![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
এ কেমন কথা ! তদন্তের আগেই রায় ঘোষণা ! অন্যের উপর দোষারোপ করে কি কিছু হবে ? আগে গোয়েন্দাদেরকে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করতে দিন যদি বিএনপি ও জামাতিরা দোষী সাবস্ত হয় তারপরে না হয় বলুন। আপনার আগাম মন্তব্যে অবশ্যই তদন্তে প্রভাব পড়বেই !!!বর্তমান প্রধানমন্ত্রীর বড় অস্ত্র হলো বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের মদদদাতা. এই বুলি আওরাইয়া কি মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দ্বায়িত্ব এরিয়ে যেতে পারবেন?
সেদিন মেনন সাহেব যে ভাবে বললেন যে আই এস সৃষ্টি যুক্তরাষ্ট্রের অবদান, তেমনি ভাবে কি বলা যায় না যে সরকারী দল যাতে আরও বেশি আস্থা অর্জন করেতে পারে তাই বিদেশিদের হত্যা করে তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সাহায্য করছে প্রতিবেশি একটি দেশ !!এরকম দায়িত্বহীন কথা আর কত শুনব? একটা ক্রাইমেরও কুল কিনারা হয় না, বিচার হয়না। কিন্তু উনারা "যত দোষ নন্দ ঘোষ" টাইপের দায়িত্বহীন কথাবার্তা বলেই যাচ্ছে। ৫% দলকানারা বাহবা করছে। কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই আড়ালে রয়ে যাচ্ছে। উনারা কি ভাবে দেশের সব মানুষ বোকা, মূর্খ, নাবুঝ?ক্ষমতার লোভ কী বিবেক অন্ধ করে দিয়েছে। আইনের শাসন কখন ভেঙে পড়ে? অপরাধীরা যখন নিশ্চিত হয়, নিরপরাধী যখন আতঙ্কে থাকেন, তখনই তো আইনের শাসন ভেঙে পড়ে। সীমাহীন লোভের কাছে মানুষ নিজেই কী হেরে গেছে। না যন্ত্রসভ্যতা মুছে দিয়েছে মানুষের সব আবেগ, সব মানবিকতা। অন্যের বিনাশেই কী এখন মুক্তি খুঁজছে মানুষ।
দেশ রাজনীতি শূন্য হয়েছে বহু আগে। ক্ষমতা দখল এবং সেই ক্ষমতাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার নাম যদি হয় রাজনীতি, তবে অসুখ আমাদেরই এবং তা সারাবার কোন ঔষধ বাজারে নেই। রাজনীতি নেই বলেই কালিহাতি সৃষ্টি হয়েছে, সেটি সত্য।এথন আম জনতাও আর সেখানে নেই, আর প্রশাসন তো বরাবরের মতোই আছে, জনতার বিরুদ্ধে।রাজনীতি এবং রাজনীতিকরা দেশ এবং দেশের মানুষকে চুড়ান্ত বর্বরতার দিকেই ঠেলে দিতে পেরেছে।এ কাজে তারা এখন সফল। এই সফলতায় তাদের ক্ষমতা দখলের রাজনীতি এখন নিরঙ্কুশ।গণতন্ত্রের যে চেহারাকে আমরা মেনে নিয়েছি, তাতে এই বর্বরতাই সত্য।
প্রধানমন্ত্রী আপনার কথা যদি সত্যি হয় ''খালেদা বিদেশি মেরে আতঙ্ক সৃষ্টি করছেন'' তাহলে আপনি তার চেয়েও বেশি ....করছেন। জাপানি খুন হয় রংপুর, আর নিরীহ গরিব মানুষ রাজশাহী থেকে পাকড়াও করেন। ওদিকে আপনার গুনধর এম পি লিটন, এখনো ধরা পড়েনা !! কথা বার্তা বলার আগে হিসাব নিকাশ করে বলুন ।
২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮
কানিজ রিনা বলেছেন: আপনার লেখা পড়ে খুব খশি হলাম। দই জন
মাননীয় নেতৃ, হাজার হোক ননদ আর ভাবীতো এই
আরকি একটু সন্দেহতো হতেই পারে। ননদ ভাবীর
দন্দ হয়ে যাবে বন্দ। আহাঃ কি আনন্দ আকাশে
বাতাসে।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: আজ বাক স্বাধিনতা নেই বললেই চলে হয় তো একারনে কখন কার কি হয় বলা মুশকিল ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০
চন্দ্রপ্রেমিক বলেছেন: আর কত! আর কত শুনতে হবে বেফাঁস মন্তব্য? সঠিক তথ্য না জেনে তথ্য বাবা নতুন করে তথ্য শোনান। যারা এরকম বেফাঁস মন্তব্য করে গোয়েন্দাদের উচিৎ তাদেরকে রিমান্ডে নিয়ে সঠিক তথ্য বের করার চেস্টা করা। অন্ততপক্ষে বেফাঁস মন্তব্য থেকে তবেই জাতি মুক্তি পেতে পারে।
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২
চন্দ্রপ্রেমিক বলেছেন: আর কত! আর কত শুনতে হবে বেফাঁস মন্তব্য? সঠিক তথ্য না জেনে তথ্য বাবা নতুন করে তথ্য শোনান। যারা এরকম বেফাঁস মন্তব্য করে গোয়েন্দাদের উচিৎ তাদেরকে রিমান্ডে নিয়ে সঠিক তথ্য বের করার চেস্টা করা। অন্ততপক্ষে বেফাঁস মন্তব্য থেকে তবেই জাতি মুক্তি পেতে পারে।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫
চলন বিল বলেছেন:
হাসিনা বেচে আছে খালেদাকে বেচে, হাসিনার গদির ভিত্তিমুল হল খালেদাকে নিয়ে ব্যবসা