![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই
ছগীরা (ছোট) গোনাহ থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর। কিন্তু এটা করলে তা পরিত্যাগ করা আবশ্যক। কেননা ছগীরা গোনাহ মানুষকে কবীরা গোনাহের দিকে ধাবিত করে। বিশেষ করে যৌন বিষয়ে, নেশাকর বস্ত্ত বিষয়ে এবং অসদুপায়ে অর্থ উপার্জন বিষয়ে এক পা বাড়ালেই তা চুম্বকের মত মানুষকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যাবে। অতএব এসবের সামান্যতম সুড়সুড়ি পেলেই ওটাকে শয়তানী ধোঁকা মনে করে বাম দিকে তিনবার থুক মেরে আঊযুবিল্লাহি মিনাশ শায়তানির রজীম বলে ছুটে পালাতে হবে। যুক্তি-তর্কের কবলে পড়লেই শয়তানের ফাঁদে আটকে যেতে হবে। অতএব খালেছ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ও সকল ব্যাপারে তাঁর উপরেই ভরসা করতে হবে। নিজেকে পূর্ণরূপে আল্লাহর হাতে সঁপে দিতে হবে। নিশ্চয়ই আল্লাহ কখনোই তাঁর উপরে নির্ভরশীল বান্দার কোন অমঙ্গল করেন না। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হন’ (তালাক ৬৫/৩)।
২| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
আহমেদ আলিফ বলেছেন:
জাযাকাল্লাহু খয়রান !
এরকম ঈমান বৃদ্ধি পোস্ট আরও চাই !
আমার জন্য দোয়া করবেন ভাই!
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
মো ঃ আবু সাঈদ বলেছেন: এরকম ঈমান বৃদ্ধি পোস্ট আরও চাই !
আমার জন্য দোয়া করবেন ভাই!
৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
দিশার বলেছেন: বাম দিকে তিন বার থুক কেন মারতে হবে ? কই পান এগুলা ?
৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪
শাহাদাত রুয়েট বলেছেন: আপনার লেখার জমা এখানে দিন।
http://www.waytojannah.com/submit-your-post/
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: ভালো লাগলো।