![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম ৭ দিনেই তোমার প্রতি ক্রাশ খেয়েছিলাম । তোমার জন্য বুকের বামপাশে অদ্ভুত একটা অনুভুতি । তারপর থেকেই প্রতিদিন তোমাকে দেখা, তোমার কথা শোনা, তোমার এক্সপ্রেসন দেখা, তোমার সাথে প্রতিদিন কথা বলার ইচ্ছা, তোমার ডিজাইন প্রজেক্ট দেখা সবই ছিল আমার প্রতিদিনের রুটিন । তোমার মিষ্টিমধুর কণ্ঠস্বর, তোমার হাসির শব্দ সবসময় আমার কানে বাজত । ক্লাস থেকে বাসায় ফেরার পর তোমার সারাদিনের প্রাণচঞ্চলতা আমার মনের প্লেয়ারে চালু হয়ে যেত । স্বপ্ন দেখতাম প্রতিদিন বিকেলে একসাথে আইসক্রিম খাবো, ফুচকা খাবো, জ্যোৎস্না রাতের তারার আলোয় তোমার হাত ধরে হাটব, প্রতিদিন একসাথে ক্লাস করব, ভুল করলে তোমার আদরের বকা শুনব, আরও কত কি । এভাবে দেখতে দেখতে তিনটা বছর কাটিয়ে দিলাম । কিন্তু আমি অনেক ব্রিলিয়্যান্ট, অনেক স্মার্ট, বুদ্ধিমান না হওয়ায় হয়ত আজও মনের কথাটা বলা হয়ে উঠেনি । বলা না হলেও তোমার প্রতি ভালো লাগা এতটুকু কমেনি বরং দিন দিন তা বেরেই চলেছে । তোমাকে ঘিরে আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি । তোমাকে নিয়ে আমি আমার পৃথিবী নতুন করে সাজাই, তুমি এসে আমার পৃথিবীকে পূর্ণতা দেবে এই আশা করি প্রতিনিয়ত । আমি প্রতিদিন তোমার পথ চেয়ে বসে থাকি । কিন্তু কেনো যেন তুমি সব কিছু বুঝেও না বুঝার ভান কর, সব কিছু জেনেও না জানার, দেখেও না দেখার ভান কর । কেনো এমন কর আমি জানিনা । আমি অন্যদের মতো সুন্দর করে হয়ত কথা বলতে পারি না, অন্যদের মতো সুন্দর এক্সপ্রেসন দিতে পারিনা তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি তোমাকে অনেক ভালোবাসব, অনেক সুখে রাখব । কখনও কষ্ট দেবোনা ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ ভোর ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
" এভাবে দেখতে দেখতে তিনটা বছর কাটিয়ে দিলাম "
৩ বছর?
এ সময়ের মাঝে ৩০ জন ছেলে সেই মেয়েকে বুঝার চেস্টা চালিয়েছে হয়তো!