নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পান্হপাদপ

পান্হপাদপ › বিস্তারিত পোস্টঃ

\'আমি প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছি ,তুমি টেনশন কইরো না " পালিয়ে যাওয়ার পর স্বামী কে প্রিয়তমা বউ এর ফোন ।আহারে কত ভালো বউ !!

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬


প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর এক গৃহবধূ তার স্বামীকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন- ‘আমি পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না।’

ময়মনসিংহের মুক্তাগাছার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শাহজালাল ও সাবিনা বেগম দম্পতির মধ্যে এ ঘটনা ঘটেছে।

স্ত্রী পালিয়ে যাওয়ার পর শাহজালাল মুক্তাগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, পাঁচ মাস আগে তৈরি পোশাককর্মী শাহজালালের সঙ্গে ২০ বছরের তরুণী সাবিনার বিয়ে হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে।

স্ত্রীকে বাড়িতে রেখে শাহজালাল পোশাক কারখানায় কাজ করতেন। এ সুযোগে সাবিনা তার আগের প্রেমিক ইউসুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ গড়ে তোলেন।

ঘটনাটি শ্বশুরবাড়িতে জানাজানি হলে সাবিনার কাছে এর সত্যতা জানতে চান শাহজালাল। তখন সাবিনাও তার প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেন।

পরে গত ১৮ এপ্রিল রাতে প্রেমিক ইউসুফের সঙ্গে পালিয়ে যান সাবিনা। শাহজালাল তার শ্বশুরসহ আত্মীয়স্বজনকে বিষয়টি জানান।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউসুফের মোবাইল ফোন থেকে শাহজালালকে ফোন করেন সাবিনা।

তিনি স্বামীকে বলেন, ‘আমি প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না।’ স্ত্রীর কাছ থেকে এমন সান্ত্বনা পাওয়ার পর শাহজালাল মুক্তাগাছা থানায় জিডি করেন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

রোকনুজ্জামান খান বলেছেন: আহ্‌ারে ......
সাবিনার মতো মেয়েদের
কি করা উচিত?
বলুন

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাঃ ভাল লাগলো বেচারার স্বামী প্রেম দেখে।যাক, দুশ্চিন্তার কারন নেই,অন্তত নম্রা স্বভাবের ছাবিনার কথাতেই পরিষ্কার যে কয়েকদিনের জন্য একটু ঘুরতে গেছে,ইত্যাবসরে স্বামীজি যেন চিন্তা না করেন।আসলে ছোট বেলায়,কোথাও গেলে উনি বাড়ির বড়দের যেমন বলতেন ,আজও তেমনই বলছেন । এটা এমন কি দোষের! বরং নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য তার বুদ্ধির।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: কোন সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই ধরণের দুঃচরিত্রা নারী পরকীয়া প্রেমিকের কাছে কিছু দিন ভোগ হওয়ার পরে আবার পূর্বোক্ত স্বামীর কাছে ফিরে আসে।
স্বামী তাকে গ্রহণ না করলে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে। কখনো কখনো স্বামীর চাপে পড়ে পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে অপহরণ করেছে মর্মে মামলা দায়ের করে।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: অধিকাংশ পরকীয়ার পরিসমাপ্তি ঘটে খুনোখুনি বা রক্তপাতের মধ্য দিয়ে।
মেয়েটি এক্ষেত্রে খুব সারল্য বা সততার পরিচয় দিয়েছে।
তার স্বামীর উচিৎ তাকে ভুলে যাওয়া এবং এ সমস্যার আইনগত দিক ঠিকঠাক করে দ্রুত বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করা।
মানুষের জীবনে এমন কিছু ঘটে যার জন্য মোটেও কোনো প্রস্তুতি থাকে না। আমাদের এমনই কিছু ঘটনার নির্মম শিকার হতে হয়।
উভয়ের জন্য শুভ কামনা।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

শাহারিয়ার ইমন বলেছেন: মেয়েটার সবাই দোষ দিচ্ছে,পিছনের কারন কেউ খতিইয়ে দেখছেনা

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

কাওসার চৌধুরী বলেছেন:


একজন স্বামী ভক্ত স্ত্রী নিশ্চয়। মনে হচ্ছে স্বামীর প্রতি অনেক কেয়ারিং ছিলেন। আফসুস এমন ভাল বউকে হারাতে হলো!!

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪

পান্হপাদপ বলেছেন: আসলেই এমন ভালো বৌ আর হয় না ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: ৪ নম্বর মন্তব্যকারী বিএমবরকতউল্লাহ আমার মনের কথা গুলো বলে দিয়েছেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

পান্হপাদপ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪১

টারজান০০০০৭ বলেছেন: বিষয়টি একই সাথে বেদনাদায়ক ও কৌতুককর!

সমাজ কি শেষে ফ্রান্সের মতন পরকীয়া স্বীকৃত হইয়া যাইবে, যেখানে স্বামী-স্ত্রী বিবাহাধীনে থাকা অবস্থাতেই পরকীয়া দোষণীয় মনে করা হয় না ! ইন্ডিয়াতেও এমন অবস্থা শোনা যাইতেছে ! বিবাহের প্রয়োজন কি তবে শুধু উত্তরাধিকার নির্ধারণের জন্যই হইবে ?

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২

পান্হপাদপ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।সুন্দর বলেছেন ।

৯| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:২৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বিএম বরকতউল্লাহ এবং রাজীব নুর ভাইয়ের সাথে আমার ও সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.