![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক কষ্ট, একই রুমএর মধ্যে অনেক জনকে আটকে রেখেছে ওরা,
ঘেউ, ঘেউ, ঘেউ
আমরা সবে ডাকি,
লেঞ্জা নেড়ে ডাকি।
ঘেউ, ঘেউ, ঘেউ
চলি ছুটে ছুটে
খাই মোরা ডাসবিনে,
লেঞ্জা, নেড়ে, নেড়ে
ঘেউ, ঘেউ, ঘেউ
সাদার উপর কালো,
আমরা কুকুর ভালো,
জাগায় জাগায় কালো
ঘেউ, ঘেউ, ঘেউ।
আমরা সবাই চাটি,
একে অন্যকে চাটি,
জাতির পিতার নামে চাটি।
ঘেউ, ঘেউ, ঘেউ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:২১
বিডি আমিনুর বলেছেন: Them song ভাল হইছে