নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

ধিক্কার জানায় ঐ আইনের হাত ওয়ালা মানুষদেরকে যারা এক নিরপরাধের জীবন থেকে কেড়ে নিয়েছে ২২ টা সোনালি জন্মদিন, ২২ টা বসন্ত, ২২ টা শ্রাবন.........নিশ্চুপ থাকতে পারছিনা............

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০






ধিক্কার জানায় ঐ আইনের হাত ওয়ালা মানুষদেরকে যারা এক নিরপরাধের জীবন থেকে কেড়ে নিয়েছে ২২ টা সোনালি জন্মদিন, ২২ টা বসন্ত, ২২ টা শ্রাবন.........নিশ্চুপ থাকতে পারছিনা............

অসংখ্য অপরাধী আইনশৃঙ্খলাবাহিনীর ধরা-ছোয়ার বাইরে। অনেক আবার শাস্তি পেলেও বিভিন্নভাবে তা কমিয়ে নিচ্ছে। আবার অনেকে রাষ্ট্রপতির থেকে ক্ষমা নিয়ে অপরাধ করছে

কিন্তু এমনও মানুষ আছে যারা দিনের পর দিন বিনা অপরাধে জেলের ভিতরে জিবনের মুল্যবান সময় কাটাচ্ছে। তেমনি এক অভাগা ব্যক্তি আছেন যিনি অপরাধ না করেই কারাভোগ করেছেন দীর্ঘ ২২ বছর।

নাম ফজলু মিয়া। বাড়ি সিলেটে। তিনি বিনা অপরাধে এক দুই বছর নয়, দীর্ঘ ২২টি বছর কারাগারে কাটিয়েছেন।

দীর্ঘ কারাবাসের পর অবশেষে আজ বুধবার জামিনে মুক্তি দিয়েছেন সিলেটের আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১১ জুলাই সিলেটের আদালতপাড়া থেকে সন্দেহভাজন হিসেবে ফজলুকে আটক করেন তৎকালীন ট্রাফিক সার্জেন্ট জাকির হোসেন। সন্দেহের বশে ৫৪ ধারায় ফজলুকে ধরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারপর ফজলুর বিরুদ্ধে বাংলাদেশ মানসিক স্বাস্থ্য আইনে একটি প্রতিবেদন দাখিল করা হয়।

এরপর ফজলু মিয়াকে একাধিকবার জামিন প্রদান করেন আদালত। কিন্তু তার কোনো নিকটাত্মীয়ের খোঁজ না পাওয়ায় মুক্ত হতে পারেননি ফজলু।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

গেম চেঞ্জার বলেছেন: হায়রে আইন!! হায়রে দেশ!!!!!!!!!!!!!!! :(

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: বড় দুংখ বিদারক ঘটনা । শেয়ার করায় জানলাম ।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জি জনাব ধন্যবাদ

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৪

প্রলয়শিখা বলেছেন: আমার জন্মের দুই মাস আগে তিনি জেলে গেলেন। আমি পৃথিবীর আলো পাবার আগে থেকেই উনি পৃথিবীর আলো থেকে এত্তগুলা বছরের জন্য বঞ্চিত হলেন!!!!!!!

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: আইনের ফাকফোকরে খুনীরা মুক্ত আর নিরাপরাধী ২২ বছর!! আর কত অবাক হবো!!

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯

প্রামানিক বলেছেন: হায়রে আইন অপরাধী বাইলে নিরাপরাধী জেলে।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১৬

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: এটাই বাংলার জমিনে হরদম চলছে যে অপরাধ করে তার সাজা নাই আর যে নিরপরাধ তার সাজা ।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: বাংলাদেশের সব জেলে অভিযান চালান দরকার,। এই ভাবে নির্দোশীরা যেন আর জেলে পচে মরে না যায়।খোজ নিলে দেখা যাবে যে , এ রকম অসহায় অনেক লোক অন্যায়ভাবে কারাগারে বসবাস করছে যুগের পর যুগ কিন্তু তাদের দেখার কেউ নেই |

৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন:

এই দেখেন একদম ভুলা-ভালা লোক , সাদা সিদ্বা একদম ।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

গোধুলী রঙ বলেছেন: আল্লাহর গজব আসার জন্য আর দেরি করার দরকার নাই, কারন যা দরকার আমরা তা করেই ফেলেছি আনেক আগেই- আইন এমন হবে যা শুধু দুর্বলের বিচার করবে আর সবল সেই আইনের ফাক গলে বেরিয়ে যাবে।

এতদিনে সেটা কি আসে নি? সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতা, রাস্তায় বেরোলে বাড়ি ফেরার অনিশ্চয়তা এসব যদি আল্লাহর গজব না হয় তাহলে আর কি!!!

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জি আপনার সাথে একমত !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.