![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার পোষ্টটি পড়েন
আমার মতে এক জন শিক্ষিত ভাল
ছাত্র কি ভাবে খারাপ পথে
পা রাখে তার জন্য দেশ ও সমাজ
দায়ী। একজন ছাত্র যখন ১০ বছর পর
তার জীবনের প্রথম ধাপ অর্জন
করে। তখন থেকে তিনি জীবন
কে নিয়ে স্বপ্ন দেখে যে আমি
অন্য দশ জনের চেয়ে ভাল মানুষ
হবো সমাজের কোন দায়িত্ব
পালন করবো কিন্তু এ সমাজ দেশ
সরকার তা কখনো হতে দিলো
না। কারন আমরা গরিব গরিব
ঘড়ের ছেলেমেয়ে উপরে উঠতে
পারেনা।
আমরা নিচু স্তরের মানুষ আমাদের
বাবা মা কৃষক শ্রমিক কুলি মজুর
তাতি ধোপা নাপিত মুচি
ড্রাইভার দারোয়ান ইত্যাদি। এক
জন বাবা মা যখন তার ছেলে
মেয়েকে লেখা পড়া শিক্ষার
জন্য স্কুল কলেজ বা মাদ্রাসায়
ভর্তি করে দেয়। তখন না খেয়ে
ভর্তি ফিস কাপড় ইত্যাদি কিনে
দিতে হয় কারন তারা মনে করে
যে সমাজে আমার ছেলে একজন
মানুষ হবে আমাদের পরি বারের
হাল ধরবে। বাবা মায়ের স্বপ্ন
পুরন হতে দিলো কি এ সমাজ এ
দেশ সরকার জাতি। অাজ আমি
মনে করে বাংলাদেশ সরকার
যদি বাংলার ঘরে ঘরে এক জন
শিক্ষিত বেকার কে একটা
কর্মসংস্থান বা একটা চাকরি
ব্যাবস্থা করে দিত। তাহলে এ
সমাজে সন্ত্রাস ছিনতাই
রাহাজানি লুটপাট মারপিট চুরি
এ সব কথা শুনতে হতোনা।
সন্ত্রাস কেন হয়?
__________________________________
এক জন শিক্ষিত বেকার তখনই
সন্ত্রাস হয় যখন এ সমাজ দেশ
সরকার তার
কোন রকম দায়িত্ব নেয় না
তিনি
এ সমাজে বোঝা স্বরুপ হয়
বাবা মায়ের
কথা শুনতেহয়
তখন বাধ্য হয়ে এ পথ বেছে
নিতে হয়|
তাদের কে একটা কাজ
দেওয়ার পরিবর্তে মামরা
ধিক্কার তাদের প্রতি অন্যায়
অবিচার করি |
এটাই কি সমাজের নিয়ম|
যখন সে জিবন চলার জন্য
রাতের অধারে ছিন্তায় করে
ধরা পরে তখন সে হয় সন্ত্রাস
এখন তাকে পুলিশে দাও |
না হলে আরও সন্ত্রাসির জন্ম
হলে এহলো আমাদের সমাজ|
সে সময়ে এক জন মানুষ নাই
কিংবা সরকার ও বলেলি
কেন সে এ পথে পা বাড়ালো
সে তো একজন শিক্ষিত
তারা কেন খারা পথে পা
বাড়ায় দেখার মত কেউ
থাকে
আজ আমাদের সমাজ দেশ
জাতি সন্ত্রাস তৈরির
কারকানা
সন্ত্রাস তৈরির অবদান
দেশের?
_______________________________________
সন্ত্রাস তৈরির অবদান
দেশের কারন বাংলাদেশ
সরকার
যত জন বাংলা দেশে
সরকারি চাকুরি জিবি আছে
তাদের বেতন বাড়িয়ে
দ্বিুগুন করে দিছে|
যে সব চাকরি জিবির বেতন
বাড়িয়েছে তারা পূর্বে যে
বেতন পাইতো সেটা দিয়ে
তাদের পরিবার চলতো
খুব সুন্দর ভাবে |
কিন্তু বাংলাদেশ সরকারের
সে দিকে খেয়াল না
যে বাংলা দেশে চাকরি
জিবির চেয় বেকারত্ব সংখ্য
বেশি|
যদি তাদের বেতন না
বাড়িয়ে প্রতিটা শিক্ষিত
বেকার কে
একটি করে চাকরি দিত যত লক্ষ
চাকরি জিবি আরও তত লক্ষ
বেকার এর পরিবারে হাসি
ফোটাতে পারতো
বাংলাদেশ সরকার |
তা হলে কোন সন্ত্রান এর জন্ম
হতো না
আমার মতে |
সুজলা সুফলা শস্য শ্যমলা
বাংলাদেশ হত সোনার
বাংলা দেশ
বর্তমান সমাজে শিক্ষিত
বেকারের চেয়ে
মূর্খ ধনি টাকা ওয়ালার
মর্জাদা বেশি এ সমাজে|
এক জন মূর্খ ব্যাক্তি যদি
কোটি টাকার মালিক হয়
তাহলে সে বড় বড় ম়ঞ্চে ভাষণ
দিবে |
যে কোন মঞ্চের সে হবে
বিশেষ অতিথি
সাধারন সম্পাদক ইত্যাদি পদে
তারা থাকবে|
সেই মঞ্চে এক জন শিক্ষিত
বেকারের কোন মূল্য নেই|
কারন সে শিক্ষত হতে পারে
কিন্তু
সে ম়ঞ্চে উপহার দেওয়ার মত
তার সামর্থ নেই|
যদি তার টাকা থাকতো
তাহলে সে হতো
সেই মঞ্চের অধিকারি
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
পঞ্চগড় জয় বলেছেন: মানুষ তো পাওয়া যাই না
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: কোন কিছু একটি বিষয় ভাল করে শিখুন, বেকার থাকবেন না।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিজন রয়ের মন্তব্যের সাথে সহমত পোষণ করছি।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
শরীফ বিন ঈসমাইল বলেছেন: অভাব যখন দরজায় এসে দাড়ায়, সকল নীতি - নৈতিকতা, শিক্ষা সব কিছুই জানালা দিয়ে পালায়
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
পঞ্চগড় জয় বলেছেন: সঠিক বলে ছেন শরীফ বিন ঈসমাইল
ভাইয়া
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০০
তরুক মকতো বলেছেন: হতাশায় বেঁচে থাকা আর না। ইন্টারনেট ব্যবহার করতে পারেন এমবি খরচ করে তখন আর চিন্তা নাই। অনলাইনে আয় করার হাজারো রাস্তা আছে।