![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই
আল্লাহ সুবহানা ওতা'য়ালা বলেনঃ
"অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছে"। আল কুরআন, সুরা ইউনুস, আয়াত-১৩।
কেয়ামতের পূর্বে পৃথিবীতে যে সকল লক্ষণ বেশী বেশী দেখা যাবে তার অন্যতম একটি হল- জুলুম। জুলুম এত বেশী হবে যেন এটাকে পৃথিবীর লোকেরা এতটা গুরুত্ব দিবে না যতটা আল্লাহ সুবহানা ওতা'য়ালা সতর্ক করেছেন। পৃথিবীতে কোনো জাতিই চিরদিন তাদের রাজত্ব টিকিয়ে রাখতে পারেনি এবং কখনও পারবে না। বিশেষ করে যে সব জাতি অত্যাচারী ও দাম্ভিকতা প্রকাশ করে বেড়ায় আল্লাহ সুবহানা ওতা'য়ালার পাকড়াও থেকে তাদের নিস্তার নেই। যে রকমভাবে আল্লাহ সুবহানা ওতা'য়ালা আ'দ, সামূদ জাতি, ফিরআউন প্রজন্ম চিরতরে বিলীন করে দিয়েছেন, কিন্তু তাদের চিহ্ন রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য যাতে প্রজন্ম থেকে প্রজন্ম অবহিত হতে পারে।
এখন আমাদের ভাবা উচিত যে, আমাদের দ্বারা কেউ নির্যাতিত হচ্ছে কিনা, পূর্বে হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ভিকটিম থেকে ক্ষমা চেয়ে নিই, পাশাপাশি অন্তর খুলে তওবা ইস্তেগফার করি। দেরি হলে উপায় থাকবে না। আসুন জাতি থেকে ব্যক্তি পর্যায়ে সকল স্তরে জুলুম, নির্যাতন বন্ধ করি এবং আজ এখন থেকেই। আল্লাহ সুবহানা ওতা'য়ালা আমাদের ক্ষমা করুন, আমিন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: .....অন্তর খুলে তওবা ইস্তেগফার করি। দেরি হলে উপায় থাকবে না। আসুন জাতি থেকে ব্যক্তি পর্যায়ে সকল স্তরে জুলুম, নির্যাতন বন্ধ করি এবং আজ এখন থেকেই। আল্লাহ সুবহানা ওতা'য়ালা আমাদের ক্ষমা করুন, আমিন।
+++++