন্ড ক্ষমতা বলে ধর্মীয় শব্দের অযুহাতে।

৩. “কবি নজরুল ইসলাম কলেজ” থেকে ইসলাম বাদ দিয়ে, কবি নজরুল কলেজ করা হয়। অপবাদ দেন ধর্মীয় দৃষ্টিভঙ্গির।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সলিমূ্ল্লাহ মুসলিম হল” থেকে, মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমূ্ল্লাহ হল করা হয়, যা এখনও বিদ্যমান। অপবাদ ইসলাম ধর্মের। অথছ ভারতের মত কট্টর হিন্দুয়ানী দেশে ২০০শত বছরের পুরানো বিদ্যাপীট আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালেয় নামের সাথে মুসলিম শব্দ আজও টিকে আছে।

৫. ঢাকার মোহাম্মদ আলী জিন্নাহ রোডের নাম পরিবর্তন করা লাগবে, তার স্থলে বসানো হল ইন্দিরা গান্ধীকে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল্লামাইকবাল হলের নাম পরিবর্তন করে সূর্যসেন হল করা হল।

ইকবাল মুসলিম জাগরনের কবি, তাঁর কবিতা মুসলিম সাহিত্য, মাদ্রাসা, হাজারো আলেমের হূদয়ে গুঞ্জরণ হয় আজো। মুসলিম জাতিকে গড়ে তূলতে ২৫ হাজার পংতির শুধু কবিতাই লিখেছেন। তিনিই প্রথমে বৃটিশ থেকে স্বাধীন করে আলাদা একটি মুসলিম ভূখন্ডের কথা বলেছিলেন ফলে তাকে পাকিস্থানের স্বপ্নদ্রস্টা বলা হয়। তিনি মৃত্যুবরন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মানে পাকিস্থানের জন্মেরও বহু আগে।

ইকবালের নাম নাহয় তুলে দেয়া হল, কিন্তু যার নাম তাঁর যায়গায় দেওয়া হল তিনি হলেন বিপ্লবী নেতা সূর্যসেন। সূর্যসেন চরম মুসলিম বিদ্ধেষী, তার দলে মুসলিম তো দূরের কথা, ব্রাহ্মন ব্যতীত কোন সাধারন হিন্দুকেও সদস্যও করা হত না। তিনি বৃটিশের বিরুদ্ধে বিপ্লবের কথা বলে যত ব্যক্তি হত্যা করেছেন, তার ৮০% ছিলেন মুসলিম।

৭. শেখ মুজিবুর রহমান তাঁর শাসনকালে ধর্মনিরেপেক্ষতার অজুহাত তুলে সংবিধান থেকে বিসমিল্লাহর মত ছোট্ট কথাটিকেই ঝেঁটিয়ে বিদায় কর

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৩৫

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই এই দলটা যখন দাড়ি টুপি পরা ৫ ওয়াক্ত নামাজ পড়া লোকদের বলে ভন্ড,আর নিজে মুসলিম বলে পারিচয় দেন ,তখন সত্য কেমন লাগে ,আল্রাহ মাবুদ জানে....

আর নিজে কে খুব অসহায় মনে হয় নিজে কিছু করতে পারি না বলে......অাল্লাহ ঠিকে উপযুক্ত সময় এদের ধ্বংস করবে।

আপনার প্রতি দোয়া রইল...

২| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

ৈতয়ব খান বলেছেন: আনোয়ার আনোয়ার
সব যদি সুনসান তবে কেন হানো মার
দুনিয়াতে মুসলিম আজ পোষা জানোয়ার
আনোয়ার ধিক্কার
কাঁধে ঝুলি ভিক্কার
তলোয়ারে তেজ নেই স্বাধীনতা শিক্ষার।

আনোয়ার আনোয়ার
যে বলে সে মুসলিম
জিভ ধরে টানো তার
বৈমান জানে শুধু জানটা বাঁচানো সার।।

গুরু নজরুল

৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

কাকতড়ুয়া007 বলেছেন:
'Abdulla bin Ubaiyer ' Thekeo era boro Munafek

Ek ekjoner naam dekhle mone hobe koto Boro Dhormopran Muslim !
Eder nizeder naam theke Islamic Naam gulu bad dayna keno Vonder Dol

Sheikh 'Mujibur Rahman '?
Syed Ashraful Islam ?
Abdul Latif siddique ?
Hasanul Haque ?
................
Ke Boro Vondo eta Sobai Jane !

৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:১১

অেসন বলেছেন: " ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল্লামাইকবাল হলের নাম পরিবর্তন করে সূর্যসেন হল করা হল।"-
কথাটা কি সত্যি? আমার যতদূর মনে হয়, আল্লামাইকবাল হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হক হল করা হয়। আপনার মূল উদ্দেশ্য সাম্প্রদায়িকতা ছড়ানো। সে জন্যই সূর্যসেনকে আপনি নিয়ে এসেছেন। আপনার আগে একজন জামাত নেতা সূর্যসেনকে ডাকাত হিসাবে অভিহিত করেছিল।
আপনিও একই ঘরনার লোক। আপত্তি নেই কিন্তু মিথ্যা তথ্য দিবেন না।

৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

আদরসারািদন বলেছেন: "তারা পরিকল্পনা করে ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য, কিন্তু জেনে রাখুন আল্লাহ্ পাক হচ্ছেন সবচেয়ে বড় পরিকল্পনাকারী"।

৬| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৩

আতা2010 বলেছেন: জামাতি রা কাফির মুরতাদ

৭| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫

কাকপাখী বলেছেন: হেফাজতের পেজে দেখলাম লেখাটি ঘুরপাক খাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.