নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পান্হপাদপ

পান্হপাদপ › বিস্তারিত পোস্টঃ

নানা অপকর্মে জড়াচ্ছেন শিক্ষা কর্মকর্তারাঃহয়রানির শিকার জনগণ কোথায় যাবে।

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৯


দৈনিক সমকালের আজকের রিপোর্ট পড়ে হতাশ হলাম।বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা শিক্ষা অধিদপ্তর,শিক্ষা বোর্ড সহ যেসব দায়িত্ব পালন করছেন ,সেখানে কিছু অসৎ কর্মকর্তা নানা অপকর্ম সহ দুর্নীতিতে জড়িয়ে পরছেন।এসব কর্মকর্তা দীর্ঘদিন শিক্ষকতা ছেড়ে প্রেষণে
এসব দায়িত্ব পালন করছেন।তাদের শিক্ষকতা পেশা আর ভাল লাগে না।এসব অসৎ কর্মকর্তাদের দ্রুত বদলী করে দুর্নীতির লাগাম কিছুটা টেনে ধরা যায়।ঢাকা শিক্ষা বোর্ড দুর্নীতির আর এক কারখানা।তারা ওয়েবসাইট এ দালালদের সম্পর্কে সতর্ক করেছেন।টাকা পয়সা লেনদেন না করতে বলেছেন।এটা করে তারা খালাস।এখন দুর্নীতিবাজ রা নিজেরা হাত দিয়ে সরাসরি টাকা গ্রহণ করেনা তাই অনেক অফিসে এখন দালাল।দুদক কি দেখতে পারে খতিয়ে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


"এসব অসৎ কর্মকর্তাদের দ্রুত বদলী করে দুর্নীতির লাগাম কিছুটা টেনে ধরা যায়।"

-প্রমোশনসহ বদলীর সুপারিক করলে ভালো হতো!

১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১২

পান্হপাদপ বলেছেন: ভালো বলেছেন।এদেশে ঘুষখোর কর্মকর্তাদের আবার প্রোমশোন বেশী হয়।তারা পোস্টিং পায় সবসময় ভালো জায়গায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.