![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন জয় এর মনে হয় যে এদিকে
সাথি বিকাল 05টায় দেখা
করতে বলেছে তখন জয় বললো যে
বাবা আমি বাড়ি গেলাম
বাবা বলে কেন এ সাথে যাব
আমার একটা কাজ আছে তাহলে
যাও হাসপাতাল থেকে তাদের
বাড়ি 04 কিলোমিটার দূরে
তায় জয় তারাতারি হাটতে শুরু
করে এদিকে বিকাল 05টা
বেজে যাচ্ছে! সাথি বাগান
বাড়িতে অপেক্ষা করছে এবং
সে মনে মনে ভাবছে সে বদ হয়
আর আসবেনা এদিকে বাড়ি
ফিরতে জয এর 05টা বেজে যাই!
এবং তার মা বলে বাবা
মেয়েটা কেমন আছে! জয় বলে ও
ভালআছে ডাক্টার বলেছে
কিছু দিন পর নিয়ে যাওয়া
যাবে! সাথী জয় এর দেখা
করার জন্য দাড়িয়ে আছে! জয়
সাথীর সাথে দেখা করার
জন্য যাচ্ছে রাস্তায় আবির এর
সাথ দেখা কীরে এখনো
যাসনি জয় আরে হাসপাতাল
গিযে ছিলাম বাবার সাথে
বোন কে দেখার জন্য! তা এখন
জলদি যা সাথী মনে হয চলে
গেছে জয বাগান বাড়িতে
এসে সাথী কে না দেখে
বিচলিত হয়! সাথি নিচে
বসে ছিল তখন জয় সামনে
আসে সাথীকে দেখতে পেল
এখনো আছো তুমি! আমি মনে
করে ছিলাম তুমি চলে গেছ
বোধহয় আমার আসতে দেড়ি
হয়েছ তাই! তা কী জন্য ডেকে
ছো তারা তারি বলে ফেল
না হলে আবার মানুষ দেখে
ফেলবে! তুমি বুঝোনা একটা
মেয়ে একটা ছেলেকে কী
জন্য নির্জন জায়গায়
ডেকেছে! কেন ডাকতে
পারে তোমার মত বড় লোকের
মেয়রা আমাদের মত গরিবের
ছলেদের নিয় মজা করা! না
জয় আমি তোমাকে সত্তি
ভালবাসি ভালবাসার
মানে কী তুমি বুঝ ! যেদিন
তুমি আমাকে বইটা দিয়ে
ছিলে সেদিন ভেবেছিলাম
তুমি আমাকে ভালবাস
তোমার এ ভালবাসাতে
আমাকে স্বকুল ছারতে
হয়েছে|
সাত
আজ ভলবাসার নামে আবার
কোন অভিনয় করবে তুমি
ছিলে নারী আমি ছিলাম
পুরুষ গরিবের ভালবাসা
নিয়ে খেলছো ছিনিমিনি!
তার জন্য শুধু তুমি দায়ি তুমি
নিয়ছো আমার মন জানেনা
কোন আপনজ্বন বীজ গনিতের
সূত্র শিখয়ে প্রেমের অংক
করিয়াছ যত এই সবই ছিল
তোমার অভিনয় তোমার
সঙ্গে সঙ্গি হয়ে করেছিলাম
বিষপান হৃদয় কম্পিত হয় এখন
কাদে অবলা প্রাণ! জানো
আজ আমি বড় অসহায় মাটির
প্রাত্রের মত মনটা আমার
ভেঙ্গে চুরে হয়ে গেল ক্ষয়!
তোমার প্রতারণায কেদে
আমি শান্তনার পত চেয়ে রই!
::::::::::::::::::::::::::::::;:::::::::::::: না জয়
না আমি আর কোম অভিনয়
করতে চাইনা! সাথি আমি
তোমাকে খুূব ভালবাসি! না
আমি বিশ্বাস করিনা এই বলে
জয চলে যাই! তুমিযদি
আমাকে এখানে রেখে চলে
যাও আর তুমি না আসা পর্যন্ত
আমি এখন থেকে যাবনা! যতই
বাধা বাধা আসোক এই দিকে
সন্ধা ঘনিযে এল সাথি
বাড়ি ফিরেনি! সাথীর মা
চিন্তায় অস্তির যে মেয়েটা
আমার কোথায় গেল চিন্তায
অস্থির! কোনদিন কোথায
যাইনি সাথির মা চম্পার
বাড়িতে খোজ করে
সেখানে যাইনি! চম্পা তার
মাকে বলে আপনি বাড়িতে
যান আমি দেখছি চম্পা তকন
রাতে জয এর বাড়িতে যাই
এবং বলে যে সাথিকে খুজে
পাওয়া যাইনা সে কী
তোমার সাথে দেখা
করেছিল তবে বাড়ি
ফিরেনি না তখন জয় ও চম্পা
তাদের বাগান বাড়িতে
যাই তখন দেখে সে চুপ করে
বসে আছে আর কাদছে! জয়
বলে এই সাথি আমি
জানতামনা তুমি আমাকে এত
ভালবাস! চল এখন বাড়ি যাই!
তোমার মা বাবা তোমাকে
খুজছে আগে তুমি বল আমাকে
ভালবাস কী না! আগে বাড়ি
যাই পড়ে দেখা যাবে
ওয়াদা কর তুমি আমাকে আরএই
ভাবে কোন দিন কষ্ট
দিবেনা! তখন তাকে
বাড়িতে দিয়ে চম্পা ও জয়
বাড়ি যাই! এবং জয় খাওয়
দাওয়া ছেড়ে দিয়ে
বিছানায় শুয় পড়ে এবং শুধু
তাকে নিয়ে চিন্তা করে।
আট
আমাকে এত ভাসবাসে অথচো
আমি বুঝতে না পেরে তাকে
ফেলে আসি! পরে জয়
চম্পাকে স্বকুলে জিজ্ঞাসা
করে যে সাথী আসেনি না
কেন সে অসুস্থ্য কাল রাতে
যে কনকনে শীতের মর্ধে
দাড়িয়ে ছিল তাই তার জ্বর ও
মাথা ব্যাথা! স্কুল সেষে জয়
এর বন্ধু আবীর ও চম্পা
সাথীকে দেখতে যাই !
সাথী তখন তার রুমে ছিল
তাদের গলার আওযাজ শুনে
সে বারান্দায় আসে এবং
একটা পুরনো কাঠের চেয়রে
বসে এবং সবাই বসে! এমন সময়
তার বাবা বাজার থেকে
আসে এবং বলে আরে বাবা
তোমরা কবে এলে এই যে স্কুল
ছুটির পর ! মেয়ে টা যে আমার
কী পাগলামি করে তাকে
একটু বুঝিয়ে বল বাবা তোমরা
সবাই মিলে একসাথে বলে
আরে সাথী এখন কেমন
লাগছে তোমার আমি ভাল
আছি তোমরা অনেক চিন্তা
করো আমার জন্য! তোমার এমন
কষ্ট করতে হচ্ছে ামৈর জন্য এমন
বলোনা জয়! আমি যদিএমন না
করতাম তা হলে তুমি আজ
আমার কাছ আসতেনা আমিও
তোমাকে পাইতাম না! তখন
সবাই বলে সাথী থাক আমরা
এখন অাসি ! আজ আবার আমার
বোন টাকে আনতে
হাসপাতাল যেতে হবে!
আবির তখন তাকে বলে
তোকে কত ভালবাসে সে বড়
লোকের মেযে হযে! জয বলে
তুই কী কাওকে ভালবাসিস হ্য
কে সে পড়ে বলবো সবাই
বাড়ি ফিরে যাই জয়! আবির
বাড়ি যাওযার সময় জয় এর
বাড়িতে যাই যে জয় এর বেন
কে তার বাবা গ্রামের কুদ্দুস
এর ভ্যানে নিয়ে এসেছে
হাসপাতাল থেকে! তার বোন
এখন অনেক সুস্থ্য ডাক্টার
বলেছে সে আগের মত চলতে
পারবে কিন্তু কিছু দিন
বিশ্রাম নিতে হবে! ঝুমা
কিছুদিন হাসপাতালে ছিল
বলে আজ তার জন্য তাদের
বাড়িতে ভাল রান্না করা
হয়েছে! এইদিগতো জয়ের
চোখের ঘুম হারাম হয়েছে
সাথীর জন্য! সাথী আমার জন্য
অসুস্থ্য হয়ে পড়েছে সে এখন
কী করছে! এই বার জয় আবির এর
বাড়িতে যাই দোস্ত আমি
সাথীকে না দেখে ঘুমাতে
পারবোনা .
©somewhere in net ltd.