নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

সালাম হচ্ছে "আস-সালামু আ'লাইকুম"

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০

হায়রে মুসলিম জাতি !! সালামকে বানিয়েছো স্লামালাইকুম !!! স্লামালাইকুম শব্দের অর্থ কি? এইটা কে বানাইলো? এই প্রশ্নের জবাব কে দিবে?



সালাম হচ্ছে "আস-সালামু আ'লাইকুম"



এর পরিবর্তে নিজেকে স্মার্ট প্রমান করার জন্য স্লামালাইকুম বলা হচ্ছে মূর্খতা। যে এইটা করে সে সালাম দিতেই জানেনা। তওবা করুন, খবরদার কেউ এইরকম মূর্খের মতো সালাম দিবেন না। শুদ্ধ উচারণে পূর্ণাংগ সালাম দিন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২

পরের তরে বলেছেন: জাজাকাল্লাহ.........খুব গুরত্বপুর্ন একটি বিষয় তুলে ধরেছেন। এমনকি সালামের জবাব ও অনেকের সঠিক হয় বলে আমার মনে হয় না। সালামের জবাব হচ্ছে ওয়াআলাইকুমুস সালাম।

ওয়ালাই কুম সালাম নয়।

আল্লাহ তায়ালা সকলকে সহী সালাম এবং সালামের জবাব দেওয়ার তৌফিক দান করুন।

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

বিলাসী বলেছেন: যাজাক আল্লাহু খাইর।

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩

লাবনী আক্তার বলেছেন: একদম ঠিক কথা। এটা আমার কাছেও খারাপ লাগে। আমি সবসময়
এ ব্যাপারে সচেতন থাকি যাতে ভুল না হয়।

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

বিলাসী বলেছেন: যাজাক আল্লাহু খাইর।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

আহমেদ আলিফ বলেছেন:
ভাই আমার জন্য দোয়া করবেন ! আমি চেষ্টা করবো !

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

বিলাসী বলেছেন: যাজাক আল্লাহু খাইর।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

পরের তরে বলেছেন: ভাই আহমেদ আলিফ ..........আপনার নামটি অনেক সুন্দর........যাই হোক ফি আমানিল্লাহ.........চেষ্টা করতে থাকেন। আমি নিজে প্রায় ৬ মাসের ও অধিক সময় চেষ্টা করে সঠিক ভাবে সালাম এবং তার জবাব শিখেছি তার পর ও এখনো মাঝে মাঝে ভুল হয়ে যায়......যা সালাম বা তার জবাব দেওয়ার পরে পরেই বুঝতে পারি। আসলে ছোট থেকেই ভুল শুনতে শুনতে আমাদের ভুলটাই ব্যবহারের অভ্যাস হয়ে গেছে.......তাই সঠিক করাটা কিছুটা কঠিন বটে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

হারান সত্য বলেছেন: ইসলাম সম্পর্কে জানতে ও মানতে আগ্রহী দেখে ভাল লাগল।
একটা সাইটের ঠিকানা দিচ্ছি - এখানে প্রকাশিত সবগুলি লেখা পড়তে পারলে(অনেকেই প্রথম অধ্যায়ের পর আর অগ্রসর হতে পারে না!) আরো অনেক কিছু জানতে পারবেন।

মহাসত্যের পরিচয়

আল্লাহ আমাদের প্রতিটি কল্যানকর প্রচেস্টা কবুল করুন - আমীন।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১

বিলাসী বলেছেন: এই সাইটে ঢুকে মনে হয়েছে অনেক বিভ্রান্তিমূলক কথা রয়েছে, একটি গলদই এর জন্য যথেষ্ট যে মহান আল্লাহর কোনো কথা বা ইসলামের কোনো কথা শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে, এখানে তার ছিটেফোটা পেলাম না। যেখানে বিসমিল্লাহ অনুপস্থিত সেখানে শয়তান উপস্থিত।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

বোকামন বলেছেন:
শুদ্ধ উচারণে পূর্ণাংগ সালাম দিন।

সহমত

৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২

হারান সত্য বলেছেন:
হ্যা, আপনার চোখে পড়া বিষয়টা ঠিকই আছে, এই সাইট বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি ।

বস্তুত এই সাইটে প্রচলিত ইসলামী চিন্তা ধারা ( বা ধর্মীয় সংস্কৃতি ) নয় বরং সার্বজনীন মহাসত্য নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলাম এই সার্বজনীন মহাসত্যের সর্বোত্তম ধারক বাহক হলেও এখানে অমুসলিমদেরও অংশগ্রহনের সুযোগ আছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বিসমিল্লাহ দিয়ে শুরু হওয়া প্রতিটি সাইট বা লেখাকেই শুধুমাত্র ধর্মীয় বিষয় বিবেচনায় অনেকেই এড়িয়ে যান ( অথচ তাদর কাছেই ইসলামের কথা পৌছান সবচেয়ে বেশী জরুরী )। সেই কারনেই এটা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় নি।

আর বিভ্রান্তিমুলক কথা বলতে যদি আপনি বুঝিয়ে থাকেন যে প্রচলিত চিন্তাধারার বাইরের কথা - তাহলে সেটা শত ভাগ সত্যি। আমাদের প্রচলিত ইসলামী চিন্তা ধারা পুরো মুসলিম সমাজকে যেভাবে শত ভাগে বিভক্ত করেছে এবং তারা প্রত্যেকে যেভাবে একভাগ অন্য ভাগকে বিভ্রান্ত/ষড়যন্ত্রকারী এমনকি কাফের/মুশরিক মনে করে তার বিপরীতে এখানে মহাসত্যের ভিত্তিতে ঐক্যের সুত্র খোঁজা হয়েছে - স্বভাবতই যা প্রচলিত প্রতিটি ইসলামী গ্রুপের চিন্তা চেতনার কাছে ব্যাতিক্রমী মনে হবে।

আপনি যদি মুসলিম সমাজের বর্তমান অবস্থায় সন্তুস্ট থাকেন অথবা আপনি নিজে যে ধারায় আস্থাশীল তাকেই চুড়ান্ত সত্য বলে বিশ্বাস করে থাকেন তহালে দু:খের সাথে বলতে হয় এই সাইট আপনার জন্য নয়। যারা মুসলিম সমাজের অধ:পতন ও বিভক্তি এবং বিশ্ব মানবতার বিপর্যস্ত অবস্থা নিয়ে শংকিত, বহু চিন্তা গবেষণা করেও মুক্তির কোন পথ যারা খুঁজে পাচ্ছেন না - এখানে তাদের জন্য কিছু মৌলিক বিষয় তুলে ধরা হয়েছে যা সত্য অনুসন্ধানে তাদের সহায় হবে।

আবারো বলছি প্রচলিত অর্থে এটা কোন ধর্মীয় সাইট নয়। তাই এটা ছাড়াও আপনি ধর্ম ( বা ধর্মীয় সংস্কৃতি ) পালন করতে পারবেন এবং যদি ব্যাতিক্রমী কিছু পড়তে গেলে ঈমান নস্ট হবে বলে আশংকা থাকে - তাহলে এই সাইটের লেখাগুলি না পড়াই আপনার জন্য মঙ্গল জনক ( অন্তত আমি কার ঈমান নস্টের দ্বায় নিতে চাই না! )।

ভাল থাকুন।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.