নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন এক জন মানুষ আমার ফেসবুক লিংকhttp://www.facebook.com/kkhademula বাংলা সাহিত্য অন্যতম ব্লগ http://www.proteva.info

পঞ্চগড় জয়

সাধারন একজন

পঞ্চগড় জয় › বিস্তারিত পোস্টঃ

নিউইয়র্কে বরফে চাপা পড়েছে ভ্যালেন্টাইন ডে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৬

খারাপ আবহাওয়ার
কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
ভ্যালেন্টাইন ডে’র সব আয়োজন
বাতিল করা হয়েছে। একান্তই
প্রয়োজনে যারা ঘরের বাইরে
বের হচ্ছেন তাদেরকে বিশেষ
সতর্কাবস্থা অবলম্বনের
পাশাপাশি পর্যাপ্ত গরম কাপড়
পড়তে হচ্ছে।
স্মরণকালের ভয়াবহ শৈত্য
প্রবাহে নিউইয়র্ক অঞ্চলের
সকলকে একান্তই জরুরি প্রয়োজন
ছাড়া ঘরের বাইরে না যাওয়ার
পরামর্শ দেয়া হচ্ছে। ফলে
ভালোবাসা দিবস
‘ভ্যালেন্টাইন ডে’র আমেজ আর
নেই। রেস্টুরেন্টগুলোর পক্ষ
থেকে ভ্যালেন্টাইন ডে’র মেন্যু
বাতিল করার ঘোষণা দেওয়া
হয়েছে। সবচেয়ে বেশি
বিপাকে পড়েন ফুল ব্যবসায়ীরা।
কারণ, তারা ইতিমধ্যেই পর্যাপ্ত
অর্থ পরিশোধ করে কাড়ি কাড়ি
ফুল এনেছিলেন স্টোরে। মানুষ ঘর
থেকে বের হতে না পারায়
অর্ধেকেরও বেশি ফুল অবিক্রিত
থাকার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকাল থেকেই
তাপমাত্রা হিমাঙ্কের ২০
ডিগ্রি ফারেনহাইট নীচে
নামায় জনজীবনে অচলাবস্থা
নেমে এসেছে। শত বছরের মধ্যে
এমন ঠান্ডা পরিলক্ষিত হয়নি
বলে আবহাওয়া দফতর উল্লেখ
করেছে।
নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি
ব্লাসিয়ো ১৩ ফেব্রুয়ারি
শনিবার সকালে এক জরুরি
সংবাদ সম্মেলনে জাতীয়
আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে
জানান, রোববার ১৪ ফেব্রুয়ারি
পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কেরও
২০ থেকে ২৫ ডিগ্রি
ফারেনহাইট নিচে প্রবাহিত
হতে পারে। এ অবস্থায় জরুরি
প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের
বাইরে না যান। কর্মস্থলে
হিটিং মেশিন আছে কিনা তা
নিশ্চিত হয়ে এবং পর্যাপ্ত গরম
কাপড় পড়ে যেতে হসংবাদ
সম্মেলনে নিউইয়র্ক সিটি
ইমার্জেন্সি ম্যানেজমেন্ট
কমিশনার যোসেফ ইসপসিটো
বলেন, ‘সাম্প্রতিক সময়ের
ভয়াবহতম এ শৈত্য প্রবাহের সময়
বয়স্ক এবং শিশুদের অবশ্যই নিরাপদ
স্থানে অবস্থান করা উচিত।
যারা ধর্ম চর্চার জন্যে চার্চ,
সিনোগগ, কিংবা ভ্যালেন্টাইন
ডে’র বিশেষ কোন অনুষ্ঠানে
যেতেই চান, তাহলে তারা যেন
শরীর উষ্ণ রাখার যাবতীয়
পোশাক পরিধান করেন। সাথে
যদি পালিত কুকুর নিতে চান
তাহলে সেই কুকুরকেও গরম
পোশাক পড়াতে হবে।’
উল্লেখ্য, এ দিন কমপক্ষে ২৫
কোটি গোলাপ বিক্রি হয় সারা
আমেরিকায়। ন্যাশনাল রিটেইল
ফেডারেশনের তথ্য অনুযায়ী,
২০১৫ সালের ভ্যালেন্টাইন ডে-
তে ৩৭.৮% আমেরিকানই ফুল ক্রয়
করেন। এ বাবদ তাদের ব্যয় হয়েছে
মোট ২.১ বিলিয়ন ডলার। এর
বাইরে ছিল রেস্টুরেন্টে
খানাপিনা, গাড়ির জ্বালানি
ব্যয়। অর্থাৎ প্রিয়জনের
সান্নিধ্যে বিশেষ এই দিনটি
কাটাতে আমেরিকার সব বয়সের
মানুষই উদগ্রীব হয়ে থাকেন।
কিন্তু তাপমাত্রা এতই বেরসিক
হয়েছে যে, এক ফোটা পানি
মাটিতে পড়ার আগেই তা বরফে
পরিণত হচ্ছে। বাংলাদেশি
অধ্যুষিত জ্যাকসন হাইটস,
জ্যামাইকা, ওজনপার্ক, চার্চ-
ম্যাকডোনাল্ড, পার্ক চেস্টার
এলাকা ভুতুড়ে শহরে পরিণত
হয়েছে। দোকান-পাট খোলা
রাখলেও গ্রাহক নেই।
সূত্র : টাইম আউট, সিবিএস।বে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Borof chilo na. Cold.

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

বিজন রয় বলেছেন: তাই নাকি?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

পঞ্চগড় জয় বলেছেন: জি ভাই
আমি রিপ্লাই দিতে পারিনা কেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.