![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sorkar Haider
অনু গল্প : অনুসন্ধান
মধ্য রাতে পিয়াস এফবি
ম্যাসেঞ্জারে পাখিকে
একটা অদভুত প্রস্তাব করে
বসলো। পিয়াস ও পাখি দুজনেই
দুজনের অনুরাগি । দিনে বা
সপ্তাহে হঠাৎ রাস্তায় দেখা
হয়। কথা হয় কেমন আছো,ভাল
আছি এ পর্যন্তই। ছোট্ট দুটি শব্দ
বিনিময় হলেও কথার মাঝে হৃদয়
নিংড়ানো আন্তরিকতা
থাকে দুজনেরই। বন্ধু অথবা খুব
কাছের কাছের অনুভূতি ।
পিয়াস বললো,‘ শোন মুখোমুখি
হলে আমরা কেউ কাওকে কথা
বলবোনা। শুধু এফবিতে কথা
হবে। রাজি ?
পাখি বললো এফবিতেও
হবেনা । রাজি ?
পিয়াস বললো তাহলে তো
কিছু হবেনা।
- কি হবেনা ?
- কথা না হলে কেমন লাগে
জানা হবেনা ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: এটা কি গল্প?
খুব ছোট।