নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

আমার মেয়েটাও তো ঠিক এ বয়সী।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

প্রথমে ভিডিওটি দেখে নিই !


আমার মেয়েটাও তো ঠিক এ বয়সী।(Watch what International Media is hiding from you! Gaza )



উপরের ভিডিও টা ২০১৪ জুলাই এর ঠিক এভাবেই আবার ইস্রাইলি হানাদাররা আবার আগ্রাসই হামলা চালাচ্ছে গাজার উপর ।একবার ভাবুন তো ভিডিওটা দেখে !!!

আমিও তো ওই হতভাগ্য লোকটির মতো এক মধ্যবয়সী বাবা।
ওই চিরদিনের জন্যে ঘুমিয়ে থাকা মেয়েটির মতো আমার মামণিও তো এভাবে বাঁ দিকে ঘুমোয়।
অনেকটা এভাবেই মাথার দুপাশে কোমল হাত ছড়িয়ে দিয়ে।
মাঝরাতে আমিও তো ঘুমভাঙা চোখে ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকি সবটুকু মায়া নিয়ে।
ভাতঘুমের বিকেলেও তো একটু শান্তির খোঁজে বাম বাহু আলতো করে তুলে দিই ওর ওপর।
মাথার এলেবেলে চুলে বিলি কাটি।
ভাবি, ওর অপার সম্ভাবনাময় নিরাপদ আগামী নিয়ে।
এ হতভাগ্য বাবাটিও তো আমার মতো রক্ত-মগজের বনি আদম।
স্নেহের জায়গাটিতেও তিনি নিশ্চয়ই আমার মতো হেঁটেছেন।
গতকাল পর্যন্ত আমাদের মাঝে কতো মিল।
আর আজ
ইসরাইলি হানাদারের বুলেট আজ এফোর ওফোর করে দিয়েছে ছোট্ট ওই বুক।
কোমল গালে রক্তের কালিতে লিখে দিয়েছে ত্রাসের মানচিত্র।
কতটুকুনই বা রক্ত ছিলো বারো কেজির ওই ক্ষুদে শরীরটায়। তারপরও দেখো, একটা পৃথিবী ও লাল করে দিয়েছে।
আমি জানি, বেলকনিতে ওর খেলনা গাড়ির ওপর এখনো ধুলো জমেনি।
ওর পুতুলবউ এখনো খুলেনি লাল শাড়ির ভাঁজ।
চিপসের খালি প্যাকেটটি এখনো বারান্দায় পড়ে আছে।
শুধু ও নেই। শুধু ও নেই। শুধু ও নেই।...
আছে ওর অভিশাপের নিকৃষ্ট পৃথিবী।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

ক্রিবিণ বলেছেন: তারপরও দেখো, একটা পৃথিবী ও লাল করে দিয়েছে।...

২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


প্যালেস্টাইনের ব্যাপারটা ইমোশাানেল কিছু নয়, ২ টি জাতির পাশাপাশি থাকার কনডিশন; জাতি ২ টির একটি ভীষণ পেছনে পরে আছে; তারা বুঝতে পারছে না, দেশ গঠনে কিসের দরকার।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

বিপরীত বাক বলেছেন: ওদের ওখানে থাকতে কে বলেছে ? অন্য মুসলিম ধনী দেশগুলোতে গিয়ে থাকলেই পারে। সামর্থ্য নাই তারপরও ছ্যাছড়ার মত লেগে অাছে।।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জনাব !! ইসরাইলিদের ইতিহাস জানা আছে কি ??? যদি জানা থাকত তাহলে আপনি এমন কথা বলতেন না !!


তাহলে দেখুন ঃ ফিলিস্তিন সম্পর্কে জানতে আমার লেখা ৮ টা নোট আছে সব গুলার লিঙ্ক দিচ্ছি পড়ে দেখুন

৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

বিপরীত বাক বলেছেন: পড়া লাগবে না।। ইসরাইল ফিলিস্তিন ইতিহাস সবাই মুটামুটি জানে।।।
এখন কথা হচ্ছে সামর্থ্য নাই যোগ্যতা নাই তো লাগতে যাস কেন গাধারা??
ইসরাইল আর ইহুদি ছাড়া দুনিয়া সভ্যতা অচল।। তারা মেধা জ্ঞানে সেই পর্যায়ে চলে গেছে।। এরা ছাড়া সভ্যতা ধ্বংস হয়ে যাবে।। আল্লাহও ভালভাবে জানে ব্যাপারটা।। তাই তো ঠিক কেয়ামতের সময় ওদের পতনের কথা বলেছে। যখন দুনিয়া আর রাখার দরকার নাই।।।।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫১

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: না জনাব !! @বিপরীত বাক এটা জানে না আসলে ইসরাইল ও ফিলিস্তিনের ইতিহাস তারপরেও যারা জানে কানে নেয় এটা তাদের অক্ষমতা কিন্তু কি করার আছে!!পশ্চিমা পৃষ্ঠপোষকদের মাধ্যমে ইহুদীবাদীরা ফিলিস্তিন ৬৪ বছর ধরে জবরদখল। আমাদের ৫৭ টি মুসলিম দেশের নীরবতা এটাই ভাবায় আমাদের কে । ধন্যবাব।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮

আবু দারদা সেলিম বলেছেন: আমি জানি, বেলকনিতে ওর খেলনা গাড়ির ওপর এখনো ধুলো জমেনি।
ওর পুতুলবউ এখনো খুলেনি লাল শাড়ির ভাঁজ।
চিপসের খালি প্যাকেটটি এখনো বারান্দায় পড়ে আছে।
শুধু ও নেই। শুধু ও নেই। শুধু ও নেই।...
আছে ওর অভিশাপের নিকৃষ্ট পৃথিবী।
..................অনেক ভালো লাগলো..............

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৬

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: বাবা ওঠো,' 'বাবা ওঠো,'- তিন বছরের শিশুকে জাগানোর চেষ্টা করছেন তার পিতা। অন্য সময় হলে মূহূর্তেই কোলে ঝাপিয়ে পড়ত বাবাপ্রিয় শিশু রাফাহ। কিন্তু এখন সে ওঠছে না। বাবাও জানেন, তার বাবা আর তার কোলে ফিরবে না। গুটি গুটি পায়ে যে শিশুটি পুরো বাড়ি আলো করে ছিল, ইসরাইলি বিমান হামলায় সে আজ চুপ, নিশ্চুপ হয়ে গেছে। কেবল সে-ই নয়, তার মা নূর হাসান, যিনি আট মাসের অন্তসত্ত্বা ছিলেন, তিনিও নিহত হয়েছেন ওই হামলায়। ওই তরুণও আহত হয়েছেন। তার দুই বছরের আরেক ছেলে অল্পের জন্য বেঁচে গেছে

ফিলিস্তিনি পিতার বুকফাটা আর্তনাদ : 'বাবা ওঠো'

৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: যে বালককে গুলি করার পর ফুঁসে ওঠেছে ফিলিস্তিন

৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২২

Shawon Ahmed বলেছেন: আমাদের দেশেও দেখা যাচ্ছে ইসরাইলী কিছু দালাল আছে এরা সুযোগ সন্ধানী। এরা সব যুগেই ছিল থাকবে। এদের নিয়ে চিন্তার কিছু নাই শুধু সময় হলেই এদের বিষ দাত ভেঙে দিতে হবে । এদের সম্বন্ধে পবিত্র কুরআনে বলা আছে এরা মুনাফিক যখন যেখানে দল ভারী হয় এরা সেখানে ভিড়ে। এদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে।
লেখকে ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য। যাদের মনে রোগ আছে এদের পিছনে আগুন ধরে যায় সত্যের পথে কেউ কিছু বললে, পাঠকরা বিষয়টি লক্ষ্য করুন।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

প্রভাষ প্রদৌত বলেছেন: বিপরীত বাক হারামজাদা তোর জন্ম পরিচয় ঠিক আছে তো ?????? ইধদি শুয়রের বাচ্চা .।.।.।।।

"এখন কথা হচ্ছে সামর্থ্য নাই যোগ্যতা নাই তো লাগতে যাস কেন গাধারা??" তুই যে কতবড় বকচদ তা তোর এই কথার মাধ্যমেই প্রমাণ হয় ।

তোর বাড়িঘর জায়গা জমি সব সন্ত্রাসীরা দখল করবে আর তুই বইসা বইসা আঙ্গুল চুসিস , কারণ তুই তো নিজেই বিশ্বাস করস যে " সামর্থ্য নাই যোগ্যতা নাই তো লাগতে যাস কেন গাধারা?? "

১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: হায়রে মিডিয়া! আর কতকাল তোমরা নিষ্পাপ মানুষগুলোর বিরুদ্ধে কথা বলবে। তোমাদের কাছে কি এই শিশুটিও জঙ্গি ছিল?
হায়রে দুনিয়া! আর কতকাল তোমরা পশ্চিমা শয়তানদের বাঁচিয়ে রাখবে। এদের বিরুদ্ধে কি নামবে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.