নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

প্রতিপালকের নিকট চমৎকার একটি আরজি

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩

আল্লাহ তা'য়ালার সৃষ্টি ও সৃষ্টি জগতের উপর চিন্তা-গবেষণা করে তার মাহাত্ম্য ও কুদরত সর্ম্পকে অবগত হওয়া একটি মহৎ ইবাদাত। এতে গভীর মনোনিবেশ করে শিক্ষা গ্রহণ না করা চরম নির্বুদ্ধিতা। এসব সৃষ্টির পিছনে হাজারো তাৎপর্য নিহিত রয়েছে। সে সম্পর্কে চিন্তা-ভাবনা না করে বেপরোয়া হয়ে যেন জাহান্নামে যেতে না হয়, তার জন্য প্রার্থনা করা ঈমানদারদের কর্তব্য। ঈমানদারগণ যাতে আল্লাহ তা'য়ালার সৃষ্টির বিষয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করে জাহান্নামের আযাব থেকে মুক্তি পায়, বিচারের মাঠে লাঞ্ছিত না হয় এবং ঈমানদারদের সাথে মৃত্যু সাথি হয় তার জন্য আল্লাহ তা'য়ালার মহান দরবারে প্রার্থনার জন্য আল্লাহ তা'য়ালা এই দোয়া শিক্ষা দিয়েছেন।

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ-- رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ-- بَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ (সুরা আলে-ইমরান ১৯১-১৯৩) 'হে আমাদের প্রতিপালক! এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি। পবিত্রতা আপনারই জন্য। আমাদেরকে আপনি জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আপনি যাকে জাহান্নামে নিক্ষেপ করেন তাকে অপমানিত করেন। আর জালেমদের জন্যে তো কোনো সাহায্যকারী নেই। হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ করেন এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দেন, আর আমাদের মৃত্যু দেন নেক লোকদের সাথে।'







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

নূর আদনান বলেছেন: আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন, আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.