নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাংখারাজা

নিজের সম্পর্কে বিশেষভাবে বলার মতো এখনো কিছু অর্জন করতে পারিনি। আর আমি মানুষ হিসেবে কেমন এটা চারপাশের মানুষরা মুল্যায়ন করবে। তবে এটুকু বলতে পারি দেশকে অনেক ভালোবাসি, দেশের মানুষকে অনেক ভালোবাসি।

পাংখারাজা › বিস্তারিত পোস্টঃ

টিম বাংলাদেশ

১২ ই মার্চ, ২০১৫ ভোর ৫:০৩

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম কে শুধু জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য নয়, অসাধারন একটা খেলা উপহার দেয়ার জন্য।

বাংলাদেশ যে এখন আগের সেই বাংলাদেশ নেই যে শুধু এক-দুই জনের ঘারে নিঃশ্বাস রেখে কোনোরকমে ৫০ ওভার পার করে দেয়ার চেষ্টা করবে আর সম্মানজনক হারের চিন্তা করবে তা টিম বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে খেলায় সারাবিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে।

বাংলাদেশ যে এখন শুধু সাকিব মুশফিক মাশরাফি নয়, বাংলাদেশ এখন টিম বাংলাদেশ। দলের প্রতিটি খেলোয়ারই জয়ের জন্য গুরুত্বপূর্ন অবদান রেখেছে। যখন খুব দ্রুত দুটি গুরুত্বপূর্ন উইকেট চলে গেলো সৌম্য ও মাহমুদুল্লাহ দলের দায়িত্ব নিল। আবার সৌম্য ও সাকিবের দ্রুত বিদায়ের পর মুশফিক ও মাহমুদুল্লাহ দলের স্কোর সম্মানজনক জায়গায় পৌছে দিল । বাকিটা টেলএন্ডাররা ভালমতোই শেষ করে । সাথে বল হাতে বোলাররাও গর্জে উঠল। সবকিছু যার অসাধারন দক্ষতায় সম্পন্ন হল তিনি ক্যাপ্টেন মাশরাফি। দেশের প্রতি মাশরাফির ডেডিকেশন প্রশ্নাতীত। সর্বশেষ সারাদেশে আনন্দের উপলক্ষ এনে দিয়েছে রুবেল। পুরো ম্যচে অসাধারন বোলিং করে এবং লাস্ট ওভারে অসাধারন দুটি বোল্ড করে সারাবিশ্ব কে বাংলাদেশের পেস শক্তির জানান দিয়েছে ।

সত্যিই এই ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য একটি মাইলফলক। আমরা দেখিয়ে দিয়েছি আমরা এক হলে কি করতে পারি । আফসোস হয় এই কথা ভেবে যদি আমরা দেশ কে সামনে রেখে সব ক্ষেত্রে সবসময় এক হয়ে কাজ করতে পারতাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


দেশ চালানো ক্রিকেটের চেয়ে কঠিন

১২ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৫

পাংখারাজা বলেছেন: কঠিন হলেও দেশের স্বার্থে সবাই এক হওয়া অসম্ভব নয়। আমরা সকলে মিলে মিশেই দেশ স্বাধীন করেছি, আশা করছি দেশের অগ্রগতির জন্য আবারও সবাই এক হব।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.