| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চির-দুরন্ত
আমি জেল পলাতক পুলিশ!!!!! শেষমেশ এই সামুতে আশ্রয় নিলাম।

সেই প্রথম দেখায়,
ভাল বেসেছিলাম তোমায়,
নিলচে ফ্রকখানা পড়েছিলে,
হরিণী চোখ ছেয়ে ছিল গাঢ় কাজলে।
বড় একটা কালো টীপ তোমার ললাটে।
মাথায় নীল ফিতোয় বাধা ছোট্ট ঝুঁটি,
সব মিলিয়ে যেন নীল প্রজাপতি।
চোখে চোখ পরতেই তুমি হেসে দিয়েছিলে,
একটু লজ্জাও হয়ত পেয়েছিলে।
সেদিন তোমার নিঃশ্বাসের উষ্ণ অনুভবে ,
জড়িয়ে ছিলাম তোমার বাহুতে পরম আদরে।
তুমি আলতো চুমু খেয়েছিলে আমার নরম গালে।
সে কি অনুভুতি!!! ভোলা যাবে কি কোনো কালে??
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২
আমি চির-দুরন্ত বলেছেন: শিশুকালে ছ্যাকা খেয়ে যে বাকা হইছি, আজও আর সোজা হইতে পারি নাই
।
উনেক উনেক ধন্যবাদ আপুনাকে। ![]()
২|
১২ ই মে, ২০১৭ বিকাল ৪:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: রোমান্টিক কবিতা, পড়ে ভালো লাগলো। এগিয়ে যান, শুভ কামনা আপনার জন্য। হ্যাপি ব্লগিং.......
![]()
১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭
আমি চির-দুরন্ত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই উৎসাহ দেয়ার জন্য। কবিতার কিছুই জানিনা। আপনাদের লেখা গুলা পড়ে আমার কবিতা দেখলে লজ্জা লাগে। তবুও পাগলামি করতে থাকি।
৩|
১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: লিখতে থাকুন প্রিয়। একদিন অনেক বড় হতে পারবেন, যদি এ কলম না থামে।
১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৪
আমি চির-দুরন্ত বলেছেন: কৃতজ্ঞতা জানাই । পরামর্শ দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯
ওমেরা বলেছেন: কোলে হিসু করার কালে কাকে ভাল লেগেছিল সেটা ও মনে আছে ? তবে কবিতাখানি সুন্দর হইছে বেয়াদব ভাইয়া ।