নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ ঃ স্কুলের সামনে ছাত্রী খুন: আমাদের মা বোনদের নিরাপত্তা এই স্বাধীন বাংলাদেশে হবে কোনকালে ???????

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৫











খবর প্রকাশ ঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের ফটকে কবিতা রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিক্রম মনি দাস নামের এক যুবক এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ বিক্রমকে আটক করেছে।


দেশের পরিবেশ খুব সুন্দর না অসুন্দর??? একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি আমাদের যুদ্ধ শেষ হচ্ছে না কেন??? কার ব্যর্থতা? আমার এবং আমাদের।যে পর্যন্ত এই দেশে প্রত্তক্ষ হত্যা কান্ডের বিচার হবে না, সেই পর্যন্ত এসব কৃত্কান্ড চলতে থাকবে। আমরা এখন পর্যন্ত কোন হত্যাকান্ডের সুষ্ট বিচার হতে দেখিনি। আর কখনো দেখতে পারব কিনা তা আকাশ কুসুম কল্পনা। আজ আমরা সত্যি শংক্ষিত, স্বাবাবিকভাবে মরলে তো বাঁচি, কিন্তু কোনো সন্ত্রাসীর হাতে যদি আমাকে মরতে হয় তা আমি জানি আমার ওটারও বিচার হবেনা। বর্তমান বিশ্ব হচ্ছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও খারাপ মানুষের নিরাপদ স্থান। যেখানে সাধারণের কোনো স্থান নেই!


অসুস্থ্য রাজনৈতিক বিষবাষ্প শহর থেকে মফস্বল ,গ্রাম থেকে পাড়া মহল্লায় ঢুকে পড়েছে , জাতীয় রাজনীতির এ অসুস্থ্য চর্চা কিছু মানুষকে এতটাই ক্ষমতাবান করছে যে এরা ধরাকে সরা গেন করে - শিশু নির্যাতন নারী নির্যাতন , হত্যা থেকে শুরু করে হেন দুষ্কর্ম নেই এরা করছেনা । ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে সকল প্রকার দলীয় রাজনৈতিক কর্মকান্ড রহিত করা হউক , সুস্থ মানব সমাজ গঠনে এটা সহায়ক হবে । অনেক অপকর্ম বন্ধ হবে ।ইভটিজিং ছবির কথা মনে পড়তেছে। আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নাই। প্রয়োগ থাকলে আজ আমাদের কবিতা রানী দাসকে হারাতে হতো না। কবিতা রানী দাস আমাদের সমাজ ও রাষ্ট্রকে তুমি ক্ষমা করিও না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৭

শহুরে আগন্তুক বলেছেন: হায় রে দেশ .... হায় রে প্রেম

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪০

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: আফসুস করে মরতে হবে আমাদের !!!

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৪

প্রামানিক বলেছেন: মানুষ দিন দিন কেন যেন নিষ্ঠুর হয়ে যাচ্ছে। এর সমাধান কই?

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

মানবী বলেছেন: ভারত ধর্ষনের রাজধানী হিসেবে বিশ্বের বুকে কুখ্যাতি অর্জন করেছে। সেখানে কোন মুসলিম ধর্ষক পেলেই তারা বাংলাদেশের দিকে অঙ্গুলী নির্দেশ করার ধৃষ্টতা দেখায়।

আমাদের সরকারের উচিৎ অতি সত্তর এই হত্যার বিচার করে নরাধম ধর্ষকের ফাঁসি কার্যকর করা। ওদের বুঝতে হবে আমাদের দেশটার নাম বাংলাদেশ, এখানে ধর্ষকের মতো ঘৃন্য অ্পরাথির কোন ঠাঁই নেই।

সমস্যা হলো, শর্ষের ভুতে দেশটা ছেয়ে গেছে.... এমন বিচারের আশা করাটা অলীক স্বপ্ন মাত্র।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই খবরটা টিভিতে দেখলাম দিয়েছে - ক্লাসে ঢুকে খুন করেছে। এখন জানলাম ফটকে খুন করেছে। হায়রে মিডিয়া। একটা খবর ঠিক মত দিতে জানেনা। মেয়েটা যদি আজ নামি কোন স্কুলের ছাত্রী হতো কত কিছু হতো আজ। গণজাগরণ মঞ্চ, শহীদ মিনার কত জায়গায় কত কি। আর এখন কারো কোন রা নেই।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: বাংলাদেশে চলছে অভয়নিতিতে তথ্যসন্ত্রাস মিডিয়ার দালালি !! এই মিডিয়া পারে একজন নির্দোশ মানুষ অপরাধি বানাতে আবার এর উলটো তবে যেই যাই বলুক তবে"" তার(আল্লাহর) কাছে ফিরে যেতেই হবে"" সেদিন দেখা যাবে এদের কি দৌরাত্ব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.