নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

আমরা কি সুস্থ নই?

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

ঈদের পরে প্রথম বাজারে গেলাম, টুকটাক জিনিষপত্র দরকার। মাগরিব পরে ধীরে সুষ্থে রওনা হলাম। ঈদের তৃতীয় দিন, যেহেতু অফিস ছুটি তাই বাসার বাহিরে খুব একটা যাওয়া হয়নি। ঈদের পরে এই প্রথম বাহিরে আসা। হাটছি আর উৎকট গন্ধ পাচ্ছি। মনে হয় রাস্তার চারপাশে, বাসা বাড়ির সামনে থেকে এয়ার ব্লোয়ার মেশিন দিয়ে গন্ধটাকে ছড়িয়ে দিচ্ছে কেউ। যখন বাজারের কাছাকাছি তখন বেশকিছু লোককে দেখলাম নাকে কাপড় দিয়ে কেনাকাটা করছে। যখন আমিও তাদের সামনে তখন মনে হলো হায় আমি কি ভুলে হাজারীবাগে এসে পড়লাম? ভালো করে খেয়াল করলাম, যা দেখলাম তা এক কথায় বর্ণনা দেওয়া মুসকিল। টাউন হল বাজারের শহীদ পার্ক মাঠের উত্তর দিকের রাস্তার দুই পাশে শুধু রক্ত আর বর্জ্যের স্তুপ। নিশ্চয়ই এই রাস্তার পাশের বিল্ডিং এর মালিকেরা কোরবানি দিয়ে গোস্ত নিয়ে বাড়িতে ঢুকে তাদের দায়িত্ব শেষ করেছে। রক্ত, মলমূত্র আর বর্জ্য পরিস্কার তাদের কাজ নয়! আর তখন মনে হলো হায়রে মানুষ কবে যে সুস্থ হবি, কবে যে সমাজটাকে সুস্থ করবি। একবিংশ শতাব্দীতে এসেও এসব লোকদের ছেদা গ্যান হবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩

হযবরল আমি বলেছেন: আপনি বাংলাদেশে আছেন। আর এই দেশটাকে আমরা হাসিনা/খালেদার মতই ভালবাসি!!! :(

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮

বিলাসী বলেছেন: ভাই আপনি ভুল বললেন, আমি আমার দেশকে আমার মতই ভালোবাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.