![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিএনজি অটোরিকশা এখন মিটারে যেতে চায় না ।খামখেয়ালী মত ভাড়া দাবী করে ।গত দু তিন দিনে এ অভিজ্ঞতা হল।সবার কমবেশি এ অভিজ্ঞতা রয়েছে ।পুলিশ ভাইয়েরা এ দিক টা একটু দেখুন দয়া করে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
পান্হপাদপ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।ঠিক বলেছেন ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
পদ্মপুকুর বলেছেন: উবার বা পাঠাও ব্যবহার করেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
পান্হপাদপ বলেছেন: উবার প্রোমো কোড না দিলে ব্যবহার করা সম্ভব নয় । ভাড়া বেড়ে যায় মাঝে মাঝে ।ধন্যবাদ আপনাকে ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
কে ত ন বলেছেন: সিএনজি ওয়ালারা মিটারে যেতে চাইবে কোন দুঃখে? বসুন্ধরা থেকে ধানমন্ডি মিটারে আসে ১৪০-১৬০ টাকা, যাত্রীভেদে তারা আদায় করতে পারছে ৪০০-৬০০ টাকা। আমরাও তো এত পয়সা ওয়ালা হয়ে গেছি, তাদের আবদার খুব সহজেই মিটিয়ে দেই।
উবার চালু হবার পর ভেবেছিলাম সিএনজি ওয়ালাদের দাপট কমবে। কিন্তু বসুন্ধরা থেকে ধানমন্ডি উবারের ভাড়াও ৩৬০ টাকা মিনিমাম। তারপরেও অনেক ভেজাল আছে। আপনি ডিসকাউন্ট পেলেও ড্রাইভার তা মানতে চায়না। অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়না।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
পান্হপাদপ বলেছেন: ঠিক বলেছেন ভাই ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
মাহমুদুর রহমান বলেছেন: লাভ নাই।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
ফেনা বলেছেন: ভাই পু্লিশ যদি সুধরে যায় সুধরে যাবে সারা বাংলাদশ।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: সরকার চায় না। সরকার চাইলে সম্ভব।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: মিটারে গেলে নাকি উনাদের পেট চলে না! আর খামখেয়ালি ভাড়া দেয়ার জন্য আমাদের পেটের খাবার অনেকটা চলে যায় তাদের পেটে।