নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন এক জন মানুষ আমার ফেসবুক লিংকhttp://www.facebook.com/kkhademula বাংলা সাহিত্য অন্যতম ব্লগ http://www.proteva.info

পঞ্চগড় জয়

সাধারন একজন

পঞ্চগড় জয় › বিস্তারিত পোস্টঃ

তেঁতুলিয়ার এক কেন্দ্রে নৌকা মার্কায় একটি ভোটও পড়েনি

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৮


তেঁতুলিয়ার এক কেন্দ্রে নৌকা
মার্কায় একটি ভোটও পড়েনি
প্রথমবারের মত জাতীয় প্রতীকে
ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলেও
তেঁতুলিয়ায় এক কেন্দ্রে নৌকা
মার্কায় একটি ভোটও পড়েনি।
জানা যায়, উপজেলার বুড়াবুড়ি
ইউনিয়নে আওয়ামীলীগের
চেয়ারম্যান প্রার্থী বাদশা
সুলায়মান নৌকা মার্কায়
প্রতিদ্বন্ধীতা করেন। ৭নং
ওয়ার্ডের ৪৩ নং নারায়ণগছ
সরকারি প্রাথমিক বিদ্যালয়
কেন্দ্রে নৌকা মার্কায় কোন
ভোট পড়েনি। এ কেন্দ্রে মোট
ভোটার সংখ্যা ৫৯৬। আদায়কৃত
ভোটের সংখ্যা ৫৩৩, তার মধ্যে
বৈধ ৫১৪, অবৈধ ১৯ ভোট পড়ে।
ভোট গণনার শেষে নৌকা
মার্কায় কোন ভোট পড়েনি বলে
জানান প্রিজাইডিং অফিসার
ইউনুস আলী।
বুড়াবুড়ি ইউনিয়নের নয়টি
কেন্দ্রের মধ্যে নারায়ণগছ
সরকারি প্রাথমিক বিদ্যালয়
কেন্দ্রে নৌকা প্রতীকে একটি
ভোটও না পড়ার কথা শুনে
বিস্মিত হয়েছেন উপজেলা
আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জানাযায়, উক্ত ইউনিয়নের
ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ, কৃষক লীগসহ অন্যান্য
সহযোগী সংগঠনের নেতা-কর্মী-
সমর্থকেরা কেউ নৌকা মার্কায়
একটি ভোটও দেননি। এমনকি এই
কেন্দ্রে দলীয়ভাবে নিয়োগ
করা পোলিং এজেন্টরাও
তাঁদের ভোটটি নৌকায় দেননি।
এ নিয়ে উপজেলায় ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ
ব্যাপারে মহাজোটের শরিক দল
জাসদের ইউনিয়নের সাধারণ
সম্পাদক লোকমান গণি জানান,
কেন্দ্রটি আমার নিজ ওয়ার্ডের।
আমার ভোটটি নৌকা মার্কায়
সীল দেই, ব্যালট পেপারটি
ভাজ করার সময় কালি অন্য
মার্কায় লেগে যাওয়ায় সেটি
গণনার সময় ভোটটি বাতিল বলে
গণ্য করে। #

m.prothom-alo.com/bangladesh/article/807322/এক-কেন্দ্রে-নৌকা-প্রতীকে-একটিও-ভোট-পড়েনি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: এমন অবস্থা কি করে হলো?

২| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩০

পঞ্চগড় জয় বলেছেন: মানুষের বিবেকের কী হলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.